কারেন্ট অ্যাফেয়ার্স ৭ এপ্রিল, ২০১৯

641
0
Current Affairs 7 April 2019

আন্তর্জাতিক

  • `ব্রেক্সিট নিয়ে যত বিলম্ব হবে, ব্রেক্সিট না হওয়ার আশঙ্কা তত বাড়বে বলে মন্তব্য করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে।
  • নাইজেরিয়ার সব চেয়ে ধনী ব্যক্তি আলিকো ডাঙ্গোটে তাঁর ব্যাঙ্কে জমা পুরো ৬৯ কোটি ২৩ লক্ষ টাকা তুলে আনলেন বাড়িতে।এই শিল্পপতির দাবি, ব্যাঙ্কের পাশবই কেবল কিছু সংখ্যা দেখায় সেটা যে বাস্তব, তা বুঝতেই তিনি এই টাকা তুলে এনেছেন বলে জানালেন।
  • অষ্টাদশ শতকের পোলিশ–মার্কিন সেনানায়ক জেনারেল কাশিমির পোলাস্কি একজন মহিলা ছিলেন বলে দাবি করলেন জর্জিয়া সাদার্ন ইউনিভার্সিটির গবেষকরা।মার্কিন যুক্তরাষ্ট্র ও পোল্যান্ডে যুদ্ধনায়ক হিসাবে পূজিত হন তিনি। সম্প্রতি তাঁর কঙ্কালের ডিএনএ পরীক্ষার পর এই মত দিয়েছেন গবেষকরা।

জাতীয়

  • অসমে গোয়ালপাড়ায় বিদেশি ডিটেনশন ক্যাম্পে মৃত্যু হল এক জনের। তাঁর নাম অমৃত দাস।সচিত্র ভোটার কার্ড থাকলেও তাঁকে ২০১৭ সালে বিদেশি হিসাবে চিহ্নিত করেছিল ফরেনার্স ট্রাইব্যুনাল।
  • মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের প্রাক্তন উপদেষ্টা রাজেন্দ্র মিগলানি, প্রাক্তন ব্যক্তিগত সচিব প্রবীণ কক্কর সহ বিভিন্ন ব্যক্তির বাড়িতে তল্লাসি চালাল আয়কর দপ্তর।
  • ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর ৪৪টি বিদেশ সফরের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে বিমান ভাড়া বাবদ ৪৪৩.৪ কোটি টাকার বিল পাঠাল এয়ার ইন্ডিয়া।

বিবিধ

  • বিমান জ্বালানি জিএসটি-র অধীনে আনার সুপারিশ করলেন কেন্দ্রীয় আসামরিক বিমান পরিবহন মন্ত্রী সুরেশ প্রভু।
  • ভবিষ্যতে চালকহীন এয়ারট্যাক্সি কেমন হতে পারে তার নমুনা পেশ করল চিনা ড্রোন নির্মাতা ইহ্যাং এবং অস্ট্রিয়ার সংস্থা এফএসিসি। ২ জন যাত্রী নিয়ে ঘণ্টায় ১৫০ কিমি পর্যন্ত গতিতে উড়তে পারে এটি। এর দাম ৩ লক্ষ ইউরো বা ২.৪ কোটি টাকা।

খেলা

  • ক্যাম্প ন্যুতে বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ ক্লাবের একটি সাম্মানিক জার্সি তুলে দিলেন প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের হাতে।
  • ঘরের মাঠে লা লিগায় আটলেটিকোকে ২-০ গোলে হারাল বার্সেলোনা। একই সঙ্গে প্রায় নিশ্চিত করল ২৬তম লা লিগা খেতাব। এদিন বার্সেলোনার হয়ে ৩৫৫ বার জয়লাভের ম্যাচে খেলার নজির গড়লেন লিওনেল মেসি।তিনি ভাঙলেন কাসিয়াসের রেকর্ড।