কারেন্ট অ্যাফেয়ার্স ৭ জানুয়ারি ২০২৫

38
0
Current Affairs 7th January

আন্তর্জাতিক
  • তিব্বতের ভূমিকম্পে এ পর্যন্ত ১২৬ জনের প্রাণহানি এবং কয়েকশো জখম হয়েছেন  বলে সরকারি সূত্র জানিয়েছে।রিখটার স্কেলে কম্পনের মাত্রাছিল ৭.১। আমেরিকার ভূতাত্ত্বিক সর্বেক্ষণ জানিয়েছে তিব্বতের শিগাৎসে শহরের তিংরি কাউন্টি ছিল ভূমকম্পের উৎসস্থল। কম্পনের রেশ পাওয়া গিয়েছে বিহার, অসম, পশ্চিমবঙ্গ, সিকিম, এমনকি দিল্লিতেও।
দেশ
  • বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্র সরকার। ভারতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে। অন্যদিকে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধী ট্রাইব্যুনাল ১২ ফেব্রুয়ারির মধ্যে হাসিনা এবং সহ-অভিযুক্তদের ট্রাইব্যুনালের সামনে হাজির হতেও বলা হয়।
  • স্কুল সার্ভিস কমিশনের প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের মামলা, ডি এ মামলা এবং ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ মামলার তারিখ উচ্চ আদালতে শুনানি আবার পিছিয়ে গেল।স্কুল সার্ভিস কমিশনের মামলার শুনানি হবার কথা ১৫ জানুয়ারি, ওবিসি মামলা ২৮-২৯ জানুয়ারি এবং রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ মামলা আগামী মার্চ হওয়ার দিন ধার্য করা হয়েছে।
  • প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যোয়ের স্মৃতি সৌধ তৈরি করা হবে দিল্লিতে যমুনার পাশে রাষ্ট্রীয় স্মৃতি স্থলে। কেন্দ্রের বিজেপি সরকারের তরফে এই উদ্যোগ রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

 

খেলা
  •  আন্তর্জাতিক ক্রিকেট থেকে রোহিত শর্মার সরে যাওয়া নিয়ে বিভিন্ন মহলে চর্চা চলছে। কিংবদন্তি খেলোয়াড় গাওস্কর বলেছেন, ওরা কত দিন খেলবে সেটা নির্ভর করবে নির্বাচকদের উপরে। ভারত বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারল না কেন, সেটা খতিয়ে দেখা উচিত। গাওস্কর যখন রোহিতদের মতো সিনিয়র ক্রিকেটারদের নিয়ে প্রশ্ন তুলেছেন, পাশাপাশি কৃষ্ণমাচারি শ্রীকান্ত প্রশ্ন তুলেছেন তরুণ শুভমন গিলকে নিয়ে।

 

বিবিধ
  • ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান ও মহাকাশ দফতরের সচিব পদে নিযুক্ত হলেন ভি নারায়ণন। ১৪ জানুয়ারি বর্তমান চেয়ারম্যান এস সোমনাথের মেয়াদ শেষ হচ্ছে।
  • দেশের আরও কিছু অঞ্চলে হিউম্যানমেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) এর সন্ধান মিলেছে। এই বিষয়ে কেন্দ্র বিভিন্ন রাজ্যের সঙ্গে আলোচনা করেছে। জানানো হয়েছে আপাতত শঙ্কার কিছু নেই।