কারেন্ট অ্যাফেয়ার্স ৭ অগস্ট ২০২৪

152
0
Current Affairs 7th August

আন্তর্জাতিক
  • নেপালে হেলিকপ্টার ভেঙে চার বিদেশি পর্যটকের মৃত্যু হল কাঠমান্ডুর কাছে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চিনের চারজন পর্যটকের। এর আগে গত ২৪ জুলাই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেক অফের পরই শৌর্য এয়ারলাইন্সের একটি বিমান ভেঙে ১৮ জনের মৃত্যু হয়েছিল।
  • প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পসহ একাধিক ব্যক্তিকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে আসিফ মার্চেন্ট নামে পাকিস্তানের একজন নাগরিককে গ্রেপ্তার করলো মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। ইরানের মদতে এই ব্যক্তি অর্থের বিনিময় একাধিক মার্কিন নেতাকে হত্যার পরিকল্পনা করেছিল বলে এফবিআই-এর দাবি।
  • চরম নৈরাজ্য চলছে বাংলাদেশ জুড়ে। সেখানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৭০। একই সঙ্গে চলছে আওয়ামি লিগের নেতানেত্রীদের নির্বিচারে হত্যা করা। এদিন অন্তত ২৬ জন আওয়ামি লিগের নেতাকর্মীর মৃতদেহ উদ্ধার হয়েছে। একইসঙ্গে বাংলাদেশের অন্তত ২৯টি জেলায় সংখ্যালঘুদের উপর চলছে নির্যাতন ও নিপীড়ন। প্রায় সর্বত্রই পুলিশ নিজেই নিপীড়নের শিকার। থানাগুলিতে ঝুলছে তালা। যশোরে শতাধিক পুলিশ কর্মী মিছিল করেছেন নিজেদের নিরাপত্তার দাবিতে। বহু জায়গায় আন্দোলনকারীরাই থানা ও সরকারি সম্পত্তি পাহারা দিচ্ছেন লুটপাট ঠেকাতে। বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত প্রধান মহম্মদ মইনুল ইসলাম এদিন দেখা করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিনের সঙ্গে।এদিকে প্যারিস থেকে মোহাম্মদ ইউনুস ঢাকায় ফেরার পরই নতুন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবেন বলে জানা গেছে।
জাতীয়
  • বিচার বিভাগীয় শৃঙ্খলার কথা উল্লেখ করে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি রাজবীর সেহরাওয়াতের মন্তব্য খারিজ করলো সুপ্রিম কোর্ট। গত ১৭ জুলাই সুপ্রিম কোর্টের কঠোর সমালোচনা করেছিলেন ওই বিচারপতি। এরপর সর্বোচ্চ আদালত স্বতঃস্ফূর্তভাবেই একটি মামলা দায়ের করে। সেখানে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ বিচারপতি রাজবীর সেহরাওয়াতের ওই মন্তব্যকে দুঃখজনক বলে আখ্যা দিয়েছে।
খেলা
  • প্যারিস অলিম্পিকে ফাইনালের আগে ডিসকোয়ালিফাই ঘোষণা করা হলো কুস্তিগীর বিনেশ ফোগটকে। তিনি ৫০ কেজি বিভাগে সোনার লড়াইয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, কিন্তু নির্ধারিত ওজনের থেকে তাঁর ওজন ১০০ গ্রাম বেশি হয়ে যায়। একই দিনে ভারত্তোলনে ভারতের মীরাবাঈ চানু চতুর্থ স্থান পেলেন। তিনি ৪৯ কেজি প্রতিদ্বন্দ্বিতা করে পদক থেকে এককদম দূরে থামলেন। টেবিল টেনিস দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে গেল ভারতের মহিলা দল। কুস্তিতে হেরে গেলেন অন্তিম পাঙ্গাল।
  • কলম্বোয় শ্রীলঙ্কার কাছে একদিনের আন্তর্জাতিক ম্যাচের ভারত ১১০ রানে পরাজিত হলো। প্রথমে ব্যাট করে শ্রীলংকা তুলেছিল ২৪৯ রান। একইসঙ্গে ২-০ ব্যবধানে এই সিরিজ জিতে নিল শ্রীলংকা। ২৭ বছর পর ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতল তারা। এই সফরে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ভারত।
বিবিধ
  • জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার কাজের মেয়াদ এদিন শেষ হলো। তিনি ২০১৮ সালের ৭ আগস্ট এই পদে বসেছিলেন।
  • ২০২৩-২৪ অর্থবর্ষে দেশে টোল আদায় হয়েছে ৫৪ হাজার ৮১১.১৩ কোটি টাকা। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক এই তথ্য জানিয়েছে।