কারেন্ট অ্যাফেয়ার্স ১২ ডিসেম্বর ২০২০

671
0

আন্তর্জাতিক

  • সাংবাদিক রুহোল্লা জামকে ফাঁসি দিল ইরান৷ আদালতে ধর্মীয় আইনে বিচার করা হয়েছিল তাঁর৷ রুহোল্লার বিরুদ্ধে অভিযোগ ছিল পৃথিবীর বিরুদ্ধে দুর্নীতির৷ ২০১৭ সালে ইরানে শাসক দলের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়৷ কট্টর ধর্মান্ধতা ও অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে সেই আন্দোলনের খবর দেখান হত রুহোল্লার টিভি চ্যানেল আমাদ নিউজ-এ৷ ফ্রান্সে আশ্রয় নিয়ে সংবাদ পরিবেশন করতেন তিনি৷ ১০ লক্ষাধিক মানুষ দেখতেন ওই চ্যানেল৷ ২০১৯ সালে ইরাক থেকে তাঁকে অপহরণ করে ইরানে নিয়ে আসে ইরানের গুপ্তচররা৷ ইরানের সুপ্রিম কোর্টও সাংবাদিকের মৃত্যুদণ্ড বহাল রাখে৷ এই দণ্ডের বিরোধীতা করে ইরানকে চিঠি লিখেছিল ফ্রান্স সরকার৷
  • বিশ্বে করোনায় মৃতের সংখ্যা পৌঁছল ১৬ লক্ষে (১৬০৫০৭২)৷ সংক্রমিত হয়েছেন ৭১৬৬৭১৩৭ জন৷

 

জাতীয়

  • কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইনের বিরোধীতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন দেশের ৮৭ জন প্রাক্তন আমলা৷ তাঁদের দাবি, এই আই্ যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হেনেছে৷ এদিকে দিল্লি-হরিয়ানা সীমান্তে এখনও অবস্থান করছেন আন্দোলনরত কৃষকরা৷
  • দেশে করোনা সংক্রমিত হয়েছেন মোট ৯৮২৬৭৭৫ জন৷ সুস্থতার হার ৯৪.৮৮ শতাংশ৷ মৃত্যু হার ১.৪৫ শতাংশ৷ বর্তমানে সক্রিয় রোগী ৩৫৯৮১৯ জন৷

 

বিবিধ

  • ২০১৯-২০ সালে বিশ্বজুড়ে মৃত্যুর প্রধান কারণগুলির মধ্যে ষষ্ঠস্থানে রয়েছে করোনা৷ প্রসঙ্গত, মৃত্যুর অন্যান্য কারণগুলির মধ্যে তালিকার শীর্যে রয়েছে হৃদরোগ, স্ট্রোক, শ্বাসপ্রশ্বাস জনিত অসুখ, ফুসফুসের ব্যাধি, ডায়েরিয়া প্রভৃতি৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা থেকে এই তথ্য জানা গেছে৷

 

খেলা

  • আইএসএল ওড়িশা এফসি-এফসি গোয়া ম্যাচে ১-০ গোলে জয়ী হল গোয়া৷ পরপর দুম্যাচে জয় পেল তারা৷
  • ১৯৮৬ সালে বিশ্বকাপ ফুটবল জয়ী আর্জেন্টিনা ফুটবল দলের সদস্যরা বুয়েনস আইরেসে দিয়েগো মারাদোনার সমাধি ক্ষেত্রে গিয়ে নীরবে শ্রদ্ধা জানিয়ে এলেন৷

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল