জাতীয়
- হাথরাসে দলিত তরুণীর ওপর নৃশংস অত্যাচারের ঘটনাকে ‘বিরল, ভয়ঙ্কর ও মর্মান্তিক’ বলে আখ্যা দিল সু্প্রিম কোর্ট। এই ঘটনার তদন্ত যাতে নিশ্চিত হয় তা নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিল সর্বোচ্চ আদালত। প্রসঙ্গত, হাথরাসের ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছে এলাহাবাদ হাইকোর্ট।
- দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়েছেন ৬১,২৬৭ জন। মোট সংক্রমিত হয়েছেন ৬১,২৬৭ জন। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ৩,৩৭০ জন সংক্রমিত হয়েছেন যা এই রাজ্যের নিরিখে সর্বোচ্চ। রাজ্যে একদিনে কোভিডে ৬৩ জনের মৃত্যুও এখনও পর্যন্ত সর্বোচ্চ। দেশে মোট প্রাণহানি হয়েছে ১,০৩,৫৬৯ জনের।
খেলা
- ফরাসি ওপেনে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার নাদিয়া পেদোরস্কা। বিশ্বের ১৩১ নম্বর ক্রমের অধিকারী নাদিয়া মেয়েদের সিঙ্গলসের কেয়ার্টার ফাইনালে হারিয়ে দিলেন তৃতীয় বাছাই এলিনা সোয়াইতেলিনাকে। এই প্রথমবার ফরাসি ওপেন খেলছেন নাদিয়া। বাছাই পর্ব থেকে শেষ চারে উঠলেন তিনি। ওপেন যুগ শুরু হওয়ার পর এই প্রথম এই ঘটনা ঘটল মেয়েদের সিঙ্গলসে। ছেলেদের সিঙ্গলসে আর্জেন্টিনারই দিয়েগো শোয়ার্তজমানও গত ২ বছরের রানার্স ডমিনিক থিমকে হারিয় সেমিফাইনালে উঠলেন।
আন্তর্জাতিক
- করোনা ভাইরাস ছ’ফুটের বেশি দূরত্বেও একজন থেকে অন্য জনের দেহে সংক্রমিত হতে পারে। বিশেষত বদ্ধ জায়গায় তা আরও বেশি দূরত্বে সংক্রমিত হতে পারে বলে জানাল মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। এদিকে বিশ্বে কোভিড সংক্রমিতের সংখ্য বেড়ে হল ৩,৫৯,৬০,৮৩৮। মোট প্রাণহানি হয়েছে ১০,৫২,৩০৫ জনের। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সুস্থ হয়ে হোয়াইট হাউসে ফিরলেন।
- রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি প্রকাশ্যে এলেন। মাস খানেক আগে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাঁর ওপর বিষাক্ত নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। এতদিন তিনি কোমায় ছিলেন।
বিবিধ
- পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার বিজয়ী হিসাবে ঘোষিত হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রজার পেনরোজ, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের রেনহার্ড গেনজেল এবং অ্যান্ড্রিয়া ঘেজ-এর নাম। প্রসঙ্গত, কৃষ্ণগহ্বরের বাস্তব অস্তিত্ব নিয়ে সন্দিহান ছিলেন আইনস্টাইন। তা প্রমাণ করেছেন এই বিজ্ঞানীরা। পুরস্কারের অর্ধেক অর্থমূল্য পাবেন পেনরোজ। বাকি দুজন পাবেন এক চতুর্থাংশ করে। পদার্থবিদ্যায় বিশ্বের চতুর্থ মহিলা হিসাবে নোবেল পেলেন অ্যান্ড্রিয়া। তাঁর আগে মাদাম কুরি (১৯০৩), মারিয়া জি মেয়ার (১৯৬৩) এবং ডোনা স্ট্রিল্যান্ড (২০১৮) নোবেল পুরস্কার পেয়েছিলেন পদার্থবিদ্যায়।
- রমেশ সেন ওরফে পুনু সেন প্রয়াত হলেন। অসংখ্য ছবির সম্পাদনার ও সহকারী পরিচালকের কাজ করেছেন তিনি। ‘মেঘে ঢাকা তারা’, ‘নায়ক’, ‘রাতভোর’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’ প্রভৃতি বহু ছবির কাজে যুক্ত ছিলেন তিনি।
Current Affairs 6 October 2020, Current Affairs