কারেন্ট অ্যাফেয়ার্স ৬ এপ্রিল ২০২৪

174
0
Current Affairs 6th April

আন্তর্জাতিক
  • গাজা ভূখণ্ডে অবিলম্বে সংঘর্ষ বিরতি করতে হবে এবং ইজরায়েলকে সামরিক উপকরণ বিক্রি বন্ধ করতে হবে। এই মর্মে একটি প্রস্তাব পাস হল রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার পরিষদে। এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, আরব আমির শাহি প্রভৃতি ২৮টি দেশ। বিরোধিতা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, বুলগেরিয়া, জার্মানিসহ ছটি দেশ। ভারত, জাপান, নেদারল্যান্ডস, ফ্রান্স, রোমানিয়াসহ ১৩টি দেশ ভোটদানে বিরত ছিল। এই নিয়ে গাজা ভূখণ্ডে ইজরায়েলের হামলার বিরোধিতা করে মোট পাঁচটি প্রস্তাব আনা হল রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার পরিষদে।
  • ‘ইজরায়েলকে যোগ্য জবাব দেওয়া হবে। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যেন নাক না গলায়।’ এই হুঁশিয়ারি দিলেন ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির পরামর্শদাতা তথা ডেপুটি চিপ অব স্টাফ মহম্মদ জামসিদি। প্রসঙ্গত, সম্প্রতি সিরিয়ার দামাস্কাসে ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল ইজরায়েল, তাতে ইরানের সামরিক বাহিনীর দু’জন জেনারেলসহ ইরানের সাতজন নাগরিকের মৃত্যু হয়েছে।
  • গাজা ভূখণ্ডে ইজরায়েল বাহিনীর সামরিকা হানায় প্যালেস্টাইনের প্রায় ৩৭ হাজার নাগরিকের মৃত্যু হয়েছে। সম্প্রতি জানা গেছে এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। ইজরায়েলের সামরিক বাহিনী এই ব্যবস্থার নাম রেখেছে ল্যাভেন্ডার। এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হামাস জঙ্গিদের নাম ঠিকানা খুঁজে বের করতে সাহায্য করেছে। যদিও বাস্তবে অধিকাংশ ক্ষেত্রেই এই কৃত্রিম বুদ্ধিমত্তার কবলে নিরীহ, অসামরিক প্যালেস্টাইনে মানুষের প্রাণ গেছে। অনেক ক্ষেত্রে নিরপরাধ এক একটি পরিবার নিঃশেষ হয়ে গেছে।
জাতীয়
  • পুনরায় একজন ভারতীয় ছাত্রের মৃত্যু হল মার্কিন মুলকে। তার নাম সত্য সাই গাড্ডে। সে ওহায়ো প্রদেশের ক্লিভল্যান্ডের একটি কলেজে লেখাপড়া করছিল। মৃত্যুর কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। চলতি বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে মোট ১০ জন ভারতীয়র মৃত্যু হয়েছে।
খেলা
  • আই লিগ চ্যাম্পিয়ন হল মহামেডান স্পোর্টিং ক্লাব। এদিন শিলং লাজং দলকে ২-১ গোলে হারানোর পরই খেতাব জয় নিশ্চিত হল তাদের। একটি ম্যাচ বাকি থাকতেই তারা চ্যাম্পিয়ন হলো। ২৩ ম্যাচে মহামেডানের প্রাপ্তি ৫২ পয়েন্ট। এর ফলে তারা পরবর্তী মরশুমে আই এস এল প্রতিযোগিতায় খেলার ছাড়পত্র পেল। ১৩৩ বছর বয়সী ক্লাবের এটি অন্যতম শ্রেষ্ঠ সাফল্য।
  • আইএসএল প্রতিযোগিতায় মোহনবাগান এক শূন্য গোলে হারিয়ে দিল পাঞ্জাব এফসি দলকে। এর ফলে ২০ ম্যাচে তাদের পয়েন্ট ৪২। লিগ টেবিলে দ্বিতীয় স্থানে পৌঁছে গেল মোহনবাগান। ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে মুম্বই এফসি।
বিবিধ
  • দীর্ঘস্থায়ী লিভ ইন সম্পর্ক ছেদ হলেও সেই মহিলা খোরপোষ পাওয়ার অধিকারী হন। একটি তাৎপর্যপূর্ণ  রায়ে এই বিষয়টি স্পষ্ট করে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট।
  • সোনার দাম উর্ধ্বমুখী। মাত্র এক সপ্তাহের মধ্যে প্রতি ১০ গ্রামে সোনার দাম বেড়েছে ২৬৫০ টাকা। এদিন ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম হলো জিএসটি সহ ৭৩৯০২.৫০ টাকা। এটি একটি রেকর্ড অন্যদিকে প্রতি কেজি রুপোর দামও বেড়ে হয়েছে রেকর্ড ৮৩,৪৩০ টাকা।