আন্তর্জাতিক
- আন্দোলনে উত্তাল বাংলাদেশ। শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলেন সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু পদত্যাগই নয়, পরিস্থিতির গুরুত্ব বুঝে তাঁকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। দুপুরে শেখ হাসিনাকে গদি ছাড়ার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দেন সেনাপ্রধান ওয়াকার উজ-জমান। জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সুযোগটুকু পর্যন্ত তাঁকে দেওয়া হয়নি। তারপরই বঙ্গভবনের দখলনায় উত্তেজিত জনতা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে লুটপাট চালায় তারা। বাংলাদেশের বিভিন্ন স্থানে শাসক দল আওয়ামি লিগের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। তাদের নেতা নেত্রীদের বাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে। বঙ্গবন্ধুর মুর্তিও নানা স্থানে ভেঙে ফেলা হয়েছে বলে জানা গেছে। শেখ হাসিনা ২০০৯ সালে নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছিলেন। তারপর থেকে টানা চারবার ক্ষমতায় ছিলেন। সেনাশাসন সরিয়ে ক্ষমতায় ফিরেছিলেন তিনি। হাসিনার পদত্যাগের পর ফের সেনার অধীনেই গেল বাংলাদেশ। বোন রেহানাকে নিয়ে তিনি বাংলাদেশ বায়ুসেনার বিমানে গাজিয়াবাদ পৌঁছেছেন বলে জানা গেছে। ভারতে পৌঁছলেও তিনি ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চাননি। তিনি লন্ডনে ছেলের কাছে যেতে চান বলে জানা গেছে। সেনাপ্রধান ওয়াকার উজ-জমান নিজে জাতির উদ্দেশ্যে ভাষণ বিয়ের প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর জানিয়েছেন। তিনি দেশবাসীকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন। অন্তর্বর্তী সরকার গঠন করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।
জাতীয়
- বিহারে বৈশালী জেলার ইন্ডাস্ট্রিয়াল থানা এলাকার সুলতানপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন ৯ জন কাঁওয়ার যাত্রী।পুণ্যার্থীদের গাড়িটি বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসায় এই দুর্ঘটনা ঘটেছে।
- পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে শিলিগুড়িতে বেসরকারি উদ্যোগে একটি ফ্যাশন বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে, পশ্চিমবঙ্গ বিধানসভার বাদল অধিবেশনের শেষ দিনে এই সংক্রান্ত একটি বিল পাস হলো।
খেলা
- প্যারিস অলিম্পিকে ছেলেদের পোলভল্টে বিশ্ব রেকর্ড করলেন সুইডেনের আর্মান্ড ডুপ্লান্টিস। তিনি ৬.২৫ মিটার লাফিয়ে বিশ্ব রেকর্ড করলেন। অবধারিতভাবে সোনাও জিতলেন তিনি। এদিকে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্ট ঘিরে আলোড়ন দেখা দিয়েছে। এই ইভেন্টের ফাইনালে সকল প্রতিযোগী ১০ সেকেন্ডের কম সময় করেছেন এবং প্রতিযোগীদের মধ্যে সময়ের ব্যবধান ০.১২ সেকেন্ড। জাস্টিন জ্যাকলিনের পর কুড়ি বছর অতিক্রম করে আবার এই বিভাগে সোনা জিতলেন কোনোও মার্কিন অ্যাথলিট, নোয়া লাইলস। এখন তিনিই বিশ্বের দ্রুততম মানব। এদিকে পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজ এর ফাইনালে উঠলেন ভারতের অবিনাশ সাবলে। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে অলিম্পিকের এই বিভাগে ফাইনালে উঠলেন তিনি। এদিকে এদিন জানানো হলো যে, ভারতের হয়ে অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে পতাকা বহন করবেন মানু ভাকের।
- ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন কোচ গ্রাহাম থর্প (৫৫) প্রয়াত হলেন। ১০০টি টেস্টে তাঁর শতরান ছিল ১৬টি, মোট রান ৬৭৪৪। ৮২ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি।
বিবিধ
- শেয়ার বাজালে বাজারে ধস নামল। ভারতে এক দিনে শেয়ারসূচক সেনসেক্স কমল ২২০০ পয়েন্ট। অপর শেয়ার সূচক নিফটিরও পতন হয়েছে ৬৬২ অংক। সবমিলিয়ে শেষ দুই কাজের দিনে ভারতের শেয়ার বাজার থেকে মুছে গেল ১৫ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ। শুধু যে শেয়ার বাজারে ধস নেমেছে তাই নয়, ডলারের সাপেক্ষে টাকার দামও পৌঁছে গেল রেকর্ড তলানিতে। এই প্রথম প্রতি ডলারে ভারতীয় টাকার দাম কমে হল ৮৪.০৯ টাকা।
- ২০২৩ ২০২৪ অর্থবর্ষে ভারতে ডিজিটাল আর্থিক ক্ষেত্রে অর্থাৎ মূলত ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিংয়ে মানুষকে ঠকিয়ে প্রতারণার অংক ছিল ১৭৭ পয়েন্ট ০৫ কোটি টাকা। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এই তথ্য জানিয়েছে। এই বিষয়ে মানুষকে সাহায্যের জন্য জাতীয় হেল্পলাইন নম্বর ১৯৩০ এর কথা আরো একবার স্মরণ করিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।