কারেন্ট অ্যাফেয়ার্স ৫ ডিসেম্বর ২০২৪

80
0
Current Affairs 5th December

আন্তর্জাতিক
  • নোবেল শান্তি পুরস্কার জয়ী ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মহম্মদিকে তিন সপ্তাহের জন্য জেল থেকে মুক্তি দেওয়া হল। শোনা যাচ্ছে তাঁর ক্যান্সারের মতো কঠিন রোগ হয়েছে। ৫২ বছর বয়সী এই নারীকে রাষ্ট্রদ্রোহের অপরাধে ২০২১ সাল থেকে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তাঁর নাম নোবল শান্তি প্রাপক হিসাবে ঘোষণার পর কমিটির কঠোর সমালোচনা করেছিল তেহরান। বন্দি নার্গিসের ছেলেমেয়ে মায়ের হয়ে নোবেল পুরস্কার গ্রহণ করেছিল।
  • বাংলাদেশে মুহাম্মদ ইউনূস সরকার সে দেশের কারাগারে ১১ জন শীর্ষস্থানীয় দুষ্কৃতী ও ১৭৪ জন জঙ্গিকে রাতারাতি মুক্তি দিল। এ নিয়ে দেশের সরকারের মধ্যে সেনাবাহিনীর একাংশ ক্ষোভ প্রকাশ করেছে।
দেশ
  • মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর পদে বসলেন দেবেন্দ্র ফড়নবি। এই নিয়ে তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হলেন তিনি। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন একনাথ শিন্ডে। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অজিত পাওয়ারও। একে বলা হচ্ছে মহাযুতি সরকার। বিজেপি, শিবসেনা এবং এনসিপি মিলিত এই সরকার।
  •  প্রতি ভারতীয়ের ঘরে কার্বনমুক্ত বিদ্যুৎ পৌঁছে দিতে যাওয়ার কাজ শুরু করেছে মোদি সরকার। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী সূর্য ঘর ফ্রি স্কিম। ২০২৭ সালের মধ্যে ভারতের ২৭ মিলিয়ন ঘরে এই প্রকল্পের বাস্তবায়ন হবে বলে আশা। সব ঠিক মতো চললে দেশের মোট ১ কোটি বাড়ির ছাদে বসানো হবে এই সৌর বিদ্যুৎ পরিষেবা সরকার ভর্তুকি দেবে। প্রথমে নির্দিষ্ট পোর্টালে গিয়ে নিজের নাম, রাজ্য নথিভুক্ত করতে হবে। কোথা থেকে আপনি বিদ্যুৎ পান সেটিও লিখতে হবে। নিজের কনজিউমার নম্বরটি দিতে হবে। এরপর নিজের মোবাইল নম্বর এবং ইমেল দিতে হবে। নিজের মোবাইল নম্বর এবং কনজিউমার নম্বর দিয়ে লগ ইন করতে হবে। এরপর নির্দিষ্ট ফর্মটি পূরণ করতে হবে।
খেলা
  • পারথ টেস্টে জিতলেও, অ্যাডিলেডে শুরুটা ভাল হল না ভারতীয় দলের। প্রথম দিনের শেষে কিছুটা চাপে ভারত। বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে অজিদের রান ৮৬। এখনও ভারতের থেকে ৯৪ রানে পিছিয়ে। হাতে ৯ উইকেট। ক্রিজে রয়েছেন নাথান ম্যাক সুইনি (৩৮) এবং মার্কাস লাবুশেন (২০)। গোলাপি বলের টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশনের প্রথম এক ঘণ্টা সামলে দিতে পারলে, বড় রানের হাতছানি থাকবে অস্ট্রেলিয়ার সামনে। অর্থাৎ, অ্যাডিলেড টেস্টের প্রথম দিনের শেষে ভাল জায়গায় অস্ট্রেলিয়া। কিছুটা ব্যাকফুটে ভারত। তবে দ্বিতীয় দিনের প্রথম একঘন্টায় টেস্টের গতিবিধি বোঝা যাবে।
বিবিধ
  •  জয়নগরে দু মাস আগে এক শিশুকে ধর্ষণ ও নৃশংস হত্যার অপরাধে মোস্তাকিন সর্দার নামে এক ব্যক্তিকে নিম্ন আদালত ফাঁসি ঘোষণা করল। যা বিরল। দু মাসের মধ্যে মামলা শেষ করা নজিরবিহীন।
  •  প্রযুক্তির উদ্ভাবনে সাধারণের সামনে উন্মোচিত হচ্ছে এক নতুন দিক। নতুন দিগন্ত। এসে গেল এআই মা। নাম কাব্যা মেহরা। একজন এআই পরিকল্পিত চরিত্র। যার মধ্যে মাতৃত্বের সব গুন খুঁজে পাওয়া যাবে। একজন ডিজিট্যাল মা। এক কথায় কাব্যা প্রযুক্তি ও মাতৃত্বের এক মিশ্রণ। সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে।
  •  উচ্চ শিক্ষায় একগুচ্ছ নয়া নির্দেশিকা আনল ইউজিসি। বর্তমানে স্নাতক শেষ করতে সময় লাগে তিন বছর। নতুন জাতীয় শিক্ষানীতিতে কোথাও চার বছর। নতুন নির্দেশিকায় জানানো হল কেউ চাইলে নির্দিষ্ট সময়ের আগেই কোর্স শেষ করে ফেলতে পারেন আবার কেউ চাইলে নির্ধারিত সময়ের পরে গিয়েও শেষ করতে পারেন।
  • কলকাতায় শুরু হল বিজ্ঞান ও প্রযুক্তির নানান দিক নিয়ে আলোচনা ও পরিচয়ের মেলা ইনফোকম।