কারেন্ট অ্যাফেয়ার্স ৭ ডিসেম্বর ২০২৩

schedule
2023-12-08 | 16:15h
update
2023-12-08 | 13:23h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • গাজা ভূখণ্ড জুড়ে সমানেই হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলের বোমারু বিমান বাহিনী। তাদের দাবি, হামাস নেতাদের হত্যা করার জন্যই হামলা চালানো হচ্ছে। এবং হামাস নেতারা মানব ঢাল ব্যবহার করায় সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে। রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট অনুযায়ী ৬ ডিসেম্বর রাতে কেবল দক্ষিণ গাজার জাবালিয়া শহরেই অন্তত ১০০ জনের প্রাণহানি হয়েছে। এক লক্ষ মানুষের বাস জাবালিয়া শহরে। সেখানে গন কবর খোঁড়া হচ্ছে। অসামরিক আবাসন এমনকি হাসপাতালেও বোমা এসে পড়েছে।
  • রুয়ান্ডা বিল বিতর্কে পদত্যাগ করলেন ব্রিটেনের শরণার্থী বিষয়ক মন্ত্রী রবার্ট জেনরিক। শেষ পর্যন্ত রয়ান্ডাবিল পাস করালেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী জেমস লিভারলি। প্রসঙ্গত প্রতিবছর বহু শরণার্থী মধ্য এশিয়া ও আফ্রিকা থেকে প্রবেশ করেন ব্রিটেনে। তাঁদের পুনর্বাসনের জন্য রুয়ান্ডা সরকারের সঙ্গে ১৫ কোটি পাউন্ডের একটি চুক্তি করেছে ব্রিটেন। কিন্তু চুক্তি হলেও একজন শরণার্থীকেও সে দেশে পাঠাতে পারেনি ব্রিটেন।
Advertisement

 জাতীয়
  • কাতারে ভারতের যে আটজন প্রাক্তন নৌসেনা আধিকারিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অবশেষে তাঁদের সঙ্গে দেখা করতে পারলেন ভারতের দূত। কূটনৈতিকভাবে “কনস্যুলার অ্যাক্সেস” দেওয়া হয়েছে তাদের সঙ্গে ভারতের প্রতিনিধির দেখা করার জন্য । প্রসঙ্গত চরবৃত্তির অভিযোগে ভারতের এই প্রাক্তন নৌসেনা আধিকারিকদের মৃত্যুদণ্ড দিয়েছে কাতার। তবে বিষয়টি নিয়ে আদালতে আর্জি জানানোর সুযোগ পেয়েছে ভারত।
  • তেলেঙ্গানার দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন আনুমুলা রেবন্ত রেড্ডি। তিনি মাত্র দু বছর আগে প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছিলেন। তিনি ওয়াই এস আর কংগ্রেসকে কার্যত ভোটে উড়িয়ে দিয়ে কংগ্রেসকে জিততে সাহায্য করেছেন।
  • পাঞ্জাবে রাজ্যপাল বনাম রাজ্য সরকার বিতর্ক পৌঁছেছিল সুপ্রিম কোর্টে। রাজ্য সরকারের সঙ্গে দ্রুত আলোচনা করে বকেয়া বিলগুলিতে সই করতে রাজ্যপালকে সুপারিশ করেছিল সর্বোচ্চ আদালত। এরপরও তিনটি বিলে সম্মতি না দিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠালেন পাঞ্জাবের রাজ্যপাল বনোয়ারীলাল পুরোহিত। সংবিধানের ২০০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে জানানো হয়েছে।
খেলা
  • আই লিগের ম্যাচে আইজল এফসি ৫-১ গোলে হারিয়ে দিল ট্রাউ এফসিকে। অন্য ম্যাচে রিয়াল কাশ্মীর এবং শ্রীনিধি ডেকানের মধ্যে ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়। ৯ টি ম্যাচ খেলে ১৭ পয়েন্ট পেয়ে লিগ টেবিল এর দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীনিধি এফসি।
বিবিধ
  • তিরুবনন্তপুরমে কেরলের সরকারি মেডিকেল কলেজের স্নাতকোত্তর বিভাগের পড়ুয়া শাহানা আত্মহত্যা করলেন। পণপ্রথার জন্য এই চূড়ান্ত পথ বেছে নিলেন তিনি। শাহানার সঙ্গে  তাঁর  সহপাঠী রুওয়াইস-এর বিবাহ ঠিক হয়েছিল। কিন্তু বিবাহের জন্য রুওয়াইস- এর পরিবার ১৫ একর জমি, বিএমডব্লিউ গাড়ি এবং দেড়শ সোনার গিনি দাবি করে। হতভাগ্য শাহানা তার মৃত্যুকালীন চিরকুটে লিখে গেছে, ‘সবাই শুধু টাকাই চায়’।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.04.2024 - 17:31:13
Privacy-Data & cookie usage: