কারেন্ট অ্যাফেয়ার্স ৯ ডিসেম্বর ২০২০

747
0
Current Affairs 23rd October

আন্তর্জাতিক

  • ২০১৯ সালের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির হার কমেছে৷ ২০১৯ সালে ৫৫৭০ কোটি ডলারের জায়গায় এবছর তা হয়েছে ৫০৮০ কোটি ডলার৷ সৌদি আরব, বেলজিয়াম, আফগানিস্তান, ইরাক, দক্ষিণ কোরিয়া অস্ত্র আমদানি কমিয়েছে সেখান থেকে৷ কিন্তু পোল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহি, ভারত অস্ত্র বেশি পরিমাণে কিনেছে৷ ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি এই তথ্য জানিয়েছে৷ ১৯৫০ থেকে ২০২০ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানকে যথাক্রমে ১২৮০ ও ১০০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে ফরেন মিলিটারি সেলস-এর আওতায়৷
  • করোনা প্রতিরোধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নির্মিত টিকার অন্তিম পর্যায়ের ট্রায়ালের রিপোর্টে বলা হল যে এটি ৭০ শতাংশ কার্যকর৷ এদিকে এবার কানাডা সরকারও ফাইজার সংস্থার টিকাকে ছাড়পত্র দিল৷ বিশ্বে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬,৮৯,৯৩,০৩৯ জন৷ সংক্রমণে প্রাণহানি হয়েছে ১৫,৭৯,২৩৩ জনের৷ সুস্থ হয়ে উঠেছেন ৪,৭৮,১৩,২৪৭ জন৷

 

জাতীয়

  • দিল্লি-হরিয়ানা সীমান্তে অবস্থানরত কৃষকদের লিখিত প্রস্তাব পাঠাল কেন্দ্রীয় সরকার৷ কিন্তু প্রস্তাবে নতুন কিছু নেই, এই অভিযোগে তা খারিজ করে দিলেন কৃষক নেতৃত্ব৷
  • আগামী মার্চ মাসেই ঢাকার সঙ্গে শিলিগুড়ি রেল চলাচল শুরু হবে৷ বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হল৷

 

বিবিধ

  • মাত্র ৫ দিনে শেয়ার সূচক সেনসেক্স বৃদ্ধি পেল ১০০০ অঙ্ক৷ একমাসেরও কম সময়ে তা ৫০০০ অঙ্ক বৃদ্ধি পেল৷ এদিন ৪৬১০৩.৫০ অঙ্কে পৌঁছে নতুন নজির গড়ল সেনসেক্স৷ নতুন নজির গড়ে ১৩৫২৯ অঙ্কে পৌঁছল অপর শেয়ার সূচক নিফটিও৷

 

খেলা

  • চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচে জুভেন্তাস ৩-০ গোলে হারাল বার্সেলোনাকে৷ প্রথম লেগে বার্সেলোনা ২-০ গোলে জয় পেয়েছিল৷ এদিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জোড়া গোল করলেন৷ ক্লাব ফুটবলে এটি তাঁর ৬৫০তম গোল৷ ক্যাম্প ন্যু-তে এটি তাঁর ১৪তম গোল৷
  • সব ধরনের ক্রিকেট থেকেই অবসর ঘোষণা করলেন পার্থিব প্যাটেল৷ দেশের হয়ে ২৫টি টেস্ট, ৩৮টি একদিনের এবং ২টি টি২০ ম্যাচ খেলেছিলেন তিনি৷
  • বেঙ্গল টি২০ চ্যালেঞ্জ প্রতিযোগিতায় মোহনবাগানকে ৩৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল তপন মেমোরিয়াল৷

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল