কারেন্ট অ্যাফেয়ার্স ৫ নভেম্বর ২০২৩

326
0
Current Affairs 14th November

আন্তর্জাতিক
  • নেপালে প্রবল ভূমিকম্প অনুভূত হওয়ার পরবর্তী ৪৮ ঘন্টায় দেড়শোর বেশি বার আফটার শক অনুভূত হয়েছে। এখনো ক্ষতিগ্রস্ত সমস্ত এলাকায় পৌঁছতে পারেননি উদ্ধারকারীরা। সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম নেপালের জাজরকোট জেলার চিউরি গ্রাম। ভূমিকম্পে জখম সমস্ত নাগরিকের চিকিৎসার দায়ভার গ্রহণের সিদ্ধান্ত জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকুমার দহল। ভূমিকম্পে যাদের প্রাণহানি হয়েছে তাদের পরিবারবর্গকে দু’লক্ষ নেপালি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করলেন তিনি।
  • গাজায় রাষ্ট্রসংঘ পরিচালিত একটি স্কুলে বোমা ফেলল ইজরায়েলের বিমান বাহিনী। ওই স্কুলে আশ্রয় নিয়েছিলেন প্যালেস্টাইনের শরণার্থীরা। এই ঘটনায় ৫৫ জন নিহত হয়েছেন। এরই মধ্যে আতঙ্ক বাড়িয়ে ইজরায়েলের ঐতিহ্য রক্ষাকারী মন্ত্রী অ্যাচিমাই ইলিইয়াহু মন্তব্য করলেন , গাজায় সেনা হামলার অন্যতম বিকল্প হতে পারে পরমাণু বোমা। এই মন্তব্যের জন্য ইজরায়েলের ভেতরে ও বাইরে প্রবল সমালোচনার মুখে পড়লেন ইলিইয়াহু। তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
জাতীয়
  • বিশ্বের সবথেকে দূষিত শহর এখন দিল্লি। সুইস গ্রুপ অব আইকিউএয়ার তাদের দূষণ সংক্রান্ত রিপোর্টে এই তথ্য উল্লেখ করেছে। এদিকে টানা চার দিন ধরে দিল্লির দূষণ পরিস্থিতি হয়ে রয়েছে ‘সিভিয়ার প্লাস’। এদিনও দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪৬৩। এই পরিস্থিতিতে সমস্ত সরকারি, বেসরকারি প্রাথমিক স্কুল বন্ধ করে দিয়েছে দিল্লি সরকার। প্রয়োজনে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত লেখাপড়া অনলাইনে হতে পারে বলে জানানো হয়েছে।
  • গত সেপ্টেম্বর মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খালিস্থানি জঙ্গি নিজ্জর সিংহ খুনে ভারতের যোগ থাকার দাবি জানিয়েছিলেন। ভারত তখনই উপযুক্ত তদন্তের দাবি জানায়। সেই তদন্তের ফল কি হলো, জোর গলায় তা জানতে চাইলো ভারত। কানাডায় ভারতীয় হাই কমিশনার সঞ্জয় কুমার ভার্মা একটি সাক্ষাৎকারে বলেছেন, কানাডার এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক এর নির্দেশে সেখানে তদন্তের আগেই তদন্তের সুর ঠিক হয়ে গিয়েছিল।
খেলা
  • কলকাতার ইডেন গার্ডেনসে বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে ভারত ২৪৩ রানে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে। পয়েন্টের বিচারে লিগ টেবিলের শীর্ষে ছিল এই দুই দল। ইতিমধ্যে দুই দলই সেমিফাইনালে পৌঁছেছে। তারপরও নিয়ম রক্ষার এই ম্যাচে এদিন ভারত প্রথমে ব্যাট করে ৩২৬ রান তুলেছিল। জবাবে মাত্র ৮৩ রানে সমাপ্ত হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ভারতের হয়ে পাঁচ উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতে ১৫ বলে অপরাজিত ২৯ রান করেন তিনি। তবে এদিন সকলকে ছাপিয়ে গেল বিরাট কোহলির কৃতিত্ব এদিনই ছিল কোহলির ৩৬ তম জন্মদিন। এদিন অপরাজিত শতরান করলেন তিনি (১২১ বলে ১০১ রান)। বিশ্বকাপে ৮ ম্যাচে ১০৮.৬০ গড়ে তাঁর রান হলো ৫৪৩। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এদিন নিজের ৪৯ তম শতরান করলেন বিরাট কোহলি। সেই সঙ্গে সঙ্গে তিনি স্পর্শ করলেন একদিনের ক্রিকেটে শচীন তেন্ডুলকরের সর্বোচ্চ শতরানের রেকর্ড। বিরাট অবশ্য শচীনের থেকে অনেক কম ইনিংস খেলে এই রেকর্ড করলেন। শচীন ৪৬৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ৪৫২ ইনিংসে ৪৯ টি শতরান করেছিলেন। সেখানে বিরাট ২৮৯ টি একদিনের ম্যাচ খেলে ২৭৭ টি ইনিংসে ৪৯টি শতরান করলেন।
বিবিধ
  • দেশে যত কর্মক্ষম কর্মী পুরুষ মহিলা রয়েছেন তাদের মধ্যে ৭.২% বাংলার মানুষ। গোটা দেশের হিসেবে তা তৃতীয়। পশ্চিমবঙ্গের ১৫ থেকে ৩৪ বছর বয়সি কর্মক্ষম মানুষের হার ৩৬.৭ শতাংশ। এক্ষেত্রে দেশের যে গড় হার তার থেকে পশ্চিমবঙ্গের হার এগিয়ে। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রাক্কালে এই তথ্য পেশ করলেন পশ্চিমবঙ্গের কারিগরি শিক্ষা দপ্তরের প্রধান সচিব অনুপ কুমার আগরওয়াল।