আন্তর্জাতিক
- বড়দিনের প্রাক্কালে হোয়াইট হাউসকে নিজের পরিকল্পনায় সাজালেন বিদায়ী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ১২৫ জন স্বেচ্ছাসেবককে নিয়ে ইস্ট রুম, রোজ গার্ডেন, ব্লু রুম প্রভৃতি সাজানো হয়েছে। এর থিম ‘আমেরিকা দ্য বিউটিফুল’। এদিকে মেলানিয়া যখন মার্কিন রাষ্ট্রপতির আবাসসস্থল সাজাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে তখন করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। সংক্রমণসংখ্যা ও প্রাণহানির বিচারে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে তারাই। এদিন পদত্যাগ করলেন করোনা টাস্ক ফোর্সের অন্যতম উপদেষ্টা স্কট অ্যাটলাস। এদিকে মার্কিন কূটনীতিক হ্যারি কাজিয়ানিস দাবি করলেন, চিনে প্রস্তুত করোনার সম্ভাব্য প্রতিষেধক ইতিমধ্যেই দেওয়া হয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জম উন এবং তাঁর পরিবারের সদস্যদের। এরই মধ্যে বিশ্বে করোনায় সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৬,৩৮,৮১,৪৩৮। মোট জীবনহানি হয়েছে ১৪,৮০,১০৩ জনের।
জাতীয়
- নয়াদিল্লির বিজ্ঞানভবনে আন্দোলনরত কৃষকদের ৩৩ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। খাদ্য ও গণবণ্টন বিষয়ক মন্ত্রী পীযূষ গোয়েল এবং বাণিজ্য দফতরের প্রতিমন্ত্রী সোমপ্রকশ। কিন্তু বৈঠক থেকে কোনো সমঝোতাসূত্র মেলেনি। কৃষকরা দিল্লি-হরিয়ানা সীমান্তেই অবস্থান করছেন। একদিন পর ফের বৈঠকে বসবে দুপক্ষ।
- পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দুয়ারে সরকার প্রকল্পের সূচনা হল। স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, একশো দিনের কাজ প্রভৃতি বিভিন্ন প্রকল্পের সুবিধা নাগরিকদের কাছে পরিচিতি ঘটাতেই এই প্রকল্প আনা হয়েছে।
- করোনা সংক্রমিতের গৃহের বাইরে পোস্টার সাঁটিয়ে দেওয়া বাস্তবে তাঁদের সমাজে অচ্ছুৎ করে তোলার সমান। এদিন এই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ৩১,১১৮ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৪১,৯৮৫ জন। গত একমাসে মহারাষ্ট্র, কর্নাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গে সক্রিয় রোগী সব থেকে কমেছে। সব থেকে বেশি হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান ও পাঞ্জাবে।
বিবিধ
- নভেম্বর মাসে দেশে জিএসটি সংগ্রহ হয়েছে ১,০৪,৯৬৩ কোটি টাকা। পশ্চিমবঙ্গে অক্টোবর মাসের তুলনায় জিএসটি সংগ্রহ বেড়েছে ৮ শতাংশ।
- আমফান ক্ষতিপূরণ দেওয়া নিয়ে বিভিন্ন বিতর্কের ঘটনায় সিএজি-কে অডিট করে ৩ মাসের মধ্যে রিপোর্ট দিতে বলল কলকাতা হাইকোর্ট।
খেলা
- টোকিওর সমুদ্রতটে ফিরিয়ে আনা হল অলিম্পিকের পঞ্চবলয় প্রতীকচিহ্নকে। ১৫ মিটার লম্বা ও ৩৩ মিটার চওড়া প্রতীকগুলি সজ্জিত রাখা হল ইয়োকোহামার রেনবো ব্রিজের সামনে।
- আইএসএলে এসসি ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারিয়ে দিল মুম্বই সিটি।
লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল