আন্তর্জাতিক
- ১৯৭৯ সালে পাকিস্তানে জেনারেল জিয়া উল হকের সেনা শাসনের সময় প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোকে ফাঁসি দেওয়া হয়েছিল। পাকিস্তান পিপলস পার্টির প্রতিষ্ঠাতার সেই মৃত্যুদণ্ড নিয়ে এবার মুখ খুলল পাকিস্তান সুপ্রিম কোর্ট। এদিন তারা জানিয়েছে, সেই বিচারের প্রক্রিয়া আদৌ নিরপেক্ষ ছিল না। প্রসঙ্গত, এই বিচার প্রক্রিয়া আদৌ যথাযথ ছিল কীনা তা নিয়ে ২০১১ সালে পাকিস্তান সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন আসিফ আলি জারদারি।
- আগামী নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচনে লড়াই হবে বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে দলীয় নির্বাচনের কয়েকটি পর্ব মেটার পর এই পরিস্থিতি তৈরি হলো। রিপাবলিকান পার্টির লড়াইয়ে পিছিয়ে পড়লেন ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী নিকি হ্যালি। তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যে লড়াইয়ে অপরদুই প্রার্থী ডিন ফিলিপস এবং মেরিয়ান উইলিয়ামসনকে পিছনে ফেলে সামনে এগিয়ে এলেন জো বাইডেন।
জাতীয়
- ইস্ট ওয়েস্ট মেট্রো প্রজেক্টে কলকাতার এসস্প্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত মেট্রো রেলপথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, এই প্রথম ভারতের কোন নদীর নিচে দিয়ে মেট্রো পথের উদ্বোধন হলো। প্রধানমন্ত্রী নিজেও এই রেলপথে সওয়ার হলেন। এদিন মেধা এম আর ৬১৪ রেকে চড়েন তিনি। এছাড়াও এদিন জোকা-তারাতলা এবং নিউ গড়িয়া-রুবির মধ্যেও মেট্রো পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।তবে যাত্রীদের যাতায়াতের জন্য এই শাখা কবে খুলে দেওয়া হবে তা জানানো হয়নি।
- উত্তরপ্রদেশে জিম করবেট জাতীয় উদ্যানে গাছ কাটা, বেআইনি নির্মাণ এবং কোর এলাকায় টাইগার সাফারি নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করল সুপ্রিমকোর্ট। পরিবেশ কর্মী গৌরব বংসালের মামলার সূত্রে এক্ষেত্রে উত্তর প্রদেশ অরণ্য দপ্তরের কড়া সমালোচনা করেছে সর্বোচ্চ আদালত। কোর এলাকায় টাইগার সাফারি বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে।
- ভারতের সঙ্গে সামুদ্রিক সমীক্ষা সংক্রান্ত চুক্তি বাতিল করল মলদ্বীপের সরকার। সেখানকার নতুন রাষ্ট্রপতি মহম্মদ মইজ্জু জানিয়ে দিয়েছেন, তাঁরা নিজেরাই এবার থেকে জল সমীক্ষার চেষ্টা চালাবেন। প্রসঙ্গত, সম্প্রতি চিনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে মলদ্বীপ।
- বিভিন্ন অপরাধমূলক কাজের অভিযোগে অভিযুক্ত উত্তরপ্রদেশের প্রাক্তন বিএসপি সাংসদ ধনঞ্জয় সিংকে দোষী সাব্যস্ত করে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত।
খেলা
- মহিলাদের ক্রিকেটে নতুন রেকর্ড করলেন দক্ষিণ আফ্রিকার পেশার সাবনিম ইসমাইল। তিনি প্রতি ঘন্টায় ১৩২.১ কিলোমিটার বেগে বল করলেন। এদিন ডব্লিউপিএল-এ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিনি এই নজির গড়লেন। এই প্রথম মহিলাদের ক্রিকেটে কেউ ঘন্টায় ১৩০ কিলোমিটারের বেশি গতিবেগে বল করলেন। তিনি অবশ্য ভাঙলেন নিজেরই পুরনো রেকর্ড
- রঞ্জি ট্রফির সেমিফাইনালে মধ্যপ্রদেশকে ৬২ রানে হারালো বিদর্ভ। ফাইনালে তাদের প্রতিপক্ষ মুম্বই।
- ফুটবলের আইএসএল প্রতিযোগিতায় এফসি গোয়া ১-০ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গলকে।
বিবিধ
- বিভ্রাট ঘটেছিল ফেসবুক ইনস্টাগ্রামে। বড়জোর ঘন্টাখানেক বিশ্বজুড়ে বন্ধ ছিল এই পরিষেবা। আর তাতেই মূল সংস্থা মেটার শেয়ারদর পড়ে যায় ১.৬ শতাংশ। ফলে মেটার বাজার মূল্য কমেছে ২৭৯ কোটি ডলার।
- তিরুবনন্তপুরম এর কেটিসিটি উচ্চ বিদ্যালয় ক্লাস নিলেন এমন একজন শিক্ষিকা যদিও আসলে তিনি একটি রোবট। আর তাকে পরিচালনা করল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ছাত্র-ছাত্রীরা তাকে ডাকছে আইরিস ম্যাডাম নামে। তিনি তিনটি ভাষায় পারদর্শী। দেশে এই প্রথম এই ধরনের উদ্যোগ সফল হল। দেশের প্রথম এই এ আই শিক্ষিকার পোশাকি নাম আইরিস। নীতি আয়োগ এর উদ্যোগে তাকে নির্মাণ করেছে মেকারল্যাব এডুটেক প্রাইভেট লিমিটেড। তিনটি ভাষায় পারদর্শী এই আইরিস ম্যাডাম।