কারেন্ট অ্যাফেয়ার্স ৭ অক্টোবর, ২০১৮

schedule
2018-10-10 | 12:42h
update
2018-10-10 | 12:42h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • প্রধানমন্ত্রী জন-আরোগ্য যোজনায় দ্বিতীয়বার থেকে সুযোগ পেতে গেলে আধার নম্বর আবশ্যিক। প্রথমবার সুযোগ পেতে তা লাগবে না। এদিন এই শর্ত জানাল আধার কর্তৃপক্ষ।
  • ৫ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বৈদ্যুতিন ভোটযন্ত্রে নেওয়া হবে বলে জানাল নির্বাচন কমিশন। কমিশন জানাল, এখনও পর্যন্ত ৩ বার লোকসভা ভোট এবং ১১৩ বার বিধানসভা ভোট ইভিএম-এ নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

  • চিনের ন্যাশনাল সুপারভাইজরি কমিশন জানাল, ইন্টারপোলের প্রেসিডেন্ট মেং হংওয়েইকে আইনভঙ্গের অভিযোগে আটক করা হয়েছে। তাদের দাবি, তিনি ইন্টারপোলের প্রধান পদ থেকে ইস্তফা দিয়েছেন। অন্যদিকে ইন্টারপোলের ভাইস প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ার কিম জং ইয়াং আপাতত সংস্থার প্রেসিডেন্টের কার্যভার সামলাচ্ছেন।
  • কাবুল থেকে গজনি যাওয়ার পথে ময়দান ওয়ারডাকে একটি সেতু গুঁড়িয়ে দিল তালিবান জঙ্গিরা।
  • ইন্দোনেশিয়ায় ভূমিকম্প সুনামিতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে, আপাতত ১৭৬৩। এখনও অন্তত ৫০০০ জন নিখোঁজ বলে জানা গেছে।
  • মার্কিন দৈনিকের সৌদি সাংবাদিক জামাল খাশোগি সম্প্রতি নিখোঁজ হয়েছেন। তিনি তুরস্কে গিয়ে সৌদি দূতাবাসে উঠেছিলেন। তুরস্কের দাবি, দূতাবাসের মধ্যেই তিনি খুন হয়েছেন। অন্যদিকে সৌদি প্রশাসন দাবি করল, ইস্তানবুলের ওই দূতাবাস থেকে বের হওয়ার পরই তিনি তিনি নিখোঁজ হয়েছেন।
Advertisement

খেলা

  • অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারত। এদিন ঢাকায় ফাইনালে ভারত ১৪৪ রানে হারাল শ্রীলঙ্কাকে। ভারত এই নিয়ে ষষ্ঠবার অনূর্ধ্ব ১৯ এশিয়া কা্প জিতল। শতরান (৮৫ বলে ১১৩) করলেন ভারতের যশস্বী জয়সওয়াল। আগে ব্যাট করে ৩ উইকেটে ৩০৪ তুলেছিল ভারত।
  • সুলতান জোহর কাপ হকির দ্বিতীয় ম্যাচে ভারত ৭-১ ব্যবধানে হারাল নিউজিল্যান্ডকে।
  • অনূর্ধ্ব ১৬ স্নুকার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল ভারতের কীর্তনা পান্ডিয়ান।

বিবিধ

  • কেন্দ্রীয় সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্পের মধ্যে ২৬৩টি নির্দিষ্ট সময়ে শেষ হবে না। ৩৪৮টি প্রকল্পে খরচ বৃদ্ধি হবে। এই দুই কারণে অতিরিক্ত ৩ লক্ষ কোটি টাকা ব্যয়বৃদ্ধি হবে বলে জানাল কেন্দ্রীয় সরকার।
  • চলতি অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার ৭.৩ শতাংশ ও পরের ২ বছরে ৭.৫ শতাংশ হবে বলে পূর্বাভাস দিল ব্যাঙ্ক।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.05.2024 - 10:17:54
Privacy-Data & cookie usage: