কারেন্ট অ্যাফেয়ার্স ৬ জুলাই ২০২৩

422
0
Current Affairs

আন্তর্জাতিক
  • রাশিয়ায় ফিরে এলেন বেসরকারি সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েগভেনি প্রিগোঝিন। এদিন তিনি সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন বলে জানা গেছে। তাঁর নেতৃত্বে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল ওয়াগনার বাহিনী। গত ২৪ জুন তারিখে তারা মস্কোর উদ্দেশ্যে রওনা দিয়েছি।ল শেষ পর্যন্ত বেলারুশের প্রেসিডেন্টের মধ্যস্থতায় বিদ্রোহে ইতি টানেন প্রিগোঝিন। তারপর থেকে তিনি ছিলেন অজ্ঞাতবাসে।
  • গত ৯ মে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনা বাহিনীর সদর দপ্তরে হামলা চালিয়েছিল তেহরিক ই ইনসাফ পাকিস্তান দলের কর্মী সমর্থকরা। এই ঘটনায় দলের প্রধান তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে তিনটি মামলা দায়ের করল পাকিস্তান সরকার। প্রসঙ্গত ইমরানের বিরুদ্ধে মামলার সংখ্যা দেড়শত অতিক্রম করে গিয়েছে।
জাতীয়
  • দেশের বাইরে ক্যাম্পাস খুলবে আইআইটি। তানজানিয়ার সঙ্গে এই মর্মে একটি চুক্তি এদিন স্বাক্ষরিত হয়েছে। মাদ্রাজ আইআইটির একটি ক্যাম্পাস খোলা হবে পূর্ব আফ্রিকার তানজানিয়ার জাঞ্জিবার প্রদেশে। সেখানে পঠন-পাঠন শুরু হবে সামনের অক্টোবর মাস থেকে। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বর্তমানে জাঞ্জিবার সফর করছেন। সেখানে জাঞ্জিবার স্বশাসিত প্রদেশের প্রেসিডেন্ট হোসেন আলি মিউনির সঙ্গে তাঁর এই মর্মে একটি সমঝোতা সূত্র স্বাক্ষরিত হল।
  • প্রায় দুমাস বন্ধ থাকার পর ৫ জুলাই খুলেছিল মনিপুরের অধিকাংশ স্কুল। তার একদিনের মধ্যেই পশ্চিম ইমফলে স্কুলের সামনে এক শিক্ষিকাকে গুলি করে হত্যা করল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা।
খেলা
  • লিডসে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাসেজ সিরিজের তৃতীয় টেস্ট শুরু হলো। এদিন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে গেল ২৬৩ রানে। ৫ উইকেট নিলেন ইংল্যান্ডের মার্ক উড। অস্ট্রেলিয়ার মিচেল মার্চ ১৭ রান করলেন। ঘটনা হলো এই দুজন ক্রিকেটারই প্রথম দুটি টেস্ট খেলার সুযোগ পাননি। ইংল্যান্ড এদিন প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৬৮ রান করেছে।
  • আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজ চলার মধ্যপথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করলেন বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। তিনি ২০০৭ সাল থেকে ৭০ টি টেস্টে বাংলাদেশের হয়ে খেলে ১০টি শতরানসহ ৫১৩৪ রান করেছেন। ২০১ টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচে তিনি ১৪ টি শতরান সহ করেছেন ৮৩১৩ রান।
  • আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বে ওয়েস্ট ইন্ডিজকে ছিটকে দিয়ে চমক তৈরি করেছিল স্কটল্যান্ড। এবার তাদের হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল নেদারল্যান্ডস।
বিবিধ
  • একটানা ৭৪ বছর চাকরি করার পর অবসর নিলেন মেলবা মেবান। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের টাইলার শহরে ডিলার্ডস নামে একটি ডিপার্টমেন্টাল স্টোরে চাকরি করেছেন এতকাল। বর্তমানে তাঁর বয়স ৯০ বছর। এই দীর্ঘ ৭৪ বছরের চাকরি জীবনে একটা দিনের জন্য ছুটি নেননি বা অসুস্থ হয়ে কাজে অনুপস্থিত থাকেননি।