কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ ডিসেম্বর ২০২০

744
0

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় মাট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬৬ লক্ষ ৩৪ হাজাার ৪১০ জন৷ প্রাণহানি হয়েছে ৩ লক্ষ মানুষের (৩০৫৭২৭ জন)৷ গত ১১ ডিসেম্বর সেখানে একদিনে ২ লক্ষ ৩২ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন৷ ১২ ডিসেম্বর একদিনে করোনায় ৩৩০৯ জনের প্রাণহানি হয়েছে৷ ব্রাজিলে মোট সংক্রমিত ৬৮৮৯০৮৪ জন৷ মোট ১৮১২২২৯ জনেনর প্রাণহানি হয়েছে সেখানে৷ বিশ্বে করোনায় মোট ৭২৪৮৮১৮৯ জন সংক্রমিত হয়েছেন৷ মোট প্রাণহানি হয়েছে ১৬১৬৯৬৯ জনের৷
  • উত্তর পশ্চিম নাইজিরিয়ার ক্যাতসিনা প্রদেশের একটি সরকারি স্কুলে হামলা চালাল সশস্ত্র ডাকাত দল৷ ঘটনার পর থেকে খোঁজ মিলছে না অন্তত ৪০০ জন পড়ুয়ার৷

 

জাতীয়

  • পাঞ্জাব হরিয়ানার কৃষক আন্দোলনকে সমর্থন করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ দেখালেন প্রবাসী ভারতীয়রা৷ ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভের নামে একদল লোক খালিস্তানি পতাকায় ঢেকে দিল মহাত্মা গান্ধির মূর্তি৷ তারা বিচ্ছিন্নতাবাদী স্লোগানও দেয়৷
  • প্রাক্তন সাংসদ রাধিকারঞ্জন প্রামাণিক (৯০) প্রয়াত হলেন৷ মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে তিনি ৭ বার বেং মধুরাপুর লোকসভা কেন্দ্র থেকে ৫ বার নির্বাচিত হয়েছিলেন৷

 

বিবিধ

  • করোনা উত্তর শারীরিক জটিলতায় মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে ৮৬ বছর বয়সে প্রয়াত হলেনন সঙ্গীত শিল্পী চার্লি প্রাইড৷ তাঁর গাওয়া “কিস অ্যান অ্যাঞ্জেল গুড মর্নিং”, “ইজ এনিবডি গোয়িং” গানন বিশ্ববিখ্যাত৷ মার্কিন কান্ট্রি মিউজিকের প্রথম কৃষ্ণাঙ্গ তারকা ছিলেন তিনি৷
  • রাজস্থানের জয়পুরে ব্যাঙ্ক নোটের স্বয়ংক্রিয় প্রসেসিং কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক৷

 

খেলা

  • আইএসএল প্রতিযোগিতায় বেঙ্গালুরু এফসি ৪-২ গোলে হারাল কেরল ব্লাস্টার্সকে৷ নর্থ ইস্ট ইউনাইটেড এবং চেন্নাইয়াজ এফসি ম্যাচ গোলশূন্যভাবে শেষ হল৷
  • হাবটু চ্যালেঞ্জে মহিলাদের ডাবলস খেতাব জিতলেন ভারতের অঙ্কিতা রায়না৷ তিনি জুড়ি বেঁধেছিলেন জর্জিয়ার ইকেটরাইন জোরগডজের সঙ্গে৷

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল