আন্তর্জাতিক
- ঘরে বাইরে প্রবল চাপের মুখে অবশেষে কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন জাস্টিন ট্রুডো। একই সহ্গে ছাড়লেন লিবারাল পার্টি অব কানাডার প্রধান পদও।
- সাম্প্রতিক একটি আবিষ্কার বলছে, লিজ়ন ক্যানসার কি না তার জন্য অত অপেক্ষা করারও দরকার নেই। এআই বা কৃত্রিম মেধাচালিত একটি ‘সিস্টেম’ লিজ়নের অবস্থা দেখে অথবা তার বর্ণনা শুনে বলে দিতে পারবে সেটি ক্যানসার কি না। ত্বকের ক্যানসারের চিকিৎসা সেই নতুন দিশা পেতে চলেছে এক ভারতীয় বংশোদ্ভূত গবেষকের হাত ধরেই।ওই সমস্ত তথ্যের ভিত্তিতে নিখুঁত ভাবে ৮৫ শতাংশ ক্ষেত্রে যথাযথ ভাবে রোগ চিহ্নিত করতে পেরেছে, যা প্রচলিত ‘সেভেন পিসিএল অ্যান্ড উইলিয়ামস’ পদ্ধতির থেকে অনেকটাই বেশি। চেক ফর ক্যানসারের চিফ মেডিক্যাল অফিসার গর্ডন উইজ়ার্ট বলছেন ‘‘শুধু লিজ়নের ছবি দেখেও যে ভাবে ক্যানসার চিহ্নিত করেছে এআই সিস্টেম, তা-ও প্রশংসার্হ।’
দেশ
- নানা সংশোধনের পর চূড়ান্ত হল রাজ্যের ভোটার তালিকা। ২৯৪টি বিধানসভা মিলিয়ে ১০ লক্ষ ৭৮ হাজার ১১৯ জন নতুন ভোটর যোগ হয়েছেন। তাললিকা থেকে বাদ গিয়েছেন ৭ লক্ষ ৯৬ হাজার ৬৭০ জন। মোট ভোটার ৭ কোটি ৬৩ লক্ষ ৯৬ হাজার ১৬৫। চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছেন ১৮১১ জন তৃতীয় লিঙ্গের ভোটার।
- মাওবাদীদের বিস্ফোরণে ছত্তীসগঢে় ৯ জনের প্রাণ গেল। সাম্প্রতিক সময়ের সব থেকে বড় মাওবাদী হামলা।বাহিনীর সঙ্গে লড়াইয়ে পাঁচ মাওবাদীর মৃত্যু হয়েছে।
- গত বছর অক্টাবর মাসে আন্তর্জাতিক জল সীমান্ত ভেঙে অনিচ্ছাকৃত ভাবে বাংলাদেশে ঢুকে পড়া ধীবরদের মুক্ত দিয়েছে বাংলাদেশ সরকার। মুক্তি পাওয়া সেই সব ৯৫ জন ধীবরকে সাহায্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দশ হাজার করে টাকা তাঁদের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি যে সমস্ত ধীবর ট্রলার থেকে পালাতে গিয়ে মারা যান তাঁদে পরিবারকেও দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করেছেন তিনি। বাংলাদেশে নির্যাতিত এই সব ধীবরদের প্রতি সহনুভূতির পাশাপশি সরব হয়েছেন তিনি।
- তিব্বতের ভূমিকম্পে এখনও পর্যন্ত ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৩০ জনকে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারেরও বেশি ঘরবাড়ি। ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে শুরু হয়েছে উদ্ধারের চেষ্টা। মৃত এবং আহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শিগাতসের এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত আট লক্ষ মানুষ। ভূমিকম্পের উৎসস্থল তিব্বতের তিংরি প্রদেশে। এই অঞ্চলটিকে এভারেস্টের উত্তরের প্রবেশদ্বার হিসাবে দেখা হয়।এর আগে ২০২৩ সালের নভেম্বরেও ৬.৪ মাত্রার জোরালো ভূমিকম্প হয় নেপালে। ২০১৫ সালে নেপালের কাঠমান্ডুর কাছেও ৭.৮ মাত্রার এক জোরালো ভূমিকম্প হয়। তাতে প্রায় ৯ হাজার মানুষ প্রাণ হারান। আহত হন কয়েক হাজার মানুষ। ক্ষয়ক্ষতির হিসাবে সেটিই নেপালের সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প। নেপাল, উত্তর-পূর্ব ভারত এবং দক্ষিণ-পশ্চিম চিনে মাঝেমধ্যেই ভূমিকম্পের খবর পাওয়া যায়। বিজ্ঞানীদের একাংশের মতে, ভারতীয় পাতের সঙ্গে ইউরেশীয় পাতের সংঘর্ষের প্রবণতার কারণে এই অঞ্চলে ভূমিকম্পের আশঙ্কা বেশি থাকে।
খেলা
- আইএসএলে মুম্বই সিটির কাছে ৩-২ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবলে এগারো নম্বর ইস্টবেঙ্গলে।
বিবিধ
- পি এফের পেনশন ন্যূনতম ৯০০০ টাকা করার দাবি জানাল কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে এক আলোচনা সভায় তাঁরা এই দাবি জনিয়েছেন।
- বেঙ্গালুরুতে চালকহীন ট্রেন চালু হল। এই ট্রেন তৈরি হয়েছে এ রাজ্যের উত্তরপাড়ায়। কর্ণধার উমেশ চৌধুরী বলেছেন, এই প্রথম কোনো দেশীয় সংস্থা এ ধরনের ট্রেন ভারতে তৈরি করেছে। দিল্লিতে চিনা সংস্থার তৈরি চালকহীন মেট্রো চলে।