কারেন্ট অ্যাফেয়ার্স ৭ জুন ২০২৪

212
0
Current Affairs 7th June

আন্তর্জাতিক
  • ১১টি দেশ থেকে রাষ্ট্রদূতদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানাল নেপালের বিদেশ মন্ত্রক। তবে এই ঘটনা দেশগুলির সঙ্গে সম্পর্কের জন্য নয়, নেপালের অভ্যন্তরীণ রাজনীতির কারণেই বলে মনে করা হচ্ছে। সম্প্রতি নেপালের শাসক জোটে পরিবর্তন দেখা দিয়েছে। পুষ্পকুমল দহল নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টির সঙ্গে জোট ভেঙ্গে গিয়েছে নেপালি কংগ্রেস পার্টির। নতুন জোট হয়েছে কে পি শর্মা নেতৃত্বাধীন ইউ এম এল দলের সঙ্গে। এর ফলেই রাষ্ট্রদূতদের ফিরিয়ে আনা হচ্ছে বলে জানা গেছে।
  • আগামী ৩১ ডিসেম্বর রাষ্ট্র সংঘের অস্থায়ী সদস্য হিসেবে মেয়াদ শেষ হচ্ছে জাপান, মালটা, ইকুয়েডর, সুইজারল্যান্ড ও মোজাম্বিকের। এই দেশগুলির পরে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচনে জয়ী হলো সোমালিয়া, পানামা, পাকিস্তান, গ্রিস ও ডেনমার্ক। প্রসঙ্গত, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে পাঁচটি সদস্য দেশকে অস্থায়ীভাবে নেওয়া হয়। এছাড়াও রয়েছে পাঁচ স্থায়ী সদস্য দেশ। তারা হল চিন ,ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র।
  • বোয়িং-স্টারলাইনার সংস্থার রকেটে চেপে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছলেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। সুনিতাই হলেন প্রথম মহিলা যিনি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যাওয়ার রকেটে পাইলট হিসাবে দায়িত্ব পালন করলেন। প্রসঙ্গত, ইতিমধ্যেই ৩২২ দিন মহাকাশ কেন্দ্রে কাটানোর অভিজ্ঞতা রয়েছে ভারতীয় বংশদ্ভূত সুনিতা উইলিয়ামসের। মহাশূন্যে ৫০ ঘন্টা ৪০ মিনিট  হাঁটার রেকর্ডও করেছিলেন তিনি।
জাতীয়
  • ভারতীয় রেলে জমির বিনিময়ে চাকরির মামলার তদন্তে প্রাক্তন রেলমন্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে চূড়ান্ত চার্জশিট পেশ করল সিবিআই। এই মামলায় লালুপ্রসাদ যাদবের পরিবারের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।
  • ছত্রিশগড়ের নারায়নপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হলেন ৭ জন মাওবাদী। এই সংঘর্ষের ঘটনায় আইটিবিপি এর তিনজন জওয়ান জখম হয়েছেন। চলতি বছরে ছত্রিশগড়ে এখনো পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১২৫ জন মাওবাদী নিহত হয়েছেন।
খেলা
  • আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে চমক দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার আয়ারল্যান্ডকে হারিয়ে চমকে দিল কানাডা, তারা ১২ রানে হারিয়ে দিল আয়ারল্যান্ডকে।
  • সিএবি প্রথম ডিভিশন একদিনের ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ভবানীপুর ক্লাব। এর আগে তারা সিএবি প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতাতেও চ্যাম্পিয়ন হয়েছিল।
  • ফরাসি ওপেন পুরুষদের সিঙ্গেলস এর ফাইনালে মুখোমুখি হবেন কার্লোস আলকারাস এবং আলেকজান্ডার জেরেভ। মহিলাদের সিঙ্গেল ফাইনালে মুখোমুখি হবেন ইগা সিয়নটেক এবং ইয়াসমিনে পাওলিনি।
বিবিধ
  • দেশের বাণিজ্যিক ব্যাংকগুলির জন্য ঋণের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করল ভারতের রিজার্ভ ব্যাংক। এই নিয়ে মোট আটবার সুদের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক।
  • চলতি সপ্তাহে ভারতের শেয়ার বাজারের টালবাহানা অবস্থা চলছেই। সপ্তাহের প্রথম দিনে বিপুল উত্থান ঘটেছিল শেয়ার সূচকের। এরপর লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন ৪ জুন তারিখে শেয়ার সূচক-এর গত চার বছরের মধ্যে বৃহত্তম পতন নথিবদ্ধ হয়েছিল। এরপর পুনরায় উত্থান শুরু হয়। এদিন সূচক সর্বকালীন সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। শেয়ার সূচক সেনসেক্স ৭৬৬৯৩.৩৬ অংক ও অপর শেয়ার সূচক নিফটি পৌঁছেছে রেকর্ড ২৩২৯০.১৫ অংকে। ইতিমধ্যেই ৪ জুনের শেয়ার সূচকের শেয়ার বাজারের ধস ভারতীয় শেয়ার বাজারের বৃহত্তম কেলেঙ্কারি বলে অভিযোগ উঠেছে রাজনৈতিক মহলে। এই অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে। অন্যদিকে পরপর চার দিন শেয়ার বাজারে যে উত্থান লক্ষ্য করা গেছে তাতে বিপুল লাভ হয়েছে দক্ষিণ ভারতের হেরিটেজ ফুড সংস্থার। এই সংস্থার সিংহভাগ শেয়ার রয়েছে অন্ধ্রপ্রদেশের ভাবী মুখ্য মন্ত্রী চন্দ্রবাবু নাইডুর স্ত্রী ভুবনেশ্বরী নাইডু ও ছেলে নর লোকেশ নাইডুর নামে। চারদিনে শেয়ার বাজারের উত্থানে তাঁদের সম্পদ যথাক্রমে ৫৩৫ কোটি ও ২৩৭ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।