কারেন্ট অ্যাফেয়ার্স ৫ সেপ্টেম্বর ২০২৪

99
0
Current Affairs 5th September

আন্তর্জাতিক
  • বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে গেলে ভারতের আওয়ামী লীগ প্রীতি ছাড়তে হবে কড়া সুরে এ কথা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর এক মাস পূর্ণ হয়েছে, তিনি ভারতে রয়েছেন। এ প্রসঙ্গেই ইউনূস এ কথা বলেছেন।
  • ইরানে চলতি বছরে ৪০০ জনের বেশি মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৫ জন নারী। ইরানে নাকি মৃত্যুদণ্ড দেওয়ার প্রবণতা অনেক বেড়ে গিয়েছে। জাতিসঙ্ঘের বিশেষজ্ঞরা বলছেন, গত মাসে ৪১ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মাদকাসক্তের অভিযোগে। এই অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া আন্তর্জাতিক মানদণ্ডবিরোধী। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনালের হিসাবে চিন বাদে যে-কোনো দেশের চেয়ে ইরানে প্রতি বছর সবচেয়ে বেশি মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
দেশ
  • সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী বুচ উইলমোরকে ছাড়াই পৃথিবীতে ফিরে আসছে বোয়িং স্টারলাইন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সুনীতা উইলিয়ামসদের নিয় গিয়ে সেখানে সমস্যায় পড়েছিল ওই বিমান।
খেলা
  • পুড়িয়ে খুন করা হল অলিম্পিয়ানকে। উগান্ডার রেবেকা শেপেতেগেই খুন হলেন তাঁর প্রেমিকের হাতে। মাত্র কয়েক দিন আগেই প্যারিস অলিম্পিকে মহিলাদের ম্যারাথনে ৪৪ তম স্থান করে দৌড় শেষ করেছিলেন।
  • প্যারা অলিম্পিক্স গেমসের ইতিহাসে জুডে়া থেকে ভারতের প্রথম পদক জিতলেন কপিল পারমার। ব্রোঞ্জ পদকের ম্যাচে ব্রাজিলের এলিয়েন্টন ডি ওলিভেইরাকে ১০-০ পয়েন্ট উড়িয়ে দিলেন কপিল। উল্লেখ্য, কপিল শৈশবে একবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিলেন। ফলে কোমায় চলে গিয়েছিলেন। দৃ্ষ্টিশক্তি ক্ষীণ হয়ে যায়। সেই মৃত্যুর মুখ থেকে ফিরে আসা কপিল এ বার অলিম্পিকে জুডোয় ভারতকে পদক এনে দিলেন। তিনি একটি চায়ের দোকান চালাতেন
  • যুক্তরাষ্ট্র ওপেনে হেরে বিদায় নিলেন ইগা শিয়নটেক। সেমিফাইনালের পর ফাইনালে সম্ভাব্য হয়ে উঠলেন ষষ্ঠ বাছাই জেসিকা পেগুলার।
বিবিধ
  • দেশে আর্থিক বৃদ্ধির হার বাড়াতে ভারতে কর্মক্ষেত্রে মহিলাদের যোগদান উন্নত দেশগুলোর তুলনায় কম, চাকরি এবং ব্যবসায় অংশ নেওয়ার নিরিখে পুরুষ- নারীর ফারাক বিরাট। এই ফারাক কমাতেই হবে। এই লক্ষ্য বেঁধে মহিলাদের শিক্ষা, কাজের দক্ষতা এবং কর্মক্ষেত্রে সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। উদ্যোগপতি মহিলাদের জন্য ঋণ দেওয়ার প্রকল্পও তৈরির পরামর্শ দিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।
  • বাংলাদেশে অস্থিরতার কারণে এ বছর বিশ্ববাজারে ইলিশের রপ্তানি কম হয়। ভারত সেই সুযোগ হাতছাড়া করেছে। রাজ্য মূলত ইংল্যান্ড এবং ইউরোপে ইলিশ রপ্তানি করে থাকে। তা এ বছর করা যায়নি। দীঘা ফিশারমেন অ্যাসোশিয়েশন জানিয়েছে ছোট ইলিশ ধরা রুখতে কেন্দ্র কড়া আইন না করলে রফতানি বাড়ানো অসম্ভব।
  • বাংলাদেশে দেশাত্মবোধক জাতীয় সংগীত বিতর্কের মধ্যেই সারা দেশে একই সময়ে এক সঙ্গে জাতীয় সংগীতে কণ্ঠ মেলালেন দেশের নানা প্রান্তের মানুষ। জাতীয় সংগীত বদলে দেওয়ার দাবি তোলা হয়েছে বিশেষ এক পক্ষ থেকে।
  • ভারতীয়দের শরীরের গঠন অনুযায়ী পোশাকের মাপ চালু হবে বলে জানালেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংহ। বর্তমানে আমেরিকা ব্রিটেনে ব্যবস্থা চালু রয়েছে। যেখানে মাপ স্মল, লার্জ, মিডিয়াম লেখা হয়।