কারেন্ট অ্যাফেয়ার্স ৪ ডিসেম্বর ২০২০

860
0
Current Affairs 23rd October

আন্তর্জাতিক

  • বেলজিয়ামের গবেষণাগার থেকে ফাইজার সংস্থার তৈরি টিকা বিশেষ ট্রাকে গেল ইংল্যান্ডে। আগামী সপ্তাহ থেকে টিকাকরণ শুরু হবে। এদিকে বিশ্বে করোনা সংক্রমিত হয়েছেন ৬৫৯২৩৮২৪ জন। প্রাণহানি হয়েছে ১৫১৮৭৩৪ জনের।
  • বিখ্যাত পত্রিকা টাইমস ম্যাগাজিন `কিড অব দ্য ইয়ার’ ƒঘোষণা করল গীতাঞ্জলি রাওকে। ভারতীয় বংশোদ্ভূত গীতাঞ্জলি থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোয়। ১৫ বছরের কিশোরী ইতিমধ্যেই নানা বিস্ময়কর বৈজ্ঞানিক পন্থা আবিষ্কার করেছে। পাঁচ হাজার জনের মধ্য থেকে বেছে নেওয়া হয়েছে তাকে।টাইম পত্রিকার প্রচ্ছদেও ছাপা হয়েছে গীতাঞ্জলির ছবি।

 

জাতীয়

  • দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯০ লক্ষ মানুষ (৯০১৬২৮৯ জন)। সক্রিয় রোগীর সংখ্যা ৪১৬০৮২। দেশে করোনায় মোট প্রাণহানির সংখ্যা ১৩৯১৮৮ জন। শুধু মহারাষ্ট্রের ৪৭৪৭২ জন করোনার শিকার। দেশে এখন এই সংক্রমণে মৃত্যহার ১.৪৫ শতাংশ।
  • নতুন বছরেই নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত জনালেন তামিলনাড়ুর চলচ্চিত্র তারকা রজনীকান্ত।

 

বিবিধ

  • শেয়ার সূচক সেনসেক্স ৪৫ হাজারের ঘরে প্রবেশ করল। দেশের জিডিপি অক্টোবর- ডিসেম্বর ত্রৈমাসিকে ০.১ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক।
  • সাংবাদিক বেটসি ওয়েড (৯১) প্রয়াত হলেন। তিনি ছিলেন নিউইয়র্ক টাইমসে খবর সম্পাদনা করা প্রথম মহিলা।

 

খেলা

  • সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারত ১১ রানে হারাল অস্ট্রেলিয়াকে। রবীন্দ্র জাদেজা মাথায় চোট পাওয়ায় তাঁর পরিবর্তে মাঠে নেমে ২৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হলেন যজুবেন্দ্র চহাল।
  • আই এস এলে বেঙ্গালুরু এফসি ১-০ গোলে হারাল চেন্নাইয়ান এফসিকে।

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল