কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ ডিসেম্বর ২০২০

829
0

আন্তর্জাতিক
  • বিশ্বে সাড়ে সাত কোটি (৭,৫০,১৩,৩৩২ জন) মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন৷ ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোঁও করোনায় সংক্রমিত হলেন৷ বিশ্বে ৫,২৬,৬৬,৮০৮ জন সুস্থও হয়ে উঠেছেন করোনা থেকে৷ প্রাণহানি হয়েছে ১৬,৬৩,৫৯২ জনের৷ মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে করোনায় একই দিনে মৃত্যু হল শিক্ষক দম্পতি পল ব্ল্যাকওয়েল (৬২) ও রোজমেরির (৬৫)৷ এদিকে হু-এর অন্যতম আধিকারিক ভ্যান কারকোভ শিশুদের আশ্বস্ত করে বললেন, “সান্তাক্লজকে করোনা ছুঁতে পারে না৷”
  • ভিডিও মাধ্যমে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ ব্রাজিল, ভারত, চিন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা মিলে যে ব্রিকস ব্যাঙ্ক তৈরি করেছে তাতে অংশ নেওয়ার জন্য বাংলাদেশকে আহ্বান জানিয়েছেন মোদী৷ সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷ কোভিড টিকা সরবরাহের জন্য ভারত আশ্বাস দিল বাংলাদেশকে৷ যৌথ ঘোষণাপত্রে তিস্তা চুক্তির বাস্তবায়নের কথাও রয়েছে৷
জাতীয়
  • হলদিবাড়ি চিলাহাটি রেলপথ ধরে একসময় চলত দার্জিলিং মেল৷ দেশভাগের পরও মালবাহী ট্রেন চলাচল করত৷ ১৯৬৫ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ওই পথ বন্ধ হয়ে যায়৷ চিলাহাটি ও হলদিবাড়ির মধ্যে এদিন পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হল৷ ভার্চুয়াল অনুষ্ঠানে এর উদ্বোধন ককরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
  • দিল্লি-হরিয়ানা সীমান্তে কৃষক আন্দোলন নিয়ে হস্তক্ষেপ করবে না বলে জানাল সুপ্রিম কোর্ট৷ তবে পরবর্তী শুনানি পর্যন্ত আইন রূপায়ণ স্থগিত রাখা সম্ভব কিনা তা কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাইল সর্বোচ্চ আদালত৷
বিবিধ
  • “টাইম” পত্রিকা ২০২০ সালকে শতাব্দীর মধ্যে বিভীষিকাময় বলে মন্তব্য করল৷ তারা প্রচ্ছদে লাল ক্রস চিহ্ন ছেপেছে৷ অতীতে দুবার “টাইম” পত্রিকার প্রচ্ছদে এইরকম চিহ্ন ছাপা হয়েছিল৷ একবার অ্যাডলফ হিটলারের আত্মহননের পর আর দ্বিতীয়বার সাদ্দাম হুসেনকে হত্যার পর৷
খেলা
  • ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন রবার্ট লেলয়ডস্কি৷ পোল্যান্ডের এই ফুটবলার ক্লাব স্তরে বায়ার্ন মিউনিখের হয়ে খেলেন৷ দক্ষিণ কোরিয়ার সন হিউং মিন বর্ষসেরা গোল-এর এবং ইউগেন ক্লপ (জার্মানি) বর্ষসেরা কোচের পুরস্কার পেলেন৷ বর্ষসেরা মহিলা ফুটবলারের পুরস্কার জিতলেন ইংল্যান্ডের লুসি ব্রনজ৷
  • অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট শুরু হল৷ দিনরাতের টেস্টে ৬ উইকেটে ভারতের সংগ্রহ ২৩৩ রান৷ ৭৪ রান করে রান আউট হলেন বিরাট কোহলি৷
  • বেঙ্গালুরু এফসি ২-১ গোলে হারাল ওড়িশা এফসি-কে৷ আইএসএল প্রতিযোগিতায় ৪২টি গোল হয়ে গেল বেঙ্গালুরু দলের অধিনায়ক সুনীল ছেত্রীর৷
লাইভ টিভি দেখুন:     https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল