কারেন্ট অ্যাফেয়ার্স ৭ অক্টোবর ২০২০

schedule
2020-10-08 | 13:46h
update
2020-10-08 | 13:46h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • ছ’মাস বিরতির পর পুনরায় কাজ শুরু করলেন মুম্বইয়ের ডাব্বাওয়ালারা ১৩০ বছরের ইতিহাসে এই প্রথম একটানা ছ’মাস কাজ বন্ধ ছিল তাঁদের মুম্বইয়ে পাঁচ হাজারের বেশি ডাব্বাওয়ালা রয়েছেন রেল দপ্তর জানিয়েছে, জরুরি বিভাগে কর্মীদের জন্য যে ট্রেন চলছে তাতে ডাব্বাওয়ালা ও কনসুলেট কর্মীদেরও চড়ার অনুমতি দেওয়া হল এদিকে দেশে কোভিড সংক্রমিত হয়ছেন ৬৭,৫৭,১৩১ জন প্রাণহানির সংখ্যা ১,০৪,৫৫৫ অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৯,০৭,৮৮৩
  • প্রাক্তন সিবিআই ডিরেক্টর তথা নাগাল্যান্ডের প্রাক্তন রাজ্যপাল অশ্বিনীকুমারের ঝুলন্ত দেহ উদ্ধার হল সিমলায় তাঁর বাসভবন থেকে ৭০ বছর বয়স হয়েছিল ওই প্রাক্তন আইপিএস অফিসারের

খেলা

ফরাসি ওপেনে মেয়েদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠলেন প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন পেট্রা কুইটোভা ২০১৬ সালে এক দুষ্কৃতীর ছুরির আঘাতে গুরুতর জখম হয়েছিলেন তিনি অস্ত্রোপচারের পর ক্রীড়াজগতে তাঁর প্রত্যাবর্তন অসম্ভব বলে জানিয়েছিলেন চিকিৎসকরা সকলকে ভুল প্রমাণ করলেন পেট্রা মেয়েদের সিঙ্গলস সেমিফাইনালে উঠলেন ১৯ বছরের ইগা শিয়নটেক ১৯৩৯ সালে জাদবিগ জেড্রোজস্কার পর পুনরায় পোল্যান্ডের কোনো খেলোয়াড় ফরাসি ওপেনের শেষ চারে উঠলেন

Advertisement

আন্তর্জাতিক

  • ২০১৭ সালে গোটা বিশ্বে দারিদ্রের হার ছিল ৯.২ শতাংশ করোনা ও লকডাউনের প্রভাব না এলে সেই সংখ্যাটা কমে ৭.৯ শতাংশ হত কিন্তু এই অতিমারীর প্রভাবে বিশ্বের ১.৪ শতাংশের বেশি মানুষ তীব্র দারিদ্রের মুখে পড়বেন সংখ্যায় তা প্রায় ১৫ কোটি ‘পভার্টি অ্যান্ড শেয়ারড প্রসপারিটি’ রিপোর্ট প্রকাশ করে এই তথ্য জানাল বিশ্বব্যাঙ্ক করোনা রোখা গেলেও ভবিষ্যতের আসন্ন দারিদ্র নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এরই মধ্যে বিশ্বে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,৬৩,০০,৯৮১ প্রাণহানি হয়েছে ১০,৫৮,১৬৬ জনের
  • মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যায় অভিযুক্ত পুলিশ অফিসার ডেরেক সাভন ১০ লক্ষ ডলার জামিনে জেল থেকে ছাড়া পেলেন আগামী মার্চ মাসে বিচার হওয়ার কথা 

 বিবিধ

  • ভারতের ৯টি রাজ্যের ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে ভুয়ো বিশ্ববিদ্যালয় বলে ঘোষণা করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর মধ্যে পশ্চিমবঙ্গের দুটি প্রতিষ্ঠান রয়েছে সে দুটি হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন এবং ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ এই ধরনের প্রতিষ্ঠান সব থেকে বেশি রয়েছে উত্তরপ্রদেশ (৮টি) ও দিল্লিতে (৭টি)
  • মাদক মামলায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে জামিন দিল বম্বে হাইকোর্ট মাদক পাচার চক্রে তাঁর যুক্ত থাকার প্রমাণ মেলেনি বলে জানাল আদালত
  • ২০২০ সাল রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার জয়ী বলে ঘোষিত হলেন দুজন মহিলা বিজ্ঞানী এই নিয়ে এ পর্যন্ত সাতজন মহিলা বিজ্ঞানী রসায়নে নোবেল পেলেন জিন সম্পাদনার পদ্ধতি আবিষ্কার করে এই পুরস্কার পাচ্ছেন ইমানুয়েল শারপেঁতিয়ে এবং জেনিফার এ ডাওডানা চিকিৎসা, শস্য উৎপাদনে দিশা দেখিয়েছে তঁদের আবিষ্কার।

Current Affairs, Current Affairs 7 October 2020

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2024 - 23:42:55
Privacy-Data & cookie usage: