কারেন্ট অ্যাফেয়ার্স ৫ জানুয়ারি ২০২৪

233
0
Current Affairs 5th January

আন্তর্জাতিক
  • বাংলাদেশ নির্বাচন কমিশনের নিয়মে রবিবারের ভোটের আগে প্রচার পর্বের সময় শেষ হয়ে গেল এদিনই। অন্যদিকে এদিনই ঢাকার গোপীবাগ স্টেশনে আগুন লাগিয়ে দেওয়া হয় বেনাপোল এক্সপ্রেসে। এতে মৃত্যু হয়েছে পাঁচ জন যাত্রীর, অগ্নিদগ্ধ অবস্থায় ৪৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিরোধী জোট বিএনপি এবং জামাতে ইসলামী কর্মীরা এই অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ। প্রসঙ্গত, আগেই সাধারণ নির্বাচনের সময় ৪৮ ঘন্টার হরতালের ডাক দিয়েছে এই জোট।
  • একসময় আরব সাগরে সোমালিয়ার নিকটবর্তী এলাকা হয়ে উঠেছিল জলদস্যুতের মুক্তাঞ্চল। ২০০৮ থেকে বছর পাঁচেক চলেছিল তাদের দৌরাত্ম্য । এরপর ভারত, স্পেন, জাপান প্রভৃতি দেশের নৌ বাহিনীর টহলদারির কারণে জলদস্যদের দৌরাত্ম্য কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। এদিন আরব সাগরে সেই সোমালিয়া উপকূলের কাছেই একটি লাইবেরিয়ার পতাকাধারী জাহাজ অপহরণের চেষ্টা করে সোমালিয় জলদস্যুরা। জাহাজটির নাম এম ভি লিলা নরফোক। সেটি ব্রাজিল থেকে বাহারিনের খলিফা বিন সলমান বন্দরে যাচ্ছিল। জাহাজটি থেকে বিপদের বার্তা পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়ে ভারতীয় নৌসেনার রণতরি আইএনএস চেন্নাই। সেখান থেকে ভারতীয় নৌবাহিনীর কমান্ডোরা একটি হেলিকপ্টার নিয়ে উড়ে যান ওই জাহাজের দিকে। এরপর তারা জাহাজটিকে মুক্ত করেছেন এবং ২১ জন নাবিককেই উদ্ধার করেছেন।
 জাতীয়
  • উত্তরপ্রদেশের গোরক্ষপুরে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হলো কুখ্যাত অপরাধী বিনোদ কুমার উপাধ্যায়। অপহরণ, ডাকাতি, তোলাবাজি, খুনসহ অসংখ্য মামলা ছিল বিনোদ কুমারের বিরুদ্ধে।
  • হরিয়ার সোনিপতে একজন বিধায়কের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ পাঁচ কোটি টাকা, পাঁচ কেজি সোনা, ৩০০ রাউন্ড কার্তুজ, বেশ কয়েকটি বিদেশি বন্দুক এবং শতাধিক বোতল বহুমূল্য মদ উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওই বিধায়কের নাম সুরেন্দ্র পানওয়ার। তাঁর বিরুদ্ধে অবৈধ খনি, বোল্ডার ও বালি পাচারের অভিযোগে একগুচ্ছ মামলা করেছিল হরিয়ানা পুলিশ। ২০১৩ সালে অর্থ তছরূপের একটি মামলায় তাঁর বাড়িতে হানা দেয় ই ডি।
  • উত্তর ২৪ পরগনার সরবেড়িয়ায় রেশন দুর্নীতি মামলায় এক অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হলেন ই ডি অফিসার এবং সিআরপি জওয়ানরা। এই ঘটনায় জখম তিনজন আধিকারিককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।
খেলা
  • মেয়েদের ক্রিকেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারত নয় উইকেটে হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে। ম্যাচের সেরা হলেন বাংলার মেয়ে তিতাস সাধু। তিনি ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। এর আগে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ফাইনালে ভারতকে জেতাতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন তিনি। এদিন প্রথম একাদশে ছিলেন না তিনি। পরে কোচ অমল মজুমদার তাঁকে শেষ মুহূর্তে দলে অন্তর্ভুক্ত করেন। এই দলে রয়েছেন বাংলার আরো দুই কন্যা, রিচা ঘোষ এবং দীপ্তি শর্মা। ভারতের স্মৃতি মান্ধানা এদিন ৫৪ রান করেছেন। সেই সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪০০০ রান সম্পূর্ণ করলেন স্মৃতি। ১২২ ইনিংসে তিনি এই কীর্তি স্থাপন করলেন। হরমনপ্রীতের পর দ্বিতীয় ভারতীয় মহিলা ব্যাটার হিসেবে এই কীর্তি স্থাপন করলেন স্মৃতি।
  • রঞ্জি ট্রফিতে এ মরসুমের প্রথম ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে খেলতে নেমে বাংলা প্রথম দিনে ৪ উইকেটে ২৮৯ রান তুলল। এদিন ১৭ রান করেছেন বাংলার অনুষ্টুপ মজুমদার (১২৫)। এদিন বাংলার হয়ে অভিষেক হল তিনজনের। তাঁরা হলেন সৌরভ পাল, শ্রেয়াংশু ঘোষ এবং মহম্মদ কাইফ।
বিবিধ
  • মহারাষ্ট্রের রত্নগিরি জেলায় দাউদ ইব্রাহিমের পৈত্রিক সূত্রে প্রাপ্ত কৃষি জমি নিলাম করল ভারতের ‘স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটর্স অথরিটি’। এতে ২ কোটির বেশি টাকা দাম পাওয়া গেছে। নিলামে ওই জমির জন্য নূন্যতম মূল্য রাখা হয়েছিল ১৫৪৪০ টাকা।
  • ব্লুমবার্গের রিপোর্টে এখন এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি হলেন গৌতম আদানি। তাঁর সম্পদ ৯৭৬০ কোটি ডলারের। তিনি পিছনে ফেললেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে।