কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ ডিসেম্বর ২০২০

741
0
Current Affairs 21st October

আন্তর্জাতিক

  • নেপালে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ১২টি মামলা করা হল নেপালের সুপ্রিম কোর্টে। সেখানকার প্রধান বিচারপতি চোলেন্দ্র এস জেবি রানা মামলাগুলিকে ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চের সামনে পাঠালেন। এদিকে নেপাল কমিউনিস্ট পার্টির ৪৪৬ জন সদস্যের মধ্যে ৩১৩ জনই উপস্থিত থেকে সংসদীয় নেতার পদ থেকে কেপি ওলিকে অপসারিত করে পুষ্পকুমার দহলকে বসিয়েছেন। চেয়ারম্যান পদে বসানো হল মাধব কুমার নেপালকে। বিরোধী দলগুলিও সংসদ ভাঙার সিদ্ধান্তকে অসাংবিধানিক বলছে। নির্বাচন কমিশনের প্রধান দীনেশ থাপালিয়াও বলছেন, রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় তার ওপরই নির্ভর করছে ভোটের ভবিষ্যত। এদিকে পুনরায় রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারীর সঙ্গে বৈঠক করলেন কাঠমাণ্ডুর চিনা রাষ্ট্রদূত হোউ ইয়ানছি। সব মিলিয়ে নেপালের রাজনৈতিক অস্থিরতার পরিস্থিতি একটুও বদলায়নি।

 

জাতীয়

  • ১৯৯২ সালের মার্চ মাসে কেরলে একটি কুয়োর মধ্যে থেকে উদ্ধার হয়েছিল ২২ বছরের সন্ন্যাসিনী সিস্টার অভয়ার মৃতদেহ। এতদিনে সেই মামলার রায় দিল বিশেষ সিবিআই আদালত। এই ঘটনায় সিস্টার অভয়া হত্যাকাণ্ডে সোফিকে যাবজ্জীবন কারাদণ্ড দিল তিরুবনন্তপুরমের বিশেষ সিবিআই আদালত।

 

বিবিধ

  • আন্তর্জাতিক সালিশি আদালতে ব্রিটিশ সংস্থা কেয়ার্ন এনার্জির করা মামলায় হেরে গেল ভারত। ১০,২৪৭ কোটি টাকা কর আদায়ে ভারতের দাবি নস্যাৎ হল। গত সেপ্টেম্বর মাসে ভোডাফোনের কাছে বকেয়া কর মামলায় হেরেছিল ভারত।
  • মালায়লম ভাষার কবি সুগাথা কুমারী (৮৬) প্রয়াত হলেন।

 

খেলা

  • লা লিগায় ভায়াদোলিদের বিরুদ্ধে বার্সেলোনার হয়ে গোল করলেন লিওনেল মেসি। কোনো একটি ক্লাব, বার্সেলোনার হয়ে তাঁর গোল সংখ্যা ৬৪৪। এটা বিশ্বরেকর্ড। ১৭ মরসুমে বার্সেলোনার হয়ে ৭৪৯টি ম্যাচে ৬৪৪তম গোলটি করলেন তিনি। মেসি ভাঙলেন পেলের রেকর্ড। স্যান্টোসের হয়ে ৭৫৭টি ম্যাচ খেলে ৬৪৩টি গোল করেছিলেন পেলে।
  • আইএসএলে এফসি গোয়া ২-১ গোলে হারিয়ে দিল জামশেদপুর এফসি-কে।

 

লাইভ টিভি দেখুন :    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল