কারেন্ট অ্যাফেয়ার্স ৭ এপ্রিল ২০২৪

183
0
Current Affairs 7th April

আন্তর্জাতিক
  • ইজরায়েলের রাজধানী তেল আভিভ কার্যত অবরুদ্ধ হয়ে পড়ল ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে সাধারণ জনতার আন্দোলনে। লক্ষাধিক মানুষ তাঁর পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখালেন। প্রসঙ্গত, এদিনই ছিল ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের ৬ মাস পূর্তি। গত ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের আক্রমণে নিহত হয়েছিলেন ১১৭০ জন। এরপরই গাজা ভূখণ্ডে পাল্টা হামলা চালায় ইজরায়েল। সেখানে অন্তত ৩৩ হাজার মানুষ নিহত হয়েছেন। কিন্তু ইজরায়েল থেকে যে ২৫০ জনকে হামাস জঙ্গীরা পণবন্দি করে নিয়ে গিয়েছিল তাদের ১২৯ জন এখনো আটকে আছেন গাজায়। তাদের মুক্তির দাবিতেই আন্দোলন তীব্র হয়ে উঠেছে ইজরায়েলে।
  • ব্রিটেনে এক নৃশংস হত্যাকান্ড প্রকাশ্যে এলো। এই ঘটনা ঘটিয়েছে নিকোলাস মেটসন নামে ২৮ বছরের এক যুবক।  তার  ২৬ বছর বয়সি স্ত্রী হোলি ব্রামলেকে গত মার্চ মাসে হত্যা করেছিল। তারপর তার মৃতদেহ খণ্ড খন্ড করে ভাসিয়ে দিয়েছে  উইদেম নদীতে। এখনো পর্যন্ত ২২৪টি খন্ডের সন্ধান মিলেছে। তাকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ মাস আগে বিয়ে হয়েছিল তাদের। নিকোলাসের এই আচরণের কারণ জানা যায়নি।
জাতীয়
  • কানাডায় ২০১৯ এবং ২০২১ সালের সাধারণ নির্বাচনে পাকিস্তান এবং ভারত গোপনে প্রভাব বিস্তার করেছে বলে অভিযোগ করা হয়েছিল কানাডার গোয়েন্দাদের তরফে। কানাডার নিরাপত্তা বিষয়ক গোয়েন্দা সংস্থা সিএসআইএস যে তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে সেখানে এই অভিযোগ করা হয়েছে। ভারত এই অভিযোগ খারিজ করল। ভারত কোনও দেশের নির্বাচনে মাথা গলায় না বলে জানিয়ে দিল ভারতের বিদেশ মন্ত্রক।
  • গত ১৮ ফেব্রুয়ারি কেরলের ওয়েনাড়ের একটি কলেজে উদ্ধার হয়  সিদ্ধার্থন নামে এক ছাত্রের মৃতদেহ। কুড়ি বছরের সিদ্ধার্থন ছিলেন অ্যানিম্যাল সায়েন্সেস অ্যান্ড ভেটেরিনারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। এই ঘটনায় র‍্যাগিং-এর অভিযোগ উঠেছিল। এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। সিবিআই তদন্ত চালিয়ে এদিন জানিয়েছে যে, কুড়ি বছরের ওই পড়ুয়াকে টানা ২৯ ঘণ্টা ধরে র‍্যাগিং করেছিল তার সিনিয়র ছাত্ররা।
খেলা
  • আইএসএল প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল ২-১ গোলে হারিয়ে দিল বেঙ্গালুরু এফসিকে। এই জয়ের ফলে ২১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এলো ইস্ট বেঙ্গল।
  • গত ছয় মার্চ রাজস্থান রয়্যালস দলের বিরুদ্ধে আইপিএল প্রতিযোগিতায় শতরান করে একাধিক নজির স্থাপন করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের বিরাট কোহলি। প্রথমত, আইপিএলে এই প্রথম কোন ক্রিকেটার হিসেবে ৭৫০০ রান করে ফেললেন তিনি। আইপিএলে এটি বিরাটের অষ্টম শতরান। যদিও এই ম্যাচে তাঁর দল পরাজিত হয়েছে। তার জন্য কিছুটা হলেও সমালোচিত হচ্ছেন বিরাট। বলা হচ্ছে বিরাটের এই শতরান আইপিএলে মন্থরতম শতরান। তিনি ৬৭ বলে শতরান করেছেন, স্ট্রাইক রেট ১৫৬.৯৪। অন্যদিকে চলতি প্রতিযোগিতায় ৩৫৭ রান করে ইতিমধ্যেই সর্বোচ্চ রানের শীর্ষে পৌঁছে গেছেন বিরাট।
বিবিধ
  • মহারাষ্ট্রের সাংলি জেলার মিরাজ। এই অঞ্চলটিতে প্রায় ৩০০ বছর ধরে ঘরে ঘরে তৈরি হয় সেতার, তানপুরা। মিরাজের সেতার ও তানপুরার খ্যাতি আজ দেশ ছাড়িয়ে পৌঁছে গেছে বিদেশেও। ২০২১ সালে এই শিল্পের স্বীকৃতির জন্য মিরাজ পৌরসভা আবেদন জানিয়েছিল। এবার তারা জিআই স্বীকৃতি পেল। মিরাজ মিউজিক্যাল ইন্সট্রুমেন্স ক্লাস্টার জিওগ্রাফিকাল ইন্ডিকেশন্স বা জিআই ট্যাগ পেল।