কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ ডিসেম্বর ২০২০

655
0

আন্তর্জাতিক

  • বিশ্বের প্রথম বায়ুদূষণ শহিদের মর্যাদা পেল ব্রিটেনের একরত্তি বালিকা এল্লাআদু-কিসিসডেবরা। ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়েছিল। প্রবল হাঁপানিতে আক্রান্ত হয়েছিল এল্লা। দক্ষিণ-পূর্ব লন্ডনের ব্যস্ত রিং রোড থেকে ৩০ মিটার দূরে তার বাড়ি। এল্লার মা রোজা মাণ্ডের দীর্ঘ লড়াইয়ে অবশেষে প্রমাণিত হল যে বায়ুদূষণের জন্যই প্রাণ হারিয়েছিল সে।
  • বাংলাদেশের কুস্টিয়ায় কয়াগ্রামে বাঘাযতীনের মূর্তিতে ভাঙচুর চালানো হল। কয়াগ্রাম হল ব্রিটিশ বিরোধী বিপ্লবী বাঘাযতীনের জন্মস্থান। সেখানকার কলেজটি তাঁর নামাঙ্কিত। ২০১৬ সালে সেই কলেজচত্বরে তাঁর একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। সেখানেই হামলা চালাল দুষ্কৃতীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুসূদন দের মূর্তিতে ও কুস্টিয়ায় বঙ্গবন্ধু শেথ মুজিবুর রহমানের মূর্তিতে ভাঙচুর চালানো হয়েছিল। প্রসঙ্গত, কট্টরপন্থী সংগঠনগুলি দেশের সব মূর্তি ভেঙে ফেলার দাবি জানিয়ে আসছে।

 

জাতীয়

  • নয়াদিল্লি-হরিয়ানা সীমান্তের সিংঘুতে আন্দোলনে অনড় রয়েছেন কৃষক নেতৃত্ব। অন্যদিকে তাঁদের বৈঠকে বসার জন্য আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • উত্তরপ্রদেশের হাথরসে এক তরুণী নির্যাতন ও হত্যার ঘটনায় চার্জশিট পেশ করল সিবিআই। সেপ্টেম্বর মাসের এই ঘটনায় পরিবারের হাতে না দিয়ে নিহত তরুণীর মৃতদেহ দাহ করার অভিযোগ উঠেছিল উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে।
  • ডেটা সিকিউরিটি কাউন্সিল অব ইন্ডিয়া প্রদত্ত দেশের সেরা ‘সাইবার কপ’ পুরস্কার পেলেন কলকাতা পুলিশের সাইবার সেলের ইনস্পেক্টর ডেনিস অনুপ লাকরা।

 

বিবিধ

  • ২০২১ সালের জানুয়ারি মাসে দিল্লিতে চালকবিহীন মেট্রোরেল চলাচল শুরু করবে। এজন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন রেল কর্তৃপক্ষ।
  • গত অর্থবর্ষে যাত্রীভাড়া বাবদ রেলের আয় হয়েছিল ৫৩০০০ কোটি টাকা। সেখানে করোনা ও লকডাউনের প্রকোপে চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত ৪৬০০ কোটি টাকা যাত্রীভাড়া বাবদ রেলের আয় হয়েছে বলে জানানো হল।

 

খেলা

  • অ্যাডিলেড টেস্টে ভারতের প্রথম ইনিংসে ২৪৪ রানের জবাবে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১৯১ রান করল। রবিচন্দ্রন অশ্বিন ৪ উইকেট নিলেন।
  • বিশ্বকাপ বক্সিংয়ের ফাইনালে উঠলেন ভারতের সিমরজিৎ কৌর। সেমিফাইনালে উঠলেন সানিয়ানাথের, সতীশ কুমারও।
  • আইএসএলে জামশেদপুর এফসি ১-০ গোলে হারাল নর্থ-ইস্ট ইউনাইটেডকে।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল