কারেন্ট অ্যাফেয়ার্স ৮ অক্টোবর ২০২০

schedule
2020-10-10 | 07:55h
update
2020-10-10 | 07:55h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রের সল্টলেক সিটির ইউটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মার্কিন উপরাষ্ট্রপতি পদপ্রার্থী দুজন বিতর্কে অংশগ্রহণ করলেন। রিপাবলিক দলের মাইক পেন্সের সঙ্গে বিতর্কে অংশ নিলেন ডেমোক্র্যাট সেনেটর কমলা হ্যারিস। এই প্রথম কোন ভারতীয় বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ মহিলা এই মঞ্চে ওঠার সুযোগ পেলেন।
  • বিশ্বে কোভিড আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন পৌঁছে তিন কোটি মানুষ (২৭৫৭০১৬৪ জন)। সংক্রমিত হয়েছেন ৩৬৬৫৭১০৬ জন। মোট প্রাণহানি হয়েছে ১০৬৪৫৪০ জনের।

 

জাতীয়

  • কেন্দ্রীয় খাদ্য, গণবন্টন ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসোয়ানের (৭৪) জীবনাবসান হল। বিশ্বনাথ প্রতাপ সিং, ইন্দ্রকুমার গুজরাল, অটলবিহারী বাজপেয়ী, মনমোহন সিং এবং নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি। বিহার থেকে তিনি ৮ বার লোকসভা ভোটে জয়ী হয়েছেন। জয়প্রকাশ নারায়ণের অনুগামী রামবিলাস জরুরি অবস্থার সময় জেলবন্দি ছিলেন। পরে সংযুক্ত সোশ্যালিস্ট পার্টি, লোকদল, জনতা পাটির সঙ্গে যুক্ত হন। ২০০০ সালে তিনি লোক জনশক্তি পার্টি প্রতিষ্ঠা করেন। বর্তমানে দলের দায়িত্ব তিনি সঁপে দিয়েছেন পুত্র চিরাগের হাতে।
  • দেশে কোভিড আক্রান্তের সংখ্যা এখন ৬৮৩৫৬৫৫। মোট প্রাণহানি হয়েছে ১০৫৫২৬ জনের।
  • ৮৮ তম প্রতিষ্ঠা দিবস পালন করল ভারতীয় বায়ুসেনা। ১৯৩২ সালে ৬ জন পাইলট ও ১৯ জন এয়ারম্যান নিয়ে যাত্রা শুরু করেছিল ভারতীয় বায়ুসেনা।
Advertisement

 

বিবিধ

  • ২০২০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন মার্কিন লেখিকা লুইস এলিজাবেথ গ্লিক। ৭৭ বছরের গ্লিক ইয়েল বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের অধ্যপিকা। ষোড়শ মহিলা হিসাবে তিনি এই সম্মান পেলেন। এর আগে তিনি পুলিৎজার এবং মার্কিন ন্যাশনাল হিউম্যানিটিজ পদকও পেয়েছেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘ফার্স্টবর্ন’ (১৯৬৮)। মোট ১২টি গ্রন্থ লিখেছেন তিনি এরমধ্যে কয়েকটি হল ‘ওয়াইল্ড আইরিস’, ‘অ্যাভার্নো’।
  • চিল্কা ডেভেলপমেন্ট অথরিটি তাদের অ্যাম্বাসাডর বলে ঘোষণা করল মেছো বিড়ালকে। বণ্যপ্রাণ সংরক্ষণ আইনে প্রথম তফশিলভুক্ত প্রাণী হল মেছো বিড়াল। এটি পশ্চিমবঙ্গেরও রাজ্যপ্রাণী।
  • শিক্ষাবিদ তথা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আনন্দদেব মুখোপাধ্যায় (৮২) প্রয়াত হলেন। জাতীয় শিক্ষা পরিষদের সাম্মানিক সদস্যও ছিলেন তিনি।

 

খেলা

  • কলকাতায় ইস্টওয়েস্ট মেট্রোয় সল্টলেক স্টেডিয়াম সংলগ্ন স্টেশনটির উদ্বোধন হল। এর নাম রাখা হল আইএফএ (ভারতীয় ফুটবল সংস্থা)-এর নামে। এই প্রথম দেশে কোজ রেল স্টেশনের নাম রাখা হল কোন ক্রীড়া সংস্থার নামে।
  • শুরু হল আই লিগে দ্বিতীয় ডিভিশনের ম্যাচ। ২০৬ দিন পর ভারতে দর্শকশূন্য অবস্থায় খেলা শুরু হল।
  • আন্তর্জাতিক প্রীতি ফুটবলে ফ্রান্স ৭-১ গোলে হারাল ইউক্রেনকে। নিজের শততম ম্যাচে জোড়া গোল করলেন অলিভার জুরু।

 

 

লাইভ টিভি দেখুন:https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

 

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2024 - 20:08:38
Privacy-Data & cookie usage: