কারেন্ট অ্যাফেয়ার্স ৭ মার্চ, ২০২২

502
0
Current Affairs 23rd January

আন্তর্জাতিক

  • ইউরোপের কিয়েভ, মারিয়াপুল, খারকিভ ও সুমিতে যুদ্ধবিরতি ঘোষণা করে মানব করিডর ঘোষণা করে সাধারণ নাগরিকদের উদ্ধারের প্রস্তাব দিল রাশিয়া। কিন্তু বিগত দুদিনে রাশিয়া নিজেই যুদ্ধবিরতি ভেঙে বোমা বর্ষণের নিদর্শন গড়ায় সে প্রস্তাব ফিরিয়ে দিল ইউক্রেন। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা ৫০০ কেজি ওজনের একটি না-ফাটা বোমা দেখিয়ে জানালেন সাধারণ মানুষের বাসভবনে সেগুলি ছুড়ছে রাশিয়া। এদিকে রাশিয়ায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর খুচরো বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হল।

  • বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণে মোট প্রাণহানির সংখ্যা ৬০ লক্ষ (৬০,২২৮২৬ জন) অতিক্রম করল। প্রায় ৪৫ কোটি মানুষ এ যাবত সংক্রমিত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ১০ লক্ষাধিক মানুষ করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন।

জাতীয়

  • শ্রীনগরে ৬ মার্চ যে গ্রেনেড হামলা হয়েছিল তার আঘাতের জেরে মৃত্যু হল কিশোরী রাফিয়া নাজির। গত মাসেই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ৯৩ শতাংশ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন রাফিয়া। বাজার করার সময় জঙ্গিদের ছোড়া গ্রেনেডে জখম হন তিনি।

  • দেশে এদিন ৪৩৬২ জন করোনা করোনা ভাইরাসে সংক্রমিত হলেন। ২০২০ সালের ১৭ মে-র পর থেকে এই সংখ্যাটি সর্বনিম্ন। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হল ৪৯৮৭ জন।

খেলা

  • আইএসএলের সেমিফাইনালে উঠল জামশেদপুর এফসি। কেরল ব্লাস্টার্স, হায়দরাবাদ এফসি এবং মোহনবাগান। জামশেদপুরের কাছে ০-১ গোলে হারল মোহনবাগান। ভেঙে গেল টানা ১৫ ম্যাচের অপরাজিত থাকার ধারা। লিগ শিল্ড জিতল জামশেদপুর।

  • মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ড ৯ উইকেটে হরিয়ে দিল বাংলাদেশকে।

বিবিধ

ফের ধস নামল শেয়ার বাজারে। সেনসেক্স পড়ল ১৪৯১ অঙ্ক। পতন হল ডলারের নিরিখে টাকার দামেও। এই প্রথম ১ ডলারের দাম হল ৭৭ টাকা। অশোধিত তেল প্রতি ব্যারেলের দাম বৃদ্ধি পেয়ে হল ১২৩.৭৬ ডলার যা ২০০৮ সালের পর সবথেকে বেশি।    

 

CURRENT Affairs 7 march, 2022