আন্তর্জাতিক
- স্বাধীনতার ৫০তম বছরে পা দিল বাংলাদেশ৷ ১৯৭১ সালের এই দিনে পরাস্ত হয়েছিল পাকিস্তানের খান সেনারা৷ তবে সেই পরাজিত শক্তি যে হার মানেনি, এখনও বাংলাদেশে অস্থিরতা সৃষ্টিতে তৎপর রয়েছে সে কথা স্মরণ করিয়ে দিলেন সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এবছর বাংলাদেশের রূপকার শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালিত হচ্ছে৷ যদিও করোনা সংক্রমণের আবহে সেভাবে কোনো অনুষ্ঠানই করা যাচ্ছে না৷ এদিন বিজয় দিবসের অনুষ্ঠানও ছিল সাদামাটা৷
- মহাকাশ অভিযানে অসামান্য সাফল্য অর্জন করল চিন৷ চাঁদ থেকে পাথর সংগ্রহ করে নির্বিঘ্নে ফিরে এল তাদের মহাকাশযান চ্যাঙ্গে-৫৷ মঙ্গোলিয়ার সিজিওয়াং এলাকায় সেটি অবতরণ করেছে৷ গত ১ ডিসেম্বর চাঁদ থেকে প্রায় ২ কিলোগ্রাম নমুনা সংগ্রহ করেছিল স্বয়ংক্রিয় মহাকাশযানটি৷
জাতীয়
- দিল্লি-হরিয়ানা সীমান্তে কৃষকরা অবস্থান করছেন৷ সাম্প্রতিক ৩টি কৃষি আইন বাতিলের দাবিতে তাঁরা অনড়৷ আন্দোলনরত কৃষকদের লড়াইকে সংহতি জানিয়ে এদিন আত্মঘাতী হলেন সন্ত রাম সিং৷ দিল্লি শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির চেয়ারম্যান মনজিন্দর সিং সিরসা জানিয়েছেন, কৃষকদের সমর্থনেই এই পথ নিয়েছেন সন্ত রাম সিং৷
- ভারত বায়োটেক সংস্থার তৈরি করোনা প্রতিষেধক কোভ্যাক্সিন-এর প্রথম দফার ট্রায়ালে ভালো ফল পাওয়া গেছে বলে জানাল ওই সংস্থা৷ দেশে গত ২৪ ঘণ্টায় ২৬,৩৮২ জন করোনায় সংক্রমিত হয়েছেন৷ মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩,৩২,০০২৷
- মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়৷
বিবিধ
- ২০২১ সালে ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে মোট ৪ দফায় জেইই মেন পরীক্ষা নেওয়া হবে৷ শেষ পরীক্ষার ৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হবে৷ এবার হিন্দি, ইংরেজি, উর্দু, বাংলা, অসমিয়া, গুজরাটি, কন্নড়, মারাঠি, মালয়ালম, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল ও তেলুগু ভাষায় পরীক্ষা দেওয়া যাবে৷ এই তথ্য জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ান৷
খেলা
- আইএসএল প্রতিযোগিতায় এটিকে মোহনবাগান ১-০ গোলে হারিয়ে দিল এফসি গোয়াকে৷
- বক্সিংয়ের হল অব ফেমে নির্বাচিত হলেন প্রয়াত কিংবদন্তি বক্সার মহম্মদ আলির মেয়ে লায়লা আলি এবং প্রাক্তন বক্সার ফ্লয়েড মেওয়েদার৷
- ২০৩০ সালের এশিয়ান গেমস দোহায় এবং ২০৩৪ সালের ওই প্রতিযোগিতা রিয়াধে হবে বলে জানাল অলিম্পিক কাউন্সিল অব এশিয়া৷
লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল