আন্তর্জাতিক
- ক্রমশই সমালোচনায় বিদ্ধ হচ্ছেন বাংলাদেশের বর্তমান উপদেষ্টা সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। টানাপোড়েন বাড়ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে। দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে বিএনপির মহাসচিব ফখরুল ইসলামের দাবি। কিন্তু কী ষড়যন্ত্র তা তিনি খোলসা করে বলেননি।এমনকী পাশাপাশি পূর্বতন আওয়ামী লীগ সরকারেরও সমালোচনা করে বলেছেন, আওয়ামী লীগের সময়ে দেশে দুর্ভিক্ষ হয়েছিল।
- যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ের কারণে সাতটি অঙ্গ রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং দেড় হাজারেরও বেশি বিমান চলাচল বাতিল করা হয়েছে। বলা হচ্ছে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বিপজ্জনক তুষার ঝড় হতে পারে এটি।
- খুন ও অপহরণের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১২ ফেব্রুয়ারি আসামিদের গ্রেপ্তার করে হাজির করার নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল।আওয়ামী লীগ শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনাসহ ১২ জনকে অভিযুক্ত করে একটি মামলা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গুমের জন্য সাবেক এই প্রধানমন্ত্রীকে ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’ হিসেবে তুলে ধরা হয়।
- অস্ট্রেলিয়ায় দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা হয়েছে। বিভিন্ন জায়গায় ৪৫ ডিগ্র পর্যন্ত তাপমাত্রা পৌঁছতে পারে বলে বলছেন পরিবেশ বিশেষজ্ঞরা। তাই দাবানল হওয়ার আশঙ্কা প্রবল হয়েছে দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায়।
দেশ
- বেঙ্গালুরুতে দুই শিশুর শরীরে এইচএমপি ভাইরাসের সন্দান মিলেছে। বেহ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুর শরীরে উক্ত ভাইরাসের সংক্রমণ মেলে। তবে চিনে যে এইচএমপি ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে, এটিও একই প্রজাতির কিনা তা এখনও স্পষ্ট নয়। সম্প্রতি এই ভাইরাসের কারণে উদ্বেগ ছড়িয়েছে। যদিও চিন এটিকে শীতকালীন সংক্রমণ বলে ব্যাখ্যা করছে। দেশবাসীকে অযথা উদ্বিগ্ন না-হওয়ার পরামর্শ দিচ্ছেন চিনের প্রশাসন।
খেলা
- অস্ট্রেলিয়ার কাছে বর্ডার-গাওস্কর ট্রফির সিরিজে হারই স্বীকার করতে হল ভারতকে। অস্ট্রেললিয়া ৩-১ সিরিজ জিতল। দশ বছর পর ট্রফি হাত ছাড়া হল ভারতের। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও আর ওঠা হল না।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। ভারতের পাশাপাশি এই গোটা সিরিজে ভারতের দুই মহান তারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মার পারফর্মেন্স নিয়ও বিরাট প্রশ্ন উঠে গিয়েছেভারতীয় ক্রিকেট মহলে। পাঁচটি টেস্টে বিরাটের রান মাত্র ১৯০। গড় ২৩.৭৫। রোহিতের সংগ্রহ তিন টেস্ট ৩১ রান।
- সেই সঙ্গে লজ্জাজনকভাবে যার নামে ট্রফি কিংবদন্তি খেলোয়াড় সেই গাওস্করকেই বর্ডার-গাওস্কর ট্রফি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাকা হল না। সিডনিতে প্যাট কামিন্সদের হাতে ট্রফি তুলে দিলেন বর্ডার একা। মাঠে থাকা সত্ত্বেও কেন সুনীল গাওস্করকে ডাকা হল না এ নিয়ে প্রশ্ন উঠেছে।
বিবিধ
- সিন্ধু সভ্যতার লিপির পাঠোদ্ধার করতে পারলে ১০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে আট কোটি টাকা) পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করলেন তামিনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। চেন্নাইয়ে অনুষ্ঠিত হচ্ছে সিন্ধু সভ্যতা বিষয়ক একটি সম্মেলন। সেখানে তিনি এই ঘোষণা করেন।