কারেন্ট অ্যাফেয়ার্স ২২ ডিসেম্বর ২০২০

841
0

আন্তর্জাতিক

  • কানাডার হারবার ফ্রন্ট উপকূল থেকে উদ্ধার হল সমাজকর্মী এবং বালুচিস্তানের স্বাধীনতার পক্ষে লড়াই করা নেত্রী করিমা বালোচ (৩৫)-এর মৃতদেহ। পাক গোয়েন্দা সংস্থা আইএসআই তাঁকে হত্যা করেছে বলে অভিযোগ। পাক সেনার হাত থেকে বাঁচতে ২০১৬ সালেই তিনি বালুচিস্তান থেকে পালিয়ে কানাডায় আশ্রয় নিয়েছেন। বিবিসি ২০১৬ সালে তাঁকে বিশ্বের প্রথম ১০০ প্রভাবশালী মহিলার তালিকায় ঠাঁই দিয়েছিল। বালুচিস্তানে পাক সেনার গণহত্যা, লাগাতার যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলি আন্তর্জাতিক মহলে তুলে ধরতেন তিনি। ২০১৯ সালে রাষ্ট্রসঙ্ঘেও তিনি ইমরান খান সরকারের বিরুদ্ধে নালিশ জানিয়েছিলেন।
  • দলাইলামার উত্তরাধিকারী নির্বাচন তিব্বতিদের অধিকার। এ বিষয়ে `চিনের হ্স্তক্ষেপ মেনে নেওয়া যাবে না’ এই মর্মে বিল পাশ হল মার্কিন কংগ্রেসে।

 

জাতীয়

  • মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রপতির মেয়াদেই সেদেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘লিজিয়ন অব মেরিট’ পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হোয়াইট হাউসে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট সি ওব্রায়েন এই সম্মান তুলে দিলেন সে দেশে নিযুক্ত ভারতীয় দূত তরণজিৎ সাঁধুর হাতে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে-ও এই সম্মান পেলেন। ১৯৪২ সালে এই পুরস্কার দেওয়া শুরু করেন সে সময়ের মার্কিন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। বিদেশি রাষ্ট্রনায়কদের আরও পরে সম্মানিত করা শুরু হয়।
  • দেশে প্রায় ৬ মাস পর দৈনিক করোনা সংক্রমণ নামল ২০ হাজারের নীচে (১৯,৫৫৬ জন)। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা হল ২,৯২,৫১৮।

 

বিবিধ

  • ভারতে চিতাবাঘের সংখ্যা ১২,৮৫২। ২০১৪ সালে তা ছিল ৭,৯১০টি। সাম্প্রতিক তথ্য ২০১৮ সালের। ৪ বছরে বৃদ্ধি হয়েছে ৬২ শতাংশ। এদিন এই বিষয়ে ‘স্টেটাস অব লেপার্ডস, ২০১৮’ রিপোর্ট প্রকাশ করলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

 

খেলা

  • লা লিগায় গত মরসুমে সর্বোচ্চ গোল করায় পিচিচি ট্রফি পেলেন লিওনেল মেসি। এই নিয়ে তিনি সপ্তমবার এই ট্রফি জিতলেন।
  • আইএসএলে ওড়িশা এফসি-নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ ২-২ গোলে ড্র হল।
  • স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের টেস্টে অভিষেকের টুপি নিলামে বিক্রি হল ৩.৪০ লক্ষ ডলারে। ভারতীয় মুদ্রায় তা প্রায় আড়াই কোটি টাকা।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল