কারেন্ট অ্যাফেয়ার্স ২০ ডিসেম্বর ২০২০

831
0

আন্তর্জাতিক

  • নেপাল সংসদের নিম্নকক্ষ ‘হাউজ অব রিপ্রেজেন্টেটেটিভস’ ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনের সুপারিশ করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। প্রেসিডেন্ট বিদ্যাদবেী ভাণ্ডারী এই সুপারিশ মেনে নিয়েছেন। যদিও ওলি এই পদক্ষেপ করলেন তাঁর দল নেপাল কমিউনিস্ট পার্টিকে না জানিয়ে। দলের প্রধান পুষ্পকুমার দহল (প্রচণ্ড) তাঁর বাড়িতে গেলেও দেখা করেননি তিনি। ওলির মন্ত্রিসভার ৭ জন সদস্য ইস্তফা দিয়েছেন।
  • পাকিস্তানের ৮৬০ জন পাইলটের মধ্যে ২৫৯ জনের নথি যাচাই করা হয়েছে। তার মধ্যে ৫০ জন পাইলটেরই নথি জাল। তারা ভুয়ো নথি দিয়ে লাইসেন্স পেয়ে দেশের ও বিদেশের বিমান সংস্থায় বিমান চালিয়েছে। তাদের লাইসেন্স বাতিল করার কথা জানাল পাকিস্তানের সিভিল অ্যাভিয়েশন অথরিটি।

 

জাতীয়

  • সিংঘুতে কৃষকদের অবস্থান ছুঁলো ২৫ দিনে। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে তাঁরা অনড় রয়েছেন।
  • পিএনবি ব্যাঙ্কের অর্থ তছরুপ মামলায় অভিযুক্ত নীরব মোদীর ভাই নেহাল মোদীর বিরুদ্ধে একটি মার্কিন সংস্থা ২৬ লক্ষ ডলার জালিয়াতির অভিযোগ করল।

 

বিবিধ

  • উত্তর ২৪ পরগনার অশোক নগরে তৈল কূপ প্রকল্পের উদ্বোধন করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। উদ্বোধন করলেন বাণিজ্যিকভাবে তেল উত্তোলনেরও। এই প্রকল্পে ৩৩৮১ কোটি টাকা ব্যয় করেছে ওএনজিসি। আগামী দু’বছরে আরও ৪২৫ কোটি টাকা ব্যয় করা হবে। ২০২২ সালর মধ্যে আরও ৪টি কূপ খনন করার কথা জানালেন তিনি।

 

খেলা

  • জার্মানির কোলনে বিশ্বকাপ বক্সিংয়ে মহিলাদের ৬০ কেজি বিভাগে সিমরনজি কউর ও ৫৭ কেজি বিভাগে মনীষা মাউল সোনা জিতলেন।
  • টি২০তে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।
  • আইএসএলে এসসি ইস্টবেঙ্গল-কেরল ব্লাস্টার্স ম্যাচ ১-১ গোলে ড্র হল।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল