কারেন্ট অ্যাফেয়ার্স ৬ সেপ্টেম্বর ২০২৪

128
0
Current Affairs 6th September

আন্তর্জাতিক
  • আমেরিকায় নির্বাচনে কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম লড়াই তীব্র হয়ে উঠছে দিন দিন। কমলা হ্যারিসের জনপ্রিয়তা নাকি দিন দিন বাড়ছে। তিনি প্রতিদ্বন্দ্বী ট্রামকে তহবিল সংগ্রহেও পিছিয়ে দিলেন। কমলা হ্যারিসের প্রচার তহবিলে ভারতীয় মুদ্রায় মোট ৩ হাজার ৪০০ কোটি টাকা জমা হয়েছে। সেখানে ট্রাম্পের প্রায় আড়াই হাজার কোটি টাকা।
  •  বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী প্রশাসক ইউনূসের সম্প্রতি মন্তব্যে ভারতকে আওয়ামী লীগ সমর্থন ত্যাগ করতে হবে এমন কথ বলেছেন। এর প্রত্যুত্তরে ভারতের বিদেশ মন্ত্রকের বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন, বাংলাদেশ মৌলবাদীদের নতুন স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। এ নিয়ে ভারত উদ্বিগ্ন। নৈরাজ্য এবং আইন-হীনতার চূড়ান্ত নৈরাজ্য চলছে সে দেশে। ৫০টি বিশ্ববিদ্যালয়ের সমস্ত উপাচার্য, সহ-উপাচার্যদের জোর করে পদত্যাগ করানো হয়েছে। ১৫৭টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করানো হয়েছে। এমনকী বিচারপতি, অ্যাটর্নিদেরও সরিয়ে দেওয়া হয়েছে। ১০০টির বেশি বস্ত্র কারখানা সেখানে বন্ধ হয়ে রয়েছে। অনেক বেসরকারি টিভি চ্যানেল বন্ধ। অনেক সম্পাদক ও সাংবাদিকদের আটক করা হয়েছে।
দেশ
  • দুদিনের ব্রুনেই সফর শেষ করে দেশের প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে পৌঁছলেন।সিঙ্গাপুরে এটি তাঁর পঞ্চম সফর। সেখানে তিনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং এবং ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট থার্মান শন্মুখরত্নমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
  • আগামী বছর থেকে সিআইএসসিই বোর্ডের দশম শ্রেণি, অর্থাৎ আইসিএসইতে অঙ্ক পরীক্ষার সময় আধ ঘণ্টা বাড়ানো হচ্ছে। আগে সময় ছিল আড়াই ঘণ্টা। ২০২৫ সাল থেকে সেই সময়সীমা বেড়ে হবে তিন ঘণ্টা। অন্যান্য পরীক্ষার সময় একই থাকবে।
  • আরজি কর কাণ্ডের নির্দিষ্ট বিচারের দাবি জানিয়ে প্রতিবাদে বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন কলাকুশলী, শিল্পী, নাট্যকর্মী তাঁদের প্রাপ্ত সরকারি খেতাব ফিরিয়ে দিচ্ছেন। এ বার সেই রাজ্য সরকারের থেকে প্রাপ্ত শিক্ষারত্ন সম্মান ফিরিয়ে দিলেন দক্ষিণ কাঁথির অবসসরপ্রাপ্ত শিক্ষক অরূপ কুমার দাস। অন্য দিকে সুন্দরবনের বসবাসকারী মানুষরা মহিলারাও জলপথে নৌকোয় ভাসমান প্রতিবাদ জানায়।
খেলা
  • প্যারা অলিম্পিক্সে শেষ পর্যন্ত হাইজাম্পে সোনা জিতলেন ভারতের প্রবীণ কুমার। এটা নিয়ে এ বার ভারতের ছ নম্বর সোনা। প্যারালিম্পিক্সের ইতিহাসে নজির গড়লেন অবনী লেখরা, সুমিত আন্টিল, প্রবীণকুমাররা। নয়ডার বাসিন্দা ২১ বছর বয়সি প্রবীণের জন্ম থেকেই একটা পা ছোট। কোনো কিছুই তাকে দমাতে পারেনি। বিশ্বমঞ্চে সেরার শিরোপা অর্জন করলেন। ২.০৮ মিটার লাফিয়ে এই জয়। উল্লেখ্য, এ বারে সোনাজয়ী তিরন্দাজ হরবিন্দর সিংহ এবং স্প্রিন্টার প্রীতি পাল ভারতের পতাকা বহন করবেন। যিনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে দুটি পদক জিতেছেন। ৩৩ বছর বয়সি হরবিন্দর প্রথম ভারতীয় তিরন্দাজ হিসেবে প্যারালিম্পিক্সে সোনা জেতার নজির গড়েছেন।
  •  নতুন বিতর্কে জড়ালেন বিজেপির প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ শরণ সিং।যিনি ভারতীয় কুস্তিগির সংস্থার প্রাক্তন প্রধান। উল্লেখ্য, প্যারিস অলিম্পক্সে পরাজিত হয়ে দেশে ফিরেই কুস্তিগির বিনেশ ফোগাট কংগ্রেসের হয়ে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ব্রিজভূষণ শরণ সিংহ নেমে পড়লেন তাঁর বিরুদ্ধে। যৌন নিগ্রহে অভিযুক্ত বিজেপি নেতা ও ভারতীয় কুস্তি সংস্থার অপসারিত প্রধান ব্রিজভূষণ অভিযোগ করলেন, চুরি করে অলিম্পিক্সে গিয়েছিলেন বিনেশ। ঈশ্বর তার শাস্তি দিয়েছে।”
বিবিধ
  • উত্তর প্রদেশের বহরাইচে সম্প্রতি মানুষখেকো নেকড়ের আক্রমণের পর এ বার মধ্যপ্রদেশের খান্দওয়া। রাতে বাড়ির বাইরে ঘুমোচ্ছিলেন একই পরিবারের পাঁচ জন। সেই সময় একটি নেকড়ে তাঁদের উপর হামলা চালায়। পাঁচ জনকেই নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। যদিও উত্তরপ্রদেশে বন দফতরের তরফে বলা হয়েছে, ওই গ্রামে নেকড়ের কোনো পায়ের ছাপ পাওয়া যায়নি। বিষয়টি সন্দেহজনক।