Site icon জীবিকা দিশারী

কারেন্ট অ্যাফেয়ার্স ৬ মার্চ, ২০২২

current affairs 6 march, 2022

  আন্তর্জাতিক

জাতীয়

খেলা

মোহালি টেস্টে ভারত ইনিংসে ও ২২ রানে হারিয়ে দিল শ্রীলঙ্কাকে। ভারতের ৮ উইকেটে ৫৭৪ রানের জবাবে শ্রীলঙ্কার দুই ইনিংসে ৬ উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে কপিলদেবকে(৪৩৪) অতিক্রম করে তিনি (৪১৬) এখন বিশ্বে নবম সর্বোচ্চ উইকেট শিকারি। অপরাজিত ১৭৫ রান ও ৫ উইকেট নিয়ে `ম্যান অব দ্য ম্যাচ’ হলেন রবীন্দ্র জাদেজা। 

নিউজিল্যান্ডের বে ওভালে মহিলাদের বিশ্বকাপ ক্রিকেট ভারত ১০৭ রানে পরাস্ত করল পাকিস্তানকে। প্রখম উইকেটরক্ষক হিসেবে বিশ্বকাপে অভিষেক ম্যাচে ৫টি উইকেট শিকারের কারণে রেকর্ড বইতে নাম তুললেন বাংলার রিচা ঘোষ। শচীন তেন্ডুলকর ও জাভেদ মিঁয়াদাদের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে ষষ্ঠবার বিশ্বকাপ খেলার রেকর্ড করলেন ভারতের মিতালি রাজ।

বিবিধ

শতবর্ষ পালন করা হল ৫২ নম্বর বাস রুটের। ব্রিটিশ আমলে কয়লার ইঞ্জিনে চলা বাসের সাহায্যে রামরাজাতলা থেকে যাতাযাতের জন্য এই রুট চালু হয়েছিল। ১৯৮০ সালে তা হাওড়া পর্যন্ত সম্প্রসারিত করা হয়।   

 

Current Affairs 6 march, 2022

Exit mobile version