কারেন্ট অ্যাফেয়ার্স ৩ ডিসেম্বর ২০২০

849
0

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে ২৭৩১ জনের প্রাণ গেল। এই প্রথম এই রোগে একদিনে এত বিপুল সংখ্যক মানুষের জীবনহানি হল। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯০৬৯৫ জন সংক্রমিত হলেন। কোভিড ট্র্যাকিং এফেক্ট নামে একটি পর্যবেক্ষক সংস্থার তথ্য মার্কিন মুলুকে প্রতি মিনিটে ২৯ জন করোনায় সংক্রমিত হচ্ছেন। এদিকে বিশ্ব এই সংক্রমণে মোট প্রাণহানির সংখ্যা গিয়ে দাঁড়াল ১৫ লক্ষ (১৫০৭৫৭০ জন)। মোট সংক্রমিত ৬৫২৯০৬২০ জন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২ কোটি। সুস্থ হয়ে উঠেছেন ৪৫২২৫৮৭০ জন।
  • গত জুন মাসে লাদাখের গলওয়ার উপত্যকায় চিন ও ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চিনই দায়ী বলে মার্কি  অর্থনীতি ও নিরপত্তা কমিশন তাদের দেশের কংগ্রেসকে রিপোর্ট দিল।

 

জাতীয়

  • আন্দোলনরত কৃষক নেতৃত্বের সঙ্গে প্রায় সাত ঘণ্টা ধরে বৈঠক করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল প্রমুখ। এদিনের বৈঠকর কোনো সমাধান সূত্র মেলেনি। এদিকে আন্দোলনকারীর কৃষকদের পাশে দাঁড়াতে পাঞ্জাব প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল (৯২) পদ্মবিভূষণ পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা জানালেন। সুখদেব সিং ঠিড়সাও ওই পুরস্কার ফেরাচ্ছেন। পাঞ্জাবের অন্তত ৩০ জন প্রাক্তন খেলোয়াড় পদ্মশ্রী ও অন্যান্য সরকারি পদক ফেরানোর কথা বলেছেন।
  • দেশে করোনা সংক্রমণের সংখ্যা গিয়ে দঁড়াল ৯৫ লক্ষে (৯৫৩৪৯৬৪)। এই মুহূর্তে সক্রিয় রোগী ৪২২৯৪৩ জন। দেশে মোট প্রাণহানির সংখ্যা ১৩৮৬৪৮।

 

বিবিধ

  • কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট –এর জেনারেল ম্যানেজার পদে বসেছেন শ্যামলী হালদার। দেশে প্রথম কোনো মহিলা এই পদে বসলেন।

 

খেলা

  • চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাসের হয়ে ডায়নামো কিয়েভের বিরুদ্ধে ম্যাচে একটি গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই ম্যাচের রেফারি ছিলেন স্টেপানি ফ্রাপার্ট। এই প্রথম কোনো মহিলা পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ পরিচালনা করলেন। এদিন গোল করার পর রোনাল্ডোর দেশ ও ক্লাবের হয়ে ৭৫০টি গোল করা হয়ে গেল।এই তালিকায় তাঁর আগে রয়েছেন পেলে (৭৬৭), রোমারিও (৭৫২) ও যোশেফ বিকান (৮০৫)। রোনাল্ডো দেশের হয়ে ১০২টি গোল করেছেন।
  • আইএসএলে জয়ের ধারা অব্যহত মোহনবাগানের। এদিন তারা ১-০ গোলে হারাল ওড়িশা এফসিকে।

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল