কারেন্ট অ্যাফেয়ার্স ৬ ডিসেম্বর ২০২৩

247
0
Current Affairs 6th December

আন্তর্জাতিক
  • পাকিস্তানে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হলেন ভারত বিরোধী লস্কর ই তৈবার শীর্ষ নেতা আদনান আহমেদ। ২০১৫ সালে জম্মু ও কাশ্মীরের বিএসএফের কনভয়ে ভয়ংকর বিস্ফোরণের ঘটনার মূল ষড়যন্ত্রকারী এই আদনান আহমেদ। করাচিতে নিজের বাড়ির সামনেই তিনি গুলিবিদ্ধ হন। এই নিয়ে গত এক বছরে পাকিস্তানের মাটিতে বারো জন ভারত বিরোধী সন্ত্রাসবাদী নেতা খুন হলেন বা রহস্যজনকভাবে মারা গেলেন।
  • গাজা ভূখণ্ডে গত ৩০ দিনের ইজরায়েলি হামলায় নিহত হয়েছেন ১৬ হাজার ২০০ জন। তাঁদের মধ্যে ৬১৫০ জন শিশু ও ৪০০০ নারী রয়েছেন। ৪৫,০০০ বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে , ২লক্ষ ৭৮ হাজার বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩১১ টি শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। গাজার ৩৫ টি হাসপাতালের মধ্যে ২৬ টি ক্ষতিগ্রস্ত হয়েছে।
 জাতীয়
  • চলতি বছরে উত্তর ভারতে তিনবার ভূমিকম্প হয়েছে। গত ২৪ জানুয়ারি, ৩ অক্টোবর ও ৩ নভেম্বর এই কম্পন অনুভূত হয়েছে। আলমোড়া চ্যুতির সক্রিয়তার জন্যই এই ভূমিকম্প হচ্ছে বলে জানালেন কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।
  • সংসদের অধিবেশন চলার সময়ই সংসদ ভবন বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন খালিস্তানি নেতা গুরুপত ওয়ান্ত সিং পাপ্পুন।
খেলা
  • ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ান সিনক্লেয়ার। তিনি কানাডার হয়ে গত ২৩ বছরে ৩৩১ টি ম্যাচে ১৯০ টি গোল করেছেন। আন্তর্জাতিক ফুটবলে সবথেকে বেশি গোলের বিশ্বরেকর্ড রয়েছে তাঁর । এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলে পাকাপাকিভাবে ফুটবল থেকে অবসর নিলেন তিনি।
  • আইএসএলে মোহনবাগান – ওড়িশা এফসি ম্যাচ ২-২ গোলে ড্র হল। ফলে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে আপাতত তৃতীয় স্থানে উঠে এলো মোহনবাগান।
বিবিধ
  • সব থেকে বেশি দূর থেকে গুলি করে হত্যায় রেকর্ড গড়লেন ইউক্রেনের একজন স্নাইপার। তিনি একজন রুশ সেনাকে গুলি করে হত্যা করলেন ৩৮০০মিটার দূর থেকে। ১২৪৬৮ ফুট উপর থেকে করা গুলিটি মাত্র ৯ সেকেন্ডের মধ্যে গিয়ে ওই রুশ সেনাকে বিদ্ধ করে।
  • দেশের সবথেকে বড় সার্ভে ভেসেল নির্মাণ করেছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স। এর নাম সন্ধ্যায়ক। এটি ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।