কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ নভেম্বর ২০২০

991
0

আন্তর্জাতিক

  • জাপানে করোনা সংক্রমণে মৃত্যুর তুলনায় করোনার প্রভাবে শুধু এক মাসে আত্মঘাতী মানুষের সংখ্যা বেশি। গত অক্টোবরে সেখানে ২১৫৩ জন আত্মঘাতী হয়েছেন, সেখানে জাপানে এখনও পর্যন্ত করোনায় ২০৮৭ জনের প্রাণহানি হয়েছে। উ্লেখ্য, তাদের বেশির ভাগই নারী। অন্যদিকে শ্রীলঙ্কার মাহারা জেলে করোনা পরিস্থিতিতে আগাম মুক্তির দাবিতে বিক্ষোভরত একদল বন্দির ওপর নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হল ৮ জনের। এরই মধ্যে করোনা সংক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রে ২ লক্ষ ৭৩ হাজার জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত ১ কোটি ৩৭ লক্ষ। বিশ্বে সংক্রমিত হয়েছেন ৬,৩৩,৩৭,৪৭৬ জন। বিশ্বে প্রাণহানি হয়েছে ১৪,৬৯,৭৩৩ জনের।

 

জাতীয়

  • দিল্লিতে করোনা চিহ্নিতকরণের আরটি-পিসিআর পরীক্ষার খরচ ৮০০ টাকায় বেঁধে দিল রাজ্য সরকার। বাড়ি থেকে নমুনা সংগ্রহ করলেও তা ১২০০ টাকার বেশি নেওয়া যাবে না। দেশে এই মুহূর্তে ৪,৪৬,৯৫২ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন। সুস্থতার হার ৯৩.৮১ শতাংশ। এদিকে নতুন বছরের প্রথম দিন থেকেই স্কুল কলজ খোলার সিদ্ধান্ত নিল অসম সরকার। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের জন্য ১৫ ডিসেম্বর থেকে খোলা হবে ছাত্রাবাসগুলি।
  • কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি-হরিয়ানা সীমান্তেই অবস্থান করছেন আন্দোলনকারী কৃষকগণ। আন্দোলনরত কৃষকদের সঙ্গে আলোচনা না হলে এনডিএতে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করার কথা বলল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি।

 

বিবিধ

  • ৭১ বছরের মধ্যে শীতলতম নভেম্বর মাস কাটাল দিল্লি (১০.২ ডিগ্রি সেলসিয়াস)। গত অক্টোবর মাসেও ছিল ৫৮ বছরের মধ্য শীতলতম। আবহওয়া ভবন সূত্রে এই তথ্য জানা গেল।
  • লক্ষ্মীবিলাস ব্যাঙ্কের গ্রাহকরা আগের মতোই সব পরিষেবা পাবেন বলে জনালেন ডিবিআইএল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, লক্ষ্মীবিলাস ব্যাঙ্কের বয়স ৯৪ বছর। অন্যদিকে সিঙ্গাপুরের ডিবিএস ব্যাঙ্ক ভারতে ১৯৯৪ সাল থকে ব্যবসা শুরু করেছে। দুই ব্যাঙ্কের মিলিত শাখা হল ৫৫০, এটিএম ৯০০টি।

 

খেলা

  • দিয়েগো মারাদোনার মৃত্যু নিয়ে বিচারবিভাগীয় তদন্ত শুরু হল আর্জেন্টিনায়। দিয়েগোর ব্যক্তিগত চিকিৎসক লিয়োপোলো লুকের বাড়ি ও ক্লিনিকে তল্লাসি চালাল পুলিশ। এদিকে ব্রাজিলের প্রাক্তন ফুটবলার জিকো অভিযোগ করলেন, ১৯৮৪ সালে ইতালিতে নাপোলির হয়েও একবার হাত দিয়ে গোল করেছিলেন দিয়েগো। অবশ্য জিকো যে ৫ জন ফুটবলারকে বিশ্বসেরা বলে উল্লেখ করেছেন সেখানেও রয়েছেন মারাদোনা। তালিকায় রয়েছে গ্যারিঞ্চা, পেলে, দিয়েগো, ক্রুয়েফ ও বেকেনবাউয়ারের নাম।
  • আইএসএলে এফসি গোয়া নর্থইস্ট ইউনাইটেডের ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকল।
  • বাহরিনের গ্রাঁ প্রি চলাকালীন আগুন লেগে যায় রোমা ঘুজের গাড়িতে। ২১৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে চলার সময় দেওয়ালে ধাক্কা মেরে গাড়িটি দুটুকরো হয়ে যায়। রোমা সুস্থ আছেন।

 

 

 

লাইভ টিভি দেখুন:  https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল