কারেন্ট অ্যাফেয়ার্স ৫ জুন ২০২৩

schedule
2023-06-06 | 06:30h
update
2023-06-06 | 09:38h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • নিজের করা মামলায় নিজেই অনুপস্থিত থেকে নতুন বিতর্ক সৃষ্টি করলেন ব্রিটেনের রাজকুমার হ্যারি। ফোনে আড়ি পেতে ও অন্যান্য অনৈতিক উপায়ে তাঁর বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে খবর লেখা হয়েছে, এই অভিযোগে ‘মিরর গ্রুপ অফ নিউজ পেপারস’ এর বিরুদ্ধে তিনি ওই মামলা করেছিলেন। অন্তত ১৪৭টি প্রবন্ধের বিষয়ে তিনি আপত্তি জানিয়েছিলেন। এই বিষয়গুলিতে অনৈতিকভাবে তথ্য সংগ্রহের অভিযোগ প্রমাণ দাখিল করার কথা ছিল এদিন। কিন্তু লন্ডনের আদালতে তিনি উপস্থিত হননি। সন্তানের জন্মদিনের অনুষ্ঠান ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস থেকে তিনি নির্ধারিত সময়ে আদালতে পৌঁছতে পারেননি বলে জানিয়েছেন তাঁর আইনজীবী । এই ঘটনায় প্রকাশ্যেই নিজের বিরক্তি প্রকাশ করলেন বিচারপতি ফ্রাঙ্ক কোর্ট।
  • পাকিস্তানের কার্যত নাৎসি যুগের আইন চলছে বলে অভিযোগ করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। গত ৯ই মে পাকিস্তানের বিভিন্ন সেনাঘাঁটিতে তার দলের কর্মী সমর্থকদের হামলার ঘটনায় কয়েক হাজার কর্মীকে গ্রেফতার করেছে পাকিস্তান সরকার যেখানে কর্মী সমর্থকদের পাওয়া যায়নি সেখানে তাদের পরিবারের সদস্যদের শাস্তি দেওয়া হচ্ছে। এই বিষয়টি উদ্ধৃত করেই ইমরান মনে করিয়ে দিয়েছেন কিং পানিশমেন্ট অ্যাক্টের কথা সেখানেও দোষীদের ধরতে না পারলে পরিবারের সদস্যদের ওপর নির্মম অত্যাচার চালানো হতো।
Advertisement

জাতীয়
  • ওড়িশার বালেশ্বরে বাহানাগা বাজার রেলস্টেশন-এর কাছে ২ জুন সন্ধ্যার ভয়াবহ রেল দুর্ঘটনায় কোন অন্তর্ঘাত হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় রেল। একইসঙ্গে এই ঘটনার কারণ খতিয়ে দেখবেn রেলের সেফটি কমিশনার, রেলের উচ্চ পর্যায়ের কমিটি এবং জিআরপি। এই ঘটনার ৫১ ঘণ্টা পর পুনরায় রেল চলাচল শুরু হলো। করমন্ডল এক্সপ্রেস, যশবন্তপুরম এক্সপ্রেস ও একটি মালগাড়ির দুর্ঘটনার পর কার্যত দক্ষিণ ভারতের সঙ্গে পূর্ব ভারতের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।।
  • ৩২ বছর আগের একটি খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো গ্যাংস্টার মুখতার আনসারিকে। ১৯৯১ সালের ৩ আগস্ট বারাণসীতে কংগ্রেস নেতা অওদেশ রাইকে হত্যায় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। আনসারীর বিরুদ্ধে এখনও পর্যন্ত ছটি মামলায় সাজা ঘোষণা হয়েছে। একগুচ্ছ মামলা এখনো বিচারাধীন রয়েছে।
খেলা
  • মেয়েদের জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারতের জয়যাত্রা অব্যাহত। এদিন ভারত ২-১ গোলে হারিয়ে দিল মালয়েশিয়াকে। এর আগে ভারত উজবেকিস্তানকে ২২-০ গোলে পরাজিত করেছিল।
  • সমস্ত ধরনের আন্তর্জাতিক এবং পেশাদার ফুটবল থেকে অবসর গ্রহণ করলেন জলাটন ইব্রাহিমোভিচ। দীর্ঘ ২৪ বছরের ফুটবল জীবনে তিনি জুভেন্টাস, আয়াখাস, ইন্টার মিলান, এসি মিলান, পিএসজি, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড প্রভৃতি দলের হয়ে খেলেছেন। ক্লাব পর্যায়ে ৮৬৬ ম্যাচে ৫১১ টি গোল করেছেন তিনি। আবার সুইডেনের হয়ে তিনি খেলেছেন ১২২টি আন্তর্জাতিক ম্যাচ। গোল করেছেন ৬৩ টি।
বিবিধ
  • দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমীক্ষা চালিয়ে রাঙ্কিং প্রকাশ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। এদিন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং প্রকাশ করলেন ‘ন্যাশনাল ইনস্টিটিউশনাল রাঙ্কিং ফ্রেমওয়ার্ক ২০২৩’। ভারতের ৮৬৮৬ টি শিক্ষা প্রতিষ্ঠান এবারের শিক্ষা রঙ্কিংয়ে ঠাই পেয়েছে। আমাদের রাজ্যের আইআইটি খড়্গপুর, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় পেয়েছে যথাক, ১৩ ও ২৩ তম ক্রম। কেবলমাত্র বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যাদবপুর পেয়েছে দেশের মধ্যে চতুর্থ ক্রম, কলকাতা পেয়েছে ১২ তম ক্রম, বর্ধমান বিশ্ববিদ্যালয় পেয়েছে ৮৬ তম এবং বিশ্বভারতী পেয়েছে ৯৭ তম ক্রম। কলেজের মধ্যে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ পেয়েছে পঞ্চম স্থান। রহড়ার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী কলেজ পেয়েছে অষ্টম স্থান। বেলুড় রামকৃষ্ণ মিশন পেয়েছে পঞ্চদশ স্থান। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন পেয়েছে ১৯ তম স্থান। ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে কলকাতার আইআইএম পেয়েছে চতুর্থ ক্রম। স্থাপত্য বিদ্যায় আইআইটি খড়্গপুর পেয়েছে তৃতীয় স্থান।
  • মুম্বাইয়ের অভিনেতা গুফি পেন্টাল ৭৯ বছর বয়সে প্রয়াত হলেন। ‘সুহাগ’, ‘দিল লাগি’ প্রভৃতি বহু ছবিতে তিনি অভিনয় করেছেন। বি আর চোপড়া পরিচালিত মহাভারত ধারাবাহিকে শকুনি মামার চরিত্রে তাঁর অভিনয় স্মরণীয় হয়ে আছে। সিআইডি ধারাবাহিকেও তিনি ছিলেন পরিচিত মুখ।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.04.2024 - 16:52:25
Privacy-Data & cookie usage: