কারেন্ট অ্যাফেয়ার্স ৬ মার্চ, ২০২২

780
0
current affairs 6 march, 2022

  আন্তর্জাতিক

  • ইউক্রেনের বন্দর শহর মারিয়ুপোল দখলের জন্য হামলা আরও তীব্র করল রাশিয়া। সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলেও সেই সময়েই পুনরায় বোমা বর্ষণ শুরু করে রুশ বাহিনি। যুদ্ধের ১১ তম দিনে শরণার্থীর সংখ্যা ১৫ লক্ষ ছাড়াল। এ কথা জানিয়েছে রাষ্ট্রসংঘ। এদিকে রাশিয়ার ধনকুবের অ্যালেক্সেই মোদসিভ ও জেন্নাডি টিমচেঙ্কোর ১৫.৭ কোটি ডলারের প্রমোদতরী বাজেয়াপ্ত করল ইতালি।

  • চিনে এখন চলছে শীতকালীন প্যারা অলিম্পিক। বেজিংয়ের ন্যাশনাল স্টেডিয়ামে ওই অনুষ্ঠানে আন্তর্জাতিক প্যারা অলিলম্পিক কমিটির প্রেসিডেন্ট অ্যান্ড্রু পার্শন্স-এর বক্তৃতার যুদ্ধবিরোধী অংশ চিন সম্প্রচার করেনি বলে অভিযোগ উঠল।

জাতীয়

  • রামান্নায় ভারতীয় দূতাবাস থেকে উদ্ধার করা হল প্যালেস্তাইনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত মুকুল আর্যের মরদেহ। ২০০৮ ব্যাচের আইএফএস অফিসার তিনি।

  • পাঞ্জাবের অমৃতসরের খাসাতে বিএসএফ-এর আঞ্চলিক সদর দপ্তরে গুলি চালিয়ে ৪ সহকর্মীকে হত্যা করে আত্মঘাতী হলেন সেতাপ্পা এস কে নামের একজন জওয়ান।

  • শ্রীনগরে হরি সিং স্ট্রিটে গ্রেনেডে হামায় একজন নিহত হলেন। অজ্ঞাতপরিচয় জঙ্গিরা এই হামলা চালায়

খেলা

মোহালি টেস্টে ভারত ইনিংসে ও ২২ রানে হারিয়ে দিল শ্রীলঙ্কাকে। ভারতের ৮ উইকেটে ৫৭৪ রানের জবাবে শ্রীলঙ্কার দুই ইনিংসে ৬ উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে কপিলদেবকে(৪৩৪) অতিক্রম করে তিনি (৪১৬) এখন বিশ্বে নবম সর্বোচ্চ উইকেট শিকারি। অপরাজিত ১৭৫ রান ও ৫ উইকেট নিয়ে `ম্যান অব দ্য ম্যাচ’ হলেন রবীন্দ্র জাদেজা। 

নিউজিল্যান্ডের বে ওভালে মহিলাদের বিশ্বকাপ ক্রিকেট ভারত ১০৭ রানে পরাস্ত করল পাকিস্তানকে। প্রখম উইকেটরক্ষক হিসেবে বিশ্বকাপে অভিষেক ম্যাচে ৫টি উইকেট শিকারের কারণে রেকর্ড বইতে নাম তুললেন বাংলার রিচা ঘোষ। শচীন তেন্ডুলকর ও জাভেদ মিঁয়াদাদের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে ষষ্ঠবার বিশ্বকাপ খেলার রেকর্ড করলেন ভারতের মিতালি রাজ।

বিবিধ

শতবর্ষ পালন করা হল ৫২ নম্বর বাস রুটের। ব্রিটিশ আমলে কয়লার ইঞ্জিনে চলা বাসের সাহায্যে রামরাজাতলা থেকে যাতাযাতের জন্য এই রুট চালু হয়েছিল। ১৯৮০ সালে তা হাওড়া পর্যন্ত সম্প্রসারিত করা হয়।   

 

Current Affairs 6 march, 2022