কারেন্ট অ্যাফেয়ার্স ৯ অক্টোবর ২০২০

schedule
2020-10-10 | 13:06h
update
2020-10-10 | 13:06h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • পাক অধিকৃত কাশ্মীরে ক্ষেপনাস্ত্র কেন্দ্র বানাচ্ছে চিন। ভারতের গোয়েন্দা সংস্থা এই খবর জানিয়েছে। পাকিস্তান সরকারও স্বীকার করেছে যে তারা চিনের সহযোগিতায় পরিকাঠামো মজবুত করছে। এদিকে গুজরাটের পোরবন্দরের মাত্র ১১ নটিক্যাল মাইল দূর থেকে চিনের যুদ্ধজাহাজ পাক নৌবাহিনীর সঙ্গে মহড়া দিয়ে গেছে বলে সংবাদে প্রকাশ। পাকিস্তানকে তারা ডুবোজাহাজ বিধ্বংসী ক্ষেপনাস্ত্রও দিয়েছে। অন্যদিকে থাইল্যান্ড একটি অস্ত্রবোঝাই জাহাজ আটক করেছে। সেখানকার বিপুল পরিমান অস্ত্র মায়ানমার হয়ে উত্তর পূর্ব ভারতের একটি জঙ্গিগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল বলে জানা গেছে।
  • করোনা ভাইরাস ২০১৯’ এর উৎসস্থল চিনের কোন স্থান নয়। চিনই প্রথম এই ভাইরাসকে চিহ্নিত করতে পেরেছে। এই দাবি করলেন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইং। এরই মধ্যে বিশ্বে ৩৬৯৮৯৪০২ জন সংক্রমিত হয়েছেন এই সংক্রমণে, প্রাণহানি হয়েছে ১০৬৯৮৪৯ জনের।
Advertisement

 

জাতীয়

  • রুদ্রম-১ ক্ষেপনাস্ত্রের পরীক্ষা সফল হল। আকাশ থেকে ভূমি ২৫০ কিমি পাল্লার এই ক্ষেপনাস্ত্রটি শব্দের দ্বিগুন গতিতে রাডার ধ্বংস করতে সক্ষম। ডিআরডিও-এর তৈরি এই ক্ষেপনাস্ত্র সুখোই ৩০ এমকেআই যুদ্ধবিমানে যুক্ত করা হবে।
  • দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯ লক্ষের নীচে নেমে গেল (৮৯৩৫৯২ জন)। দেশে মোট সংক্রমিত হয়েছেন ৬৯০৬১৫১ জন। মোট প্রাণহানি হয়েছে ১০৬৪৯০ জনের।

 

বিবিধ

  • ২০২০ সালের নোবেল পুরস্কার পাচ্ছে ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম’। রাষ্ট্রসঙ্ঘের এই শাখা সংগঠনটি স্থাপিত হয়েছিল ১৯৬৩ সালে। গত কয়েক বছরে যুদ্ধ বিধ্বস্ত বিভিন্ন স্থানে প্রতিকূলতার মধ্যেও ক্ষুধার্ত মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছে তারা। ৮৮টি দেশে ৯ কোটি ৭০ লক্ষ মানুষ উপকৃত হয়েছে তাদের দ্বারা। এই বিষয়কে স্বীকৃতি দিতেই তাদের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হল।
  • ঋণনীতি পর্যালোচনা করে সুদের হার অপরিবর্তিত রাখল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। ২০২০-২১ সালে দেশের জিডিপি ৯.৫ শতাংশ সঙ্কুচিত হতে পারে বলে পূর্বাভাষ দিল তারা।

 

খেলা

  • বিশ্বকাপ যোগ্যতা পর্বে আর্জেন্টিনা ১-০ গোলে হারাল ইকুয়েডরকে। একমাত্র গোলটি করলেন লিওনেল মেসি। চিলিকে ২-১ গোলে হারাল উরুগুয়ে।
  • ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলস ফাইনালে উঠলেন রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ। ২০১৫ সালের পর ফের এই প্রতিযোগিতায় মুখোমুখি হচ্ছেন তাঁরা। মেয়েদের সিঙ্গলস ফাইনালে ২১ বছর বয়সী সোফিয়া কেনিন মুখোমুখি হবেন ১৯ বছরের ইগা শিয়নাটকের। যোগ্যতা অর্জন স্তরে খেলে ফাইনালে পৌঁছেছেন ইগা যা এই প্রথম হল ফরাসি ওপেনে।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.04.2024 - 09:18:39
Privacy-Data & cookie usage: