কারেন্ট অ্যাফেয়ার্স ৭ জানুয়ারি ২০২৪

297
0
Current Affairs 7th January

আন্তর্জাতিক
  • তিনজন মন্ত্রীকে বরখাস্ত করলো মলদ্বীপ সরকার। এই তিনজন হলেন মরিয়ম শিউনা, মালসা শরিফ এবং আবদুল্লাহ মাজিদ। সম্প্রতি লাক্ষাদ্বীপ সফর করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি সেই ভ্রমণে উপকূলের ছবি পোস্ট করেছিলেন। এক্ষেত্রে লাক্ষাদ্বীপের উপকূলের তুলনা করে প্রধানমন্ত্রীকে অসমীচীন কথা বলার অভিযোগ ওঠে ওই তিন মন্ত্রীর বিরুদ্ধে। সমাজমাধ্যমে তাঁদের এই বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ ওঠে ভারতে। অভিনেতা অক্ষয় কুমার, ক্রিকেটার শচীন তেন্ডুলকর, অভিনেতা জন আব্রাহাম, সলমন খান ভারতের সমুদ্রতট পর্যটনের উজ্জ্বল চিত্র তুলে ধরেন সমাজ মাধ্যমে। এমনকি বিভিন্ন ব্যক্তি সমাজ মাধ্যমে বয়কট মলদ্বীপ প্রচার শুরু করে দেন। এই পরিস্থিতিতে মলদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু ওইতিন মন্ত্রীকে বরখাস্ত করেন। পরে মলদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ নাসির এবং ইব্রাহিম মোহাম্মদ সেদেশের পরিকাঠামো উন্নয়নে ভারতের অপরিসীম সহযোগিতার উল্লেখ করেন।
  • বাংলাদেশে দ্বাদশ সাধারণ নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন হল। গড়ে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের নিয়মে ভোট শেষ হওয়ার পরেই বুথগুলিতে ব্যালট বোনা শুরু হয়। গোপালগঞ্জ ৩ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার রাত পর্যন্ত ২৯৯ আসনের মধ্যে ২৬৪টি আসনের ফল প্রকাশিত হয়েছে। তার মধ্যে আওয়ামি লিগ  পেয়েছে ২০৪ টি আসন। জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। প্রধান বিরোধী দল বিএনপি এবং জামাতে ইসলামী জোট এই ভোট বয়কট করেছে। এদিন ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল নির্বাচন পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছে।
জাতীয়
  • ভূপৃষ্ঠ থেকে দশ হাজার পাঁচশো ফুট উচ্চতায় অবস্থিত নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি কারগিলে অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডে রাতের অন্ধকারে সাফল্যের সঙ্গে অবতরণ করল ভারতের ভারতীয় বায়ুসেনার বিমান সুপার হারকিউলিস। এটি ১৩০জে সিরিজের বিমান। এই বিমানে প্রতিরক্ষা সরঞ্জাম বহন করা হয় । এর আগে সেখানে যুদ্ধ বিমান অবতরণ করলেও এই প্রথম সেখানে কোন পণ্যবাহি বিমান অবতরণ করল।
  • তামিলনাড়ুর পুদুকোত্তাইয়ে পোঙ্গল উৎসবের অঙ্গ হিসাবে আয়োজিত জালিকাটটু অনুষ্ঠানে ষাঁড়ের গুঁতোয় মতো জখম হলেন ২৯ জন।
  • রাজস্থানের রাজ্য সরকার ‘ইন্দিরা রসুই যোজনা প্রকল্পে’র নাম বদলে রাখলো ‘শ্রীঅন্নপূর্ণা রসুই যোজনা’। ২০২০ সালের আগস্ট মাসে অশোক গেহলট সরকার ২৫ টাকায় পুষ্টিকর খাদ্যের এই প্রকল্প চালু করেছিল। তাতে উপভোক্তাদের দিতে হতো ৮ টাকা। বর্তমানে ভজনলাল শর্মা সরকার ভর্তুকি বাড়িয়েছে, ৩০ টাকার প্রকল্পে উপভোক্তাকে দিতে হবে ৮ টাকাই।
খেলা
  • মেয়েদের আন্তর্জাতিক ভারত অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়া ৬ উইকেটে হারিয়ে দিল ভারতকে। মুম্বাইয়ের ডি  ওয়াই পাতিল স্টেডিয়ামে এই ম্যাচ হয়। এর ফলে দু ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ফলাফল অমীমাংসিত থাকলো ১-১ ফলে। বাংলার মেয়ে দীপ্তি শর্মা ৩০ এবং রিচা ঘোষ ২৩ রান করেছেন। এদিন অনন্য একটি রেকর্ড করলেন দীপ্তি। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ রান এবং ১০০ উইকেট এর মালিক হলেন। ভারতের মহিলা ক্রিকেটারদের মধ্যে এই নজির অন্য কারও নেই।
  • কলকাতার ইডেন গার্ডেন্সে মেয়রস কাপ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল সেন্ট জন্স পাবলিক স্কুল। রানার আপ হল রত্নাকর নর্থ পয়েন্ট স্কুল।
বিবিধ
  • গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন কেরলের মেয়ে সুচেতা সতীশ। তিনি ৯ ঘন্টার মধ্যে ১৪০টি ভাষায় গান গেয়ে এই বিশ্ব রেকর্ড করেছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী দুবাইতে আয়োজিত পরিবেশ সম্মেলনের সময় যোগ দিয়েছিল ১৪০ টি দেশ। সেখানে জলবায়ু পরিবর্তন নিয়ে এই প্রতিটি দেশের ভাষায় গান গেয়েই তাক লাগিয়ে দিয়েছেন তিনি।