কারেন্ট অ্যাফেয়ার্স ৬ মে ২০২৪

188
0
Current Affairs 6th May

আন্তর্জাতিক
  • এবার ব্রিটেনেও শুরু হল গাজায় ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ। সেখানে অক্সফোর্ড, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা তাঁবু খাটিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রেও লাগাতার আন্দোলন চলছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। সেখানে সাতশোর বেশি ছাত্রছাত্রীকে বিক্ষোভ দেখানোর অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।যদিও এত কিছুর মধ্যেও ইজরায়েল আছে নিজের অবস্থানে অনড়। তারা রাফার নাগরিকদের অন্যত্র সরে যেতে বলেছে। এর একটাই অর্থ, রাফায় এবার সেনা অভিযান আসন্ন।
জাতীয়
  • ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারক এর বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৫ কোটি নগদ টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
  • ২০২৪ সালে সিআইএসসিই পরিচালিত দশম শ্রেণীর আইসিএসসি এবং দ্বাদশ শ্রেণীর আইএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। এই পরীক্ষায় পাশের হার যথাক্রমে ৯৯.৪৭ শতাংশ এবং ৯৮.১৯ শতাংশ। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল যথাক্রমে ২ লক্ষ ৪৩ হাজার ৬১৭ এবং ৯৯ হাজার ৯০১ জন।
  • মধ্যপ্রদেশের শাহদলে বালি মাফিয়াদের ট্রাকে পিষে এক পুলিশ কর্মীকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত দুই ব্যক্তির বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিল মধ্যপ্রদেশ প্রশাসন।
খেলা
  • কিংবদন্তি কোচ সিজার লুইস মেনত্তি প্রয়াত হলেন। ৮৫ বছর বয়স হয়েছিল তাঁর । আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের এই প্রাক্তন সদস্য অবশ্য খেলোয়াড় হিসেবে নয় বেশি খ্যাতি পেয়েছেন কোচ হিসেবেই। আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে ১১ ম্যাচে দুটি গোল করেছিলেন তিনি। ৩৭ বছরের কোচিং জীবনে তিনি এগারোটি ক্লাব ছাড়াও আর্জেন্টিনা এবং মেক্সিকো দলের জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন।
  • শাড়ি পড়ে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল নিউইয়র্কে। সেখানকার সেন্ট্রাল পার্ক থেকে ৪ মে শাড়ি পড়ে বহু সংখ্যক প্রতিযোগিনী টাইম স্কয়ারে পৌঁছন। এই অনুষ্ঠানের আয়োজক ছিল “ব্রিটিশ উইমেন ইন সারিজ” নামের একটি সংগঠন।
বিবিধ
  • তৃতীয়বার মহাকাশ অভিযানে যেতে চলেছেন সুনিতা উইলিয়ামস। ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন নভোচ্চর এর আগে নাসার হয়ে ২০০৬ এবং ২০১২ সালে মহাকাশ অভিযানে গিয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে বেসরকারি বোয়িং সংস্থার সিএসটি ১০০ স্পেস ট্যাক্সি চেপে তিনি এবং বুচ উইলমোর নামে আরো এক মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানানো হয়েছে।