কারেন্ট অ্যাফেয়ার্স ১১ ডিসেম্বর ২০২০

721
0
Current Affairs 1st July

আন্তর্জাতিক
  • ১৮ জন সম্ভাব্য মহাকাশচারীর নাম প্রকাশ করল নাসা৷ এঁদের মধ্যে ১ মহিলা সহ ৩ জন ২০২৪ সালে  চাঁদের মাটিতে পা রাখবেন৷ এই তালিকায় ভারতীয় বংশোদ্ভূত ৪৩ বছর বয়সী রাজা জন ভুরপুতুর চারির নামও রয়েছে৷
  • ফাইজার সংস্থার প্রতিষেধক ব্যবহারে ছাড়পত্র দিল মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন৷ প্রসঙ্গত, সেদেশে ১ কোটি ৬০ লক্ষের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন৷ প্রাণহানি হয়েছে প্রায় ৩ লক্ষ জনের৷ বিশ্বে করোনা সংক্রমণে প্রাণহানি হয়েছে ১৫,৯৭,১৪১ জনের৷ সংক্রমিত হয়েছেন ৭ কোটি জন (৭,১১,৭৮,২৭২)৷
জাতীয়
  • উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাবকাত মিরজিওয়েভের সঙ্গে ভিডিও মাধ্যমে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এই দ্বিপাক্ষিক বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াই এবং আফগানিস্তান পুনর্গঠনের কথা উঠে এসেছে৷ প্রসঙ্গত, সাধারণত রাষ্ট্রনায়কদের ভিডিও বৈঠক চলার সময়ে রাষ্ট্রনেতাদের পিছনে থাকে জাতীয় পতাকার ছবি৷ এদিন ভারতের প্রধানমন্ত্রীর পিছনে ছিল দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের ছবি৷
  • দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ২৯,৩৯৮ জন৷ সক্রিয় রোগীর সংখ্যা ৩,৬৩,৭৪৯৷ এই সংখ্যা গত ১৪৬ দিনের মধ্যে সবথেকে কম৷ দেশে মোট সংক্রমিত হয়েছেন ৯৭,৯৬,৭৬৯ জন৷ মোট ১,৪২,১৮৬ জনের প্রাণহানি হয়েছে৷
বিবিধ
  • শতবর্ষে পা দিলেন পৃথ্বিপাল সিংগিল৷ তিনি ভারতের একমাত্র অফিসার যিনি বাহিনীর তিনটি শাখাতেই কাজ করেছেন৷ রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্সে পাইলট হিসাবে কাজ শুরু করেন৷ পরে নৌবাহিনীতে মাইন সুইপিং শিপ এবং আইএনএস টিয়ারে কাজ করেছেন৷ তারও পরে সেনাবাহিনীতে গানার অফিসার পদে যোগ দেন গিল৷
  • টাইম ম্যাগাজিনের “হিরো অব ২০২০” নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত রাহুল দুবে৷ জর্জ প্লয়েডের মৃত্যুর পর আন্দোলনে উত্তপ্ত ওয়াশিংটনে ৭০ জনকে আশ্রয় দিয়েছিলেন তিনি৷ “এন্টারটেইনমেন্ট অব দ্য ইয়ার” নির্বাচিত হল দক্ষিণ কোরিয়ার পপ ব্যান্ড বিটিএস৷ “পার্সন অব দ্য ইয়ার” নির্বাচিত হলেন জো বাইডেন-কমলা হ্যারিস৷
খেলা
  • আইএসএল প্রতিযোগিতায় এটিকে মোহনবাগান-হায়দরাবাদ এফসি ম্যাচ ১-১ গোলে ড্র হল৷
  • প্রাক্তন ফুটবলার ডি ই এথিরাজ (৮৯) প্রয়াত হলেন৷ ১৯৬২ সালের এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় ফুটবল দলের সদস্য ছিলেন তিনি৷

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল