কারেন্ট অ্যাফেয়ার্স ৬ ডিসেম্বর ২০২০

662
0

আন্তর্জাতিক

  • বাংলাদেশের কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি মূর্তি ভেঙে ফেলল মাদ্রাসার দুই ছাত্র৷ মুজিবের জন্মশতবর্ষ উপলক্ষে শেখ হাসিনা সরকার শহরে শহরে বঙ্গবন্ধুর মূর্তি স্থাপনের পরিকল্পনা নিয়েছিল৷ তারই অঙ্গ হিসেবে কুষ্টিয়াতেও মূর্তিটি গড়া হচ্ছিল৷ প্রসঙ্গত, বাংলাদেশের সমসস্ত মূর্তি ভেঙে ফেলার ডাক দিয়েছে কট্টরপন্থীরা৷ বাংলাদেশের সমস্ত ভাস্কর্য ও মূর্তিকে ধর্মবিরোধী অ্যাখ্যা দিয়ে তা ভেঙে ফেলার দাবিতে ঢাকায় বিশাল সমাবেশও করেছে তারা৷ এই ঘটনায় হেফাজতে ইসলামির প্রত্যক্ষ ভূমিকা রয়েছে বলে জানা গেছে৷ সম্প্রতি ঢাকা বিমানবন্দরের বাইরে বাউল ভাস্কর্য আগে থেকে ঘোষণা করে তারা ধ্বংস করেছে৷
  • ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাকরঁ নতুন যে আইনের খসড়া প্রকাশ করেছেন তার বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখালেন অসংখ্য মানুষ৷ পুলিশ কর্মীদের ছবি সংবাদ মাধ্যমে ছাপা যাবে না বলে নির্দেশ রয়েছে ওই আইনের খসড়ায়৷ বিক্ষোভকারীদের দাবি, এতে পুলিশি নির্যাতন আরও বাড়বে৷

 

জাতীয়

  • দেশে মোট ৯৬৪৪২২২ জন করোনায় সংক্রমিত হয়েছেন৷ গত ২৪ ঘণ্টায় ৩৬০১১ জন সংক্রমিত হলেন৷ দেশে কোভিড সংক্রমণে মোট প্রাণহানির সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার ১৮২৷ সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ৪০৩২৪৮৷
  • তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি-হরিয়ানার সিংঘু সীমানায় অবস্থান করছেন কৃষকরা৷ নিজেদের দাবির সমর্থনে ৮ ডিসেম্বর ভারত বনধ্ ডেকেছেন তাঁরা৷

 

বিবিধ

  • খেড়িয়া শবর জনজাতির মেয়েদের মধ্যে প্রথম স্নাতক হলেন রমনিতা শবর৷ তিনি পুরুলিয়া বরাবাজারের ফুলঝোরর গ্রামের মেয়ে৷ প্রসঙ্গত, লোধা-শবরদের মধ্যে প্রথম স্নাতক হয়েছিলেন চুনী কোটাল৷
  • প্রয়াত হলেন অভিনেতা মনু মুখোপাধ্যায় (৯৩)৷ আসল নাম সৌরেন্দ্রনাথ৷ প্রথম জীবনে তিনি ছিলেন থিয়েটারের প্রম্পটার৷ চলচ্চিত্রে তাঁর প্রথম অভিনয় মৃণাল সেনের “নীল আকাশের নীচে’ ছবিতে৷ সত্যজিত রায়ের “জয়বাবা ফেলুনাথ” ছবির মছলিবাবা চরিত্রে তাঁর অভিনয় দর্শকরা এখনও মনে রেখেছেন৷ “গণদেবতা”, “দাদারকীর্তি”, “ফুলেশ্বরী”, “মৃগয়া”, “অশনি সংকেত”, “গণশত্রু” প্রভৃতি বহু ছবিতে তিনি অভিনয় করেছিলেন৷

 

খেলা

  • সিডনিতে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে জয়ী হল ভারত৷ একইসঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ও নিশ্চিত হল৷ ম্যান অব দ্য ম্যাচ হলেন হার্দিক পাণ্ডিয়া৷ এদিনই টানা ১১০টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ জেতার রেকর্ড করল ভারত৷ এতদিন টানা ৯টি ম্যাচ জেতার রেকর্ড ছিল পাকিস্তানের৷
  • আইএসএলে কেরল ব্লাস্টার্সকে ৩-১  গোলে হারাল এফসি গোয়া৷ অন্য ম্যাচে মুম্বই সিটি ২-০ গোলে হারাল ওড়িশা এফসিকে৷