আন্তর্জাতিক
- নোভেল করোনা ভাইরাস ২০১৯-এর টিকা প্রয়োগের ছাড়পত্র দিল ব্রিটেন। ইউরোপের প্রথম দেশ হিসাবে তারা আমেরিকান সংস্থা ফাইজার ও জার্মান সংস্থা বায়োএনটেক-এর তৈরি প্রতিষেধক প্রয়োগ শুরু করবে আগামী সপ্তাহেই। প্রথমে বৃদ্ধাশ্রমের আবাসিক ও কর্মীরা এই টিকা পাবেন। ধাপে-ধাপে বয়স্ক অসুস্থ ও স্বাস্থ্যকর্মী, সমাজকর্মীদের দেওয়া হবে এই টিকা। চার সপ্তাহের লক ডাউন শেষের পরেই এই সংবাদ দিল সেখানকার মেডিসিন অ্যান্ড হেলথকেয়র প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি। আগামী সপ্তাহ থেকে `স্পুটনিক ভি’ নামক প্রতিষেধক দেওয়ার ঘোষণা করল রাশিয়াও। প্রসঙ্গত, মাত্র ১০ মাসে করোনার টিকা প্রস্তুত করতে সমর্থ হল ফাইজার। আন্তর্জাতিক স্বীকৃতির দিক থেকে এটাই করোনার প্রথম প্রতিষেধক। ‘স্পুটনিক ভি’কে `হু’ স্বীকৃতি দেয়নি। ফাইজারের সাফল্য ঐতিহাসিক হলেও তার সংরক্ষণ প্রক্রিয়া জটিল। হিমাঙ্কের ৭০ ডিগ্রি কম তাপমাত্রায় তা সংরক্ষিত করতে হয়। এই টিকার ছাড়পত্র দেওয়ার দিনে ব্রিটেনে করোনা সংক্রমণে মোট প্রাণহানির সংখ্যা হয়েছে ৫১ হাজার। বিশ্বে তা ১৪ লক্ষ ৯৩ হাজার ৪৮৭ জন।
জাতীয়
- অরুণাচল প্রদেশে ১০ হাজার মেগাওয়াট ক্ষমতার জলবিদ্যুৎ প্রকল্প গড়ার পরিকল্পনা জানাল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক। চিনের তিব্বত অংশে ব্রহ্মপুত্র নদে বাঁধ তৈরির সিদ্ধান্ত প্রকাশিত হওয়ার পর ভারত এই পরিকল্পনা জানাল।
- দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন ৪,২৮,৬৪৪। গত ১৩২ দিনের মধ্যে এই সংখ্যা সব থেকে কম। গত ২৩ জুলাই ৪,২৬,১৬৭ জন সক্রিয় করোনা রোগী ছিলেন যা তারপর আরও বৃদ্ধি পেয়েছে। দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেডে হয়েছে ৯৪,৯৯,৪১৩। মোট প্রাণহানির সংখ্যা ১,৩৮,১২২।
বিবিধ
- দেশের সমস্ত থানা এবং সিবিআই সহ তদন্তকারী সংস্থাগুলির দপ্তরে ক্লোজসার্কিট ক্যামেরা বসানো ও তার ছবি ১৮ মাস পর্যন্ত সংরক্ষণের জন্য পুনরায় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগে ২০১৮ সালেও এই নির্দেশ দেওয়া হয়েছিল।
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা অর্থসচিব হিসবে মনোনয়ন পেলেন জ্যানেট ইয়েলেন।
- সহকর্মীদের স্ত্রীদের নিয়ে কুরুচিকর মন্তব্যের জন্য প্রবীণ বিচারপতি সি এশ কারনানকে গ্রেপ্তার করল চেন্নাই পুলিশ। তামিলনাড়ুর বার কাউন্সিলের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। উল্লেখ্য, ২০১৭ সালে কলকাতা হাইকোর্ট থাকাকালীন আদালত অবমাননার দায়ে ছয় মাসের কারাদণ্ড হয়েছিল তাঁর। হাইকোর্টে দায়িত্বে থাকাকালে কোনো বিচারপতির আদালতে যাওয়ার ঘটনা সেটাই ছিল প্রথম।
খেলা
- ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে ১৩ রানে জয়লাভ করল ভারত। তবে ভারত সিরিজে ২-১ ব্যবধানে পরাস্ত হল, ৭৬ বলে ৯২ রান করে `ম্যান অব দ্য ম্যাচ’ হলেন হার্দিক পান্ডিয়া। এদিন অভিষেক ম্যাচের ২টি উইকেট পেলেন টোয়েন নটরাজন। ভারতের অধিনায়ক বিরাট কোহলি এদিন ৭৮ বলে ৬৩ রান করেন। একদিনের আন্তর্জাতিক ১২,০০০ রানের মাইল ফলক স্পর্শ করলেন তিনি। ২৪২ ইনিংসে এই কীর্তি স্থাপন করলেন তিনি, যা দ্রুততম। শচীন তেন্ডুলকর, রিকি পন্টিং, কুমার সঙ্গকারা এই রান করতে যথাক্রমে ৩০০, ৩১৪ ও ৩৩৬ ইনিংস নিয়েছিলেন।
- আইএসএলে হায়দরাবাদ এবং জামশেদপুর এফসি দলের ম্যাচ ড্র হল (১-১)।
লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল