কারেন্ট অ্যাফেয়ার্স ৬ নভেম্বর ২০২৪

76
0
Current Affairs 6th November

আন্তর্জাতিক
  • ডোনাল্ড ট্রাম্প ২৭০, কমলা হ্যারিস ২৪২। এক দিকে বিষাদের ছবি, অন্য দিকে জয়ের উল্লাস। আশা জাগিয়েও পারলেন না কমলা। পরাজয় স্বীকার করে নিলেন কমলা হ্যারিস। বললেন, ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের লড়াই থামাবেন না তিনি। অন্য দিকে তাঁকে জয়ী করার জন্যে আমেরিকাবাসীকে ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, আমেরিকার জনগণ শক্তিশাী রায় দিয়েছে। আমেরিকাকে আবার জগৎসভায় শ্রেষ্ঠ করে তুলব। প্রচারে বার বার তিনি বলেছিলেন, ‘আমেরিকা ফার্স্ট’, ‘মেক আমেরিকা গ্রেট এগেন।‘ জয়ী হয়েই অভিবাসন নিয়ে সরব হয়েছেন ট্রাম্প। বলেছেন, আগামী দিনে ‘আমেরিকায় প্রবেশ করতে হবে বৈধ ভাবেই, অবৈধভাবে কেউই প্রবেশ করতে পারবেন না।‘
  • ট্রাম্পের ঝুলিতে পেনসিলভেনিয়া, জর্জিয়া, মিশিগান প্রভৃতি ৭ সুইং স্টেটসই। এই নির্বাচনে হাউসে জয় পেলেন ৬ ভারতীয় বংশোদ্ভূত।
দেশ
  • অনুচ্ছেদ ৩৭০ নিয়ে ফের উত্তপ্ত হল জম্মু ও কাশ্মীর বিধানসভা। শাসক ও বিরোধী দলের মধ্যে তুমুল হই-হট্টগোল ও হাতাহাতি হল শাসক ও বিরোধীদের মধ্যে। বুধবার বিতর্কিত ৩৭০ অনুচ্ছেদ ফেরাতে চেয়ে প্রস্তাব পাশ হয় বিধানসভায়। শাসক দল এই প্রস্তাব পাশ করার সঙ্গে সঙ্গে তুমুল হট্টগোল শুরু হয়ে যায়। প্রস্তাবের বিরোধিতা করে বিজেপি। বিজেপি এবং মেহবুবা মুফতির দল পিপলস ঢেমোক্রাটিক পার্টি(পিডিপি)-র বিবাদে উত্তাল হয়ে ওঠে জম্মু-কাশ্মীর বিধানসভা।
খেলা
  • আইপিএলএ নিলামের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে অনেকদিন আগেই। প্রাথমিক ভাবে ১৫৭৪ জনের তালিকা প্রকাশ হয়েছে। এই তালিকায় অবাক বিষয় হয়ে উঠেছে দুটি নাম। একটি ইটালির নাম। ইটালি যে ক্রিকেট খেলে ক্রিকেটপ্রেমীদের কাছেই অজানা। সেই দেশের পেশার টমাস ড্রাকা এ বার নিলামের তালিকায় রয়েছেন। দাম রেখেছেন ৩০ লাক টাকা। অন্যদিকে প্রথম শ্রেণির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ইংল্যান্ডের প্রাক্তন পেশার জিমি অ্যান্ডারসন। তাঁর ন্যূনতম দাম রেখেছন ১ কোটি ২৫ লাখ।
  • রঞ্জিতে শতরান করলেন শ্রেয়স আয়ার। চলতি মরসুমে দ্বিতীয় শতরান।
বিবিধ
  • রাজ্যের কোন ব্লাড ব্যাঙ্কে কোন গ্রুপের কত ইউনিট রক্ত জমা রয়েছে তা জানাবে অ্যাপ। রাজ্যে স্বাস্থ্য দফতর এমনই একটি আ্যাপ চালু করছে খুব শীঘ্রই। অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি আইফোনের অপারেটিং সিস্টেমেও এটি ব্যাবহার করা যাবে বলে জানানো হয়েছে। অ্যাপের নাম দেওয়া হতে পারে ‘জীবনশক্তি-২’ বা ‘ই-রক্তকোষ।‘
  • ২০২২ সালে টেট পাশ করেও এখনও প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এই অভিযোগে অবিলম্বে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হোক এই দাবি জানিয়ে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখালেন চাকরি প্রার্থীরা। কারণ অনেকেরই নির্দিষ্ট বয়স পেরিয়ে যাচ্ছে।