কারেন্ট অ্যাফেয়ার্স ৫ আগস্ট ২০২৩

359
0
Current Affairs 5th August

আন্তর্জাতিক
  • পাকিস্তানে পুনরায় গ্রেপ্তার করা হলো সেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তেহরিক ই ইনসাফ পাকিস্তান দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে। তোষাখানা মামলায় ইমরানকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দিল ইসলামাবাদের একটি আদালত। একই সঙ্গে তিনি পাঁচ বছর সক্রিয় রাজনীতিতে অংশ নিতে পারবেন না বলে জানানো হয়েছে। এরপরই লাহোরের জার্মান পার্ক এলাকায় ইমরানের বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। প্রসঙ্গত, পাকিস্তানের নিয়ম অনুসারে ৩০ হাজার টাকা বা তার বেশি মূল্যের উপহার প্রধানমন্ত্রীকে দেওয়া হলে তা ব্যক্তিগত ভাবে গ্রহণ করা যায় না। তা জমা করতে হয় সরকারি তোষাখানায়। ইমরানের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রধানমন্ত্রী থাকার সময় এইরকম বহু সামগ্রী বিক্রি করে দিয়েছেন। পাকিস্তানী মুদ্রায় তার দাম ১৪ কোটি টাকা। ইমরান এই অভিযোগ অস্বীকার করেছেন।
  • কৃষ্ণসাগরে পুনরায় রাশিয়ার জাহাজে হামলা চালালো ইউক্রেন। এবার ১১ জন নাবিকসহ একটি তেলের ট্যাঙ্কারে তারা যাত্রীবিহীন নৌকায় বিস্ফোরক ঠেসে হামলা চালায়। এতে মালবাহী জাহাজটির ক্ষতি হলেও কারোর প্রাণহানি হয়নি বলে রাশিয়া জানিয়েছে।
জাতীয়
  • হরিয়ানায় সাম্প্রদায়িক সংঘর্ষের পর থেকেই বেআইনি দখলদার উচ্ছেদ অভিযানে নেমেছে প্রশাসন। এদিন তারা ৪৫টি অবৈধ দোকান বুলডোজার চালিয়ে ভেঙে দিল। এর মধ্যে অধিকাংশই ছিল ওষুধের দোকান। নলহার এলাকায় শহীদ হাসান গভর্নমেন্ট মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় বুলডোজার চালানো হয়েছে।
  • বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের অন্যতম বিচারপতি রোহিত দেও পদত্যাগ করলেন। তিনি ঘোষণা করেছেন, আত্মমর্যাদার সঙ্গে আপোস করা সম্ভব নয় বলে তিনি ইস্তফা দিচ্ছেন। আদালতের কাজ চলার সময় পদত্যাগ ঘোষণা বেনজির ঘটনা। তিনি ২০১৬ সালে মহারাষ্ট্রের অ্যাডভোকেট জেনারেল হয়েছিলেন। এরপর ২০১৭ সালে বিচারপতি হন। নাগপুর বেঞ্চে তিনি ছিলেন দ্বিতীয় প্রবীণ বিচারপতি।
  • ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো গত ১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করেছিল চন্দ্রযান ৩। নির্দিষ্ট সূচি মেনে এদিন এই যান চাঁদের কক্ষপথে পৌঁছল। আগামী ২৩ আগস্ট তার চাঁদে অবতরণের কথা রয়েছে।
  • উত্তরপ্রদেশে এটাওয়ার বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাম শঙ্কর কাঠেরিয়াকে ১২ বছরের একটি পুরনো মামলায় দোষী সাব্যস্ত করলো আগ্রার একটি আদালত। এক বিদ্যুৎ আধিকারিককে হেনস্থার মামলায় তাঁকে দু বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর ফলে তাঁর লোকসভার সদস্যপদ হারানোর কথা।
খেলা
  • বার্লিনে ইতিহাস গড়লেন ভারতের মহিলা তীরন্দাজ অদিতি স্বামী। মাত্র চব্বিশ ঘন্টা আগে ভারতীয় মহিলা দলের হয়ে তিনি কম্পাউন্ড দলগত বিভাগে সোনা জিতেছিলেন। এরপর সেই কম্পাউন্ড বিভাগেই সিঙ্গেলসে সোনা জিতলেন ১৭ বছরের অদিতি। ফাইনালে তিনি হারালেন মেক্সিকোর অন্দ্রিয়া বেসেরাকে, ১৪৯-১৪৭ পয়েন্টের ব্যবধানে। একই দিনে পুরুষদের কম্পাউন্ড সিঙ্গেলস ইভেন্টে সোনা জিতলেন ভারতের ওজস দেউতালে। ২১ বছরের ওজস হারালেন ১৫০-১৪৯ পয়েন্টের ব্যবধানে হারালেন পোল্যান্ডের লুকাস প্রিজিবিলোস্কিকে। ভারতের জ্যোতি কৌর পরপর তিনবার তীরন্দাজির বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে মোট একটি সোনা, চারটি রূপো ও তিনটি ব্রোঞ্জ পদক পেলেন। বার্লিনে এ বছর দল হিসাবে ভারতের প্রাপ্তি তিনটি সোনা, একটি ব্রোঞ্জ।
  • মহিলাদের ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় প্রি কোয়ার্টার ফাইনালে জাপান ৩-১ গোলে হারিয়ে দিল নরওয়েকে। এই প্রতিযোগিতায় ইতিমধ্যেই ১৪ টি গোল করে ফেলেছে জাপান। অন্য প্রি কোয়ার্টার ফাইনালে স্পেন ৫-১ গোলে হারিয়ে দিল সুইজারল্যান্ডকে।
বিবিধ
  • সমুদ্রের জলে উষ্ণতা বৃদ্ধির বিরূপ প্রভাব পড়ছে বলে দাবি করল ইউরোপীয় ইউনিয়ন। বর্তমানে সমগ্র ইউরোপ জুড়ে চলছে তাপপ্রবাহ। অস্বাভাবিক দাবদাহে কাহিল হয়ে পড়েছেন ইউরোপের মানুষ। এর ফলে সমুদ্রের জলের উষ্ণতা বেড়ে হয়েছে ২০.৯৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এই হার অনেকটাই বেশি বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া দপ্তর।