কারেন্ট অ্যাফেয়ার্স ৭ জুন ২০২৩

364
0
Current Affairs 7th June

আন্তর্জাতিক
  • ইউক্রেনের নোভা কাকোভকা অঞ্চলে নিপ্রো নদী বাঁধে বিস্ফোরণ বড় বিপর্যয় ডেকে আনতে পারে। এই ঘটনাকে রাশিয়ার চেরনোবিল পরমাণু বিপর্যয়ের পর ‘সবথেকে ভয়ংকর পরিবেশগত বিপর্যয়’ বলা হচ্ছে। ইউরোপের অন্যতম বৃহত্তম এই জলাধার। এখন থেকেই জল সরবরাহ করা হয় ইউক্রেনের জাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। সেখানে পরমাণু চুল্লিগুলিকে ঠান্ডা রাখার জন্য যে জল দরকার তা এই কেন্দ্র থেকেই যায়। ফলে এই জলাধার শূন্য হয়ে গেলে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটিও বিপদে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত গত ৫ জুন রাতে বিস্ফোরণ ঘটানো হয় জলাধারের পাঁচিলে। সেখানে বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ঘটনার দায় রাশিয়া ও ইউক্রেন একে অপরের দিকে ঠেলেছে।
  • ব্রিটেনের প্রয়াত যুব রানি ডায়ানার ছোট ছেলে রাজকুমার হ্যারি আবার ব্যতিক্রমী ভূমিকা গ্রহণ করলেন। ১৩০ বছরের ইতিহাসে তিনিই রাজপরিবারের প্রথম সদস্য হিসেবে লন্ডন হাইকোর্টে উপস্থিত হয়েছিলেন। এবার সেখানে তিনি গণতন্ত্রের পক্ষে কথা না বলায় ব্রিটেনের সংবাদ মাধ্যমের কঠোর সমালোচনা করলেন। তিনি নিজেই এই মামলাটি করেছেন ‘মিরর গ্রুপ অফ নিউজ পেপারস’ এর বিরুদ্ধে। সেখানে তাঁর অভিযোগ, ব্রিটিশ সংবাদ মাধ্যম সেভাবে ব্রিটিশ সরকারের সমালোচনা করে না যা গণতন্ত্রের পক্ষে শুভ নয়।
জাতীয়
  • পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হলেন রাজীব সিনহা।
  • নাগাল্যান্ডে ২০২০ সালে অর্ডিন্যান্স এনে কুকুরের মাংস বিক্রিতে যে নিষেধাজ্ঞা জারি করেছিল নাগাল্যান্ড সরকার আইনি বৈধতা না থাকায় তা খারিজ করে দিল গুয়াহাটি হাইকোর্টের কোহিমা বেঞ্চ। এক্ষেত্রে অর্ডিন্যান্স জারি করলেও পরবর্তীকালে কোন আইন পাশ না করানোয় ওই নিষেধাজ্ঞা খারিজ করে দেওয়া হয়েছে বলে জানানো হলো।
  • উত্তরপ্রদেশে লখনউ আদালত চত্বরে দুষ্কৃতীদের গুলিতে পুলিশি হেফাজতে থাকা একজন অভিযুক্তের মৃত্যু হল। অভিযুক্তের নাম সঞ্জীব জিবা। নিহত সঞ্জীব ছিলেন কুখ্যাত দুষ্কৃতি। অন্তত ৫০টি ফৌজদারি মামলায় তিনি অভিযুক্ত ছিলেন। আদালত চত্বরে এই হামলার পর একজন আততায়ীকে হাতেনাতে ধরে ফেলেন আইনজীবীরা। গ্যাংস্টার আতিক আহমেদের পর আবারো আদালতে পুলিশি হেফাজতের মধ্যে দুষ্কৃতিদের গুলিতে অভিযুক্তের মৃত্যুর ঘটনা ঘটলো উত্তরপ্রদেশে।
খেলা
  • ওভালে শুরু হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাবি লড়াই। ভারত এবং অস্ট্রেলিয়া এই ফাইনাল ম্যাচে খেলছে। প্রথমে ব্যাট করে ৮৫ ওভারে তিন উইকেটে ৩২৭ রান তুলল অস্ট্রেলিয়া। শতরান করলেন ট্রাভিস হেড। তিনি অপরাজিত আছেন ১৪৬ রানে। স্টিভ স্মিথ ৯৫ রান করে অপরাজিত আছেন।
বিবিধ
  • আমস্টারডাম বিশ্ববিদ্যালয় পরিবেশ ও উন্নয়ন বিভাগের অধ্যাপিকা ভারতীয় বংশোদ্ভূত জয়িতা গুপ্ত ডাচ নোবেল পুরস্কার পেলেন। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য তাঁর গবেষণা গোটা বিশ্বজুড়েই মানুষের নজর কেটেছে। নেদারল্যান্ড সরকার এই পুরস্কার দেয় ।
  • জার্মানিতে অ্যাডলফ হিটলারের একটি পেন্সিল নিলামে বিক্রি হল ৫৪০০ পাউন্ডে। ভারতীয় মুদ্রায় তার দাম সাড়ে পাঁচ লক্ষ টাকা। রুপোয় মোড়া এই পেন্সিল ১৯৪১ সালে হিটলারের ৫২ তম জন্মদিনে বান্ধবী ইভা ব্রাউন তাঁকে এই উপহারটি দিয়েছিলেন।