কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ ডিসেম্বর ২০২০

774
0

আন্তর্জাতিক

  • সিরিয়াল কিলার তাকাহিরো শিরাইসিকে (৩০) মৃ্ত্যুদণ্ড দিল জাপানের একটি আদালত৷ ইতিমধ্যেই “ট্যুইটার কিলার” হিসাবে কুখ্যাত হয়েছে সে৷ ট্যুইটারে কখনও আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করেছে এমন ৯ জন নাবালিকা বা তরুণীর সঙ্গে সখ্য স্থাপন করে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছে সে৷
  • অবশেষে আনুষ্ঠানিকভাবে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশ করল ইলেক্টোরাল কলেজ৷ ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ৩০২টি এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৩২টি ইলেক্টোরাল কলেজ জিতেছেন৷ নির্বাচন নিয়ে ট্রাম্পের সব মামলাই খারিজ হয়ে গেছে মার্কিন শীর্ষ আদালতে৷
  • ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পর কানাডায় শুরু হল ফাইজার-বায়োএনটেকের কোভিড ভ্যাকসিন দেওয়া৷ সেখানে প্রথম টিকা দেওয়া হল টরেন্টোর একটি নার্সিংহোমের নার্স অনীতা কুইডাঙ্গেনকে৷ এদিকে বিশ্বে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ৭,৩৫,১০,৯৩৭৷ প্রাণহানি হয়েছে ১৬,৩৪,৬৭৭ জনের৷

 

জাতীয়

  • করোনা সংক্রমণের কারণে সংসদের শীতকালীন অধিবেশন বন্ধ রাখার সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় সরকার৷ এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ২২,০৬৫ জন করোনায় সংক্রমিত হয়েছেন৷ গত ৭ জুলাইয়ের পর দৈনিক সংক্রমণের নিরিখে এটাই সর্বনিম্ন৷ দেশে মোট ৯৯,০৬,১৬৫ জন সংক্রমিত হয়েছেন৷ গত একসপ্তাহে দেশে সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়েছে কেরল, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি, রাজস্থানে৷ প্রণহানির ক্ষেত্রে গত একসপ্তাহ ধরে মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ, কেরল ও পাঞ্জাব শীর্ষে রয়েছে৷

 

বিবিধ

  • মহাকাশ বিজ্ঞানী রুদ্দাম নরসীমা (৮৭) প্রয়াত হলেন৷ আটের দশকে এএসএলভি রকেট নিয়ে তাঁর গবেষণা মহাকাশ অভিযানে পথ দেখিয়েছিল ইসরো-কে৷
  • ২০২৪ সালে নাসা চন্দ্র অভিযানে যে ৩ জন ব্যক্তিকে পাঠাবে তার সম্ভাব্য মহাকাশচারীদের তালিকায় রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত রাজা জন বরপুতুর চারীর নাম৷ এবার ২০২১ সালের সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অভিযানেও তাঁকে পাঠানোর কথা জানাল নাসা৷

 

খেলা

  • আইএসএলে পাঁচটি ম্যাচ খেলেও জয়ের মুখ দেখল না এসসি ইস্টবেঙ্গল৷ এদিন প্রথমে এগিয়ে গিয়েও তারা ২-৩ ব্যবধানে হেরে গেল হায়দরাবাদ এফসি-র কাছে৷
  • লিওনেল মেসির বেতন কমানোর প্রস্তাব দিলেন বার্সোলোনা ক্লাবের প্রেসিডেন্ট পদপ্রার্থী এমিলি রাউসাদ৷ প্রসঙ্গত এখন মেসির বেতনই সর্বোচ্চ, ভারতীয় অঙ্কে মাসিক ৭৩ কোটি ২৬ লক্ষ ২০ হাজার ৮০০ টাকা৷

 

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল