কারেন্ট অ্যাফেয়ার্স ৭ ডিসেম্বর ২০২০

867
0

আন্তর্জাতিক

  • ইরানে সম্প্রতি পরমাণু বিজ্ঞানী মোহাসেন ফকরিজাদকে উপগ্রহ নিয়ন্ত্রিত আগ্নেয়াস্ত্রের সাহায্যে নিখুঁত লক্ষ্যে হত্যা করা হয়েছিল৷ এদিন এই দাবি জানাল ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা মেহের৷ ওই বিজ্ঞানীর শরীরে ১৩টি গুলি চালানো হয়েছিল এবং তার একটিও লক্ষ্যভ্রষ্ট হয়নি৷
  • শেখ মুজিবুর রহমানের মূর্তিগুলি সযত্নে রক্ষা করতে এবং নির্মিয়মাণ মূর্তিগুলির নির্মাণ ডিসেম্বর মাসের মধ্যে সম্পূর্ণ করার জন্য বাংলাদেশ সরকারকে নির্দেশ দিল ঢাকা হাইকোর্ট৷ মুজিবের মূর্তি ধ্বংসের ডাক দিয়েছেন যে তিন রাজনৈতিক নেতা তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা গ্রহণ করেছে আদালত৷

 

জাতীয়

  • দিল্লি-হরিয়ানার সীমান্তে কৃষকদের অবস্থান দ্বাদশ দিনে পৌঁছল৷ বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবি তুলেছেন তাঁরা৷
  • দেশে করোনায় প্রাণহানির সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার (১,৪০,৫৭৩ জন) ছাড়াল৷ গত ২৪ ঘণ্টায় ৩২,৯৮১ জন সংক্রমিত হয়েছেন করোনায়৷ মোট সংক্রমিত হয়েছেন ৯৬,৭৭,২০৩ জন৷ পশ্চিমবঙ্গে সবমিলিয়ে ৫ লক্ষাধিক (৫,০৫,০৫৪) সংক্রমিত হয়েছেন৷ বর্তমানে সবথেকে বেশি সংক্রমণ ছড়াচ্ছে কেরলে৷ সেখানে গত ২৪ ঘণ্টায় ৪,৭৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷

 

বিবিধ

  • আইএস বিরাট রণতরী নিয়ে ইংল্যান্ডের লিভারপুলে একটি বিশ্বমানের সংগ্রহশালা গড়ে তোলার প্রস্তাব দিল ব্রিটেনের একটি ট্রাস্ট৷ প্রসঙ্গত, ফকল্যান্ড যুদ্ধে ব্রিটেনের জয়ে (১৯৮২ সাল) গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ব্রিটিশ রয়্যাল নেভির একটি যুদ্ধজাহাজ৷ ১৯৮৭ সালে সেটি ভারতের হাতে আসে৷ ২০১৭ সালে ভারতীয় নৌসেনা থেকে অবসর নেয় আইএনএস বিরাট নামের সেই রণতরিটি৷

 

খেলা

  • তিনি অলিম্পিকে অংশ নিয়েছেন৷ তিনি বিশ্ব অ্যাথলেটিক্সে ইতিহাস গড়ে পদক জিতেছেন৷ সেই অঞ্জু ববি জর্জ এই কঠিন লড়াইটা লড়েছিলেন একটি কিডনি নিয়ে৷ প্রাক্তন অ্যাথলিটের গুরুতর অসুস্থতার কথা প্রকাশ পেল এদিন৷
  • আইএসএল প্রতিযোগিতায় জামশেদপুর এফসি প্রথম জয় পেল এই মরসুমে৷ এদিন ২-১ গোলে তারা হারাল এটিকে মোহনবাগানকে৷
  • রেঞ্জার্স এফসি দলের হয়ে মাদারওয়েলের বিরুদ্ধে গোল করলেন বালাদেবী৷ প্রথম ভারতীয় মহিলা হিসাবে ইউরোপের পেশাদার লিগে গোল করলেন তিনি৷

 

 

 

লাইভ টিভি দেখুন:     https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল